ক্রীড়া ডেস্ক
কী শিরোনাম পড়ে একটু অবাক হলেন! আসলে হওয়ারই কথা। ৯০ মিনিটের খেলায় একটা দল ৩ মিনিটে কীভাবে চ্যাম্পিয়ন হয়। কিন্তু বাস্তবে এমনটাই হয়েছে তুরস্কের সুপার কাপে।
ফাইনালে ৩ মিনিট খেলেই চ্যাম্পিয়ন হয়েছে গ্যালাতাসারাই। প্রতিপক্ষ ফেনারবাচ প্রথম মিনিটে গোল হজমের পরেই মাঠ ছেড়ে গেলে ১৭ তম বারের মতো টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয় গ্যালাতাসারাই। চ্যাম্পিয়ন হওয়ার পর ট্রফি হাতে হাসি মুখে ছবি তুললেও জয়ের নায়ক মাউরো ইর্কাদি হয়তো নিশ্চয়ই খুশি হতে পারেননি।
আসলে এভাবে চ্যাম্পিয়ন হওয়াটা কারও জন্যই যে আনন্দের নয়। ফাইনালে খেলতে নামার আগেই পরিকল্পনা করে রেখেছিল ফেনারবাচ গোল হজমের পরেই তারা মাঠ ছেড়ে চলে যাবে। তাই তো অনূর্ধ্ব-১৯ দলকে মাঠে নামিয়ে দেয় তারা। শিরোপা নির্ধারণীর মতো ম্যাচে ফেনারবাচের এমনটা করার কারণ প্রতিবাদস্বরূপ।
গত ২৯ ডিসেম্বর ফাইনালটি হওয়ার কথা ছিল সৌদি আরব। কিন্তু তখন ম্যাচটি স্থগিত করে দেওয়া। গতকাল সেই ম্যাচটিই হয় তুরস্কের সানলিউরফার জিএপি স্টেডিয়ামে। তুর্কি ফেডারেশনের কাছে ফেনারবাচের অনুরোধ ছিল ফাইনালটি যেন স্থগিত করে নতুন সময় দেওয়া হয়। কারণ আগামী বৃহস্পতিবার উয়েফা কনফারেন্স লিগের ম্যাচ রয়েছে তাদের। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে তাদের প্রতিপক্ষ গ্রিসের ক্লাব অলিম্পিয়াকোস। তাদের অনুরোধ না রাখায় মাঠ ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় ফেনারবাচ। এতে নিয়ম অনুযায়ী গ্যালাতাসারাইকে ১-০ ব্যবধানে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।
ম্যাচ শেষে তুর্কি ফেডারেশনের সমালোচনা করেন ক্লাবের সভাপতি আলি কচ। তিনি বলেছেন, ‘সময় এসেছে তুরস্কের ফুটবলকে নতুন করে সাজানোর। আমরা এমন এক সময়ের মধ্যে আছি যখন তুরস্ক ফুটবলের পুনর্গঠন প্রয়োজন। বাস্তবায়ন করার জন্য তুরস্কে যোগ্য ব্যক্তিও আছে। এই মুহূর্তে নিরপেক্ষতা, স্বচ্ছ প্রতিযোগিতা এবং ক্রীড়া নীতিমালা সামনে আছে উচিত।’
কী শিরোনাম পড়ে একটু অবাক হলেন! আসলে হওয়ারই কথা। ৯০ মিনিটের খেলায় একটা দল ৩ মিনিটে কীভাবে চ্যাম্পিয়ন হয়। কিন্তু বাস্তবে এমনটাই হয়েছে তুরস্কের সুপার কাপে।
ফাইনালে ৩ মিনিট খেলেই চ্যাম্পিয়ন হয়েছে গ্যালাতাসারাই। প্রতিপক্ষ ফেনারবাচ প্রথম মিনিটে গোল হজমের পরেই মাঠ ছেড়ে গেলে ১৭ তম বারের মতো টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয় গ্যালাতাসারাই। চ্যাম্পিয়ন হওয়ার পর ট্রফি হাতে হাসি মুখে ছবি তুললেও জয়ের নায়ক মাউরো ইর্কাদি হয়তো নিশ্চয়ই খুশি হতে পারেননি।
আসলে এভাবে চ্যাম্পিয়ন হওয়াটা কারও জন্যই যে আনন্দের নয়। ফাইনালে খেলতে নামার আগেই পরিকল্পনা করে রেখেছিল ফেনারবাচ গোল হজমের পরেই তারা মাঠ ছেড়ে চলে যাবে। তাই তো অনূর্ধ্ব-১৯ দলকে মাঠে নামিয়ে দেয় তারা। শিরোপা নির্ধারণীর মতো ম্যাচে ফেনারবাচের এমনটা করার কারণ প্রতিবাদস্বরূপ।
গত ২৯ ডিসেম্বর ফাইনালটি হওয়ার কথা ছিল সৌদি আরব। কিন্তু তখন ম্যাচটি স্থগিত করে দেওয়া। গতকাল সেই ম্যাচটিই হয় তুরস্কের সানলিউরফার জিএপি স্টেডিয়ামে। তুর্কি ফেডারেশনের কাছে ফেনারবাচের অনুরোধ ছিল ফাইনালটি যেন স্থগিত করে নতুন সময় দেওয়া হয়। কারণ আগামী বৃহস্পতিবার উয়েফা কনফারেন্স লিগের ম্যাচ রয়েছে তাদের। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে তাদের প্রতিপক্ষ গ্রিসের ক্লাব অলিম্পিয়াকোস। তাদের অনুরোধ না রাখায় মাঠ ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় ফেনারবাচ। এতে নিয়ম অনুযায়ী গ্যালাতাসারাইকে ১-০ ব্যবধানে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।
ম্যাচ শেষে তুর্কি ফেডারেশনের সমালোচনা করেন ক্লাবের সভাপতি আলি কচ। তিনি বলেছেন, ‘সময় এসেছে তুরস্কের ফুটবলকে নতুন করে সাজানোর। আমরা এমন এক সময়ের মধ্যে আছি যখন তুরস্ক ফুটবলের পুনর্গঠন প্রয়োজন। বাস্তবায়ন করার জন্য তুরস্কে যোগ্য ব্যক্তিও আছে। এই মুহূর্তে নিরপেক্ষতা, স্বচ্ছ প্রতিযোগিতা এবং ক্রীড়া নীতিমালা সামনে আছে উচিত।’
নিউজিল্যান্ডের বিপক্ষে পরশু পাল্লেকেলেতে শ্রীলঙ্কার ফুরিয়েছে ১২ বছরের অপেক্ষা। এক যুগ পর ওয়ানডে সিরিজ জয়ী শ্রীলঙ্কার সামনে আজ হোয়াইটওয়াশের সুযোগ। পাল্লেকেলেতে আজ বাংলাদেশ সময় বেলা ৩টায় শুরু হবে শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড তৃতীয় ওয়ানডে।
২১ মিনিট আগে২০২৪ এর ১৫ জুলাই-আনহেল দি মারিয়ার কান্নাভেজা চোখের ছবি নিশ্চয়ই ফুটবলপ্রেমীদের মনে রয়েছে। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে সেদিনই কোপা আমেরিকার ফাইনালের পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন। তবে আর্জেন্টিনার আকাশী-নীল জার্সি না পরলেও ফুটবল মাঠটা তিনি বড্ড মিস করেন।
১ ঘণ্টা আগেবছরের শেষটা অন্তত জয় দিয়ে রাঙিয়েছে বাংলাদেশ ফুটবল দল। মালদ্বীপের বিপক্ষে অন্তিম মুহূর্তে দারুণ জয়ের কারিগর পাপন সিং। দেশের ক্রীড়াঙ্গনে এত দিন ‘পাপন’ নামটা সাবেক বিসিবি সভাপতির কারণে অতি পরিচিত ছিল। আর ফুটবলার পাপন আড়াল থেকে ফিরলেন নায়কের বেশে। এখন থেকে আর আড়াল হতে চান না, নিয়মিত খেলতে চান সেরা একাদশ
১ ঘণ্টা আগেঅঘটন, ইতিহাস এসব না থাকলে খেলাধুলায় আর কী মজা থাকে! মেজর কোনো টুর্নামেন্টে হলে সেটা যেকোনো দলের জন্যই আজীবন ফ্রেমে বাঁধাই করে রাখার মতো। ফিফা র্যাঙ্কিংয়ে একেবারে তলানিতে ২১০ নম্বরে থাকা স্যান মারিনো গত রাতে লিখল ইতিহাস।
২ ঘণ্টা আগে