ক্রীড়া ডেস্ক
অঘটন, ইতিহাস এসব না থাকলে খেলাধুলায় আর কী মজা থাকে! মেজর কোনো টুর্নামেন্টে হলে সেটা যেকোনো দলের জন্যই আজীবন ফ্রেমে বাঁধাই করে রাখার মতো। ফিফা র্যাঙ্কিংয়ে একেবারে তলানিতে ২১০ নম্বরে থাকা স্যান মারিনো গত রাতে লিখল ইতিহাস।
রেইনপার্ক স্টেডিয়ামে গত রাতে স্যান মারিনোর ফুরিয়েছে ৩৪ বছরের অপেক্ষা। ১০১ বারের চেষ্টায় বিদেশের মাঠে প্রথম জয় পেল দলটি।নেশনস লিগের লিগ ‘ডি’-এর গ্রুপ-১ এর ম্যাচে লিখটেনস্টাইনকে ৩-১ গোলে হারিয়েছে ফিফা র্যাঙ্কিংয়ের ২১০ নম্বরে থাকা দল। ৪০ মিনিটে ডিফেন্সিভ মিডফিল্ডার অ্যারন সেলের গোলে প্রথমে এগিয়ে যায় লিখটেনস্টাইন। প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে থাকা স্যান মারিনো চমক দেখাতে বেছে নেয় দ্বিতীয়ার্ধকেই। ৪৬ মিনিটে লরেনৎসো লাজ্জারির গোলে সমতায় ফেলে স্যান মারিনো। ৬৬ ও ৭০ মিনিটে স্যান মারিনোর গোল দুটি করেন নিকোলাস ন্যান্নি ও আলেসান্দ্রো গোলিনুচ্চি।
ঐতিহাসিক এই জয়ে নেশনস লিগের ‘ডি’ গ্রুপ থেকে ‘সি’ গ্রুপে উঠে এসেছে স্যান মারিনো।
ফিফা র্যাঙ্কিংয়ের ২১০ নম্বরে থাকা দলের ইতিহাস গড়ার রাতে জয় পায়নি পর্তুগাল। বাইসাইকেল কিকে চোখ ধাঁধানো গোল করার পরের ম্যাচেই বিশ্রাম দেওয়া হয় ক্রিস্টিয়ানো রোনালদোকে। রোনালদোহীন পর্তুগাল গত রাতে ক্রোয়েশিয়ার বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে। ৩৩ মিনিটে পর্তুগালকে এগিয়ে নেন হোয়াও ফেলিক্স। পিছিয়ে পড়া ক্রোয়েশিয়ার সমতায় ফিরতে একটু সময় লেগেছে। ৬৫ মিনিটে সমতাসূচক গোল করেন ক্রোয়াট ডিফেন্ডার জোস্কো গাভারদিওল। ১-১ গোলের পর লিগ ‘এ’-এর গ্রুপ-১ এর পয়েন্ট তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছে পর্তুগাল। ৬ ম্যাচে ৪ জয় ও ২ ড্রয়ে পর্তুগিজদের পয়েন্ট ১৪। দুইয়ে থাকা ক্রোয়েশিয়ার পয়েন্ট ৮। ক্রোয়াটরাও খেলেছে ৬ ম্যাচ।
লিখটেনস্টাইন অবশ্য স্যান মারিনোর প্রিয় প্রতিপক্ষ। স্যান মারিনো তাদের তিন জয়ের তিনটিই পেয়েছে লিখটেনস্টাইনের বিপক্ষে। ২০০৪ সালে প্রীতি ম্যাচে লিখটেনস্টাইনকে ১-০ গোলে হারিয়ে স্যান মারিনো পায় প্রথম জয়। এরপর এ বছরের সেপ্টেম্বরে একই প্রতিপক্ষের বিপক্ষে দ্বিতীয় জয় পায় স্যান মারিনো। এখন পর্যন্ত ২১১ ম্যাচে ৩ জয়ের বিপরীতে দলটি হেরেছে ১৯৮ ম্যাচ। ফিফা র্যাঙ্কিংয়ের তলানিতে থাকা দলটি ড্র করেছে ১০ ম্যাচ।
অঘটন, ইতিহাস এসব না থাকলে খেলাধুলায় আর কী মজা থাকে! মেজর কোনো টুর্নামেন্টে হলে সেটা যেকোনো দলের জন্যই আজীবন ফ্রেমে বাঁধাই করে রাখার মতো। ফিফা র্যাঙ্কিংয়ে একেবারে তলানিতে ২১০ নম্বরে থাকা স্যান মারিনো গত রাতে লিখল ইতিহাস।
রেইনপার্ক স্টেডিয়ামে গত রাতে স্যান মারিনোর ফুরিয়েছে ৩৪ বছরের অপেক্ষা। ১০১ বারের চেষ্টায় বিদেশের মাঠে প্রথম জয় পেল দলটি।নেশনস লিগের লিগ ‘ডি’-এর গ্রুপ-১ এর ম্যাচে লিখটেনস্টাইনকে ৩-১ গোলে হারিয়েছে ফিফা র্যাঙ্কিংয়ের ২১০ নম্বরে থাকা দল। ৪০ মিনিটে ডিফেন্সিভ মিডফিল্ডার অ্যারন সেলের গোলে প্রথমে এগিয়ে যায় লিখটেনস্টাইন। প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে থাকা স্যান মারিনো চমক দেখাতে বেছে নেয় দ্বিতীয়ার্ধকেই। ৪৬ মিনিটে লরেনৎসো লাজ্জারির গোলে সমতায় ফেলে স্যান মারিনো। ৬৬ ও ৭০ মিনিটে স্যান মারিনোর গোল দুটি করেন নিকোলাস ন্যান্নি ও আলেসান্দ্রো গোলিনুচ্চি।
ঐতিহাসিক এই জয়ে নেশনস লিগের ‘ডি’ গ্রুপ থেকে ‘সি’ গ্রুপে উঠে এসেছে স্যান মারিনো।
ফিফা র্যাঙ্কিংয়ের ২১০ নম্বরে থাকা দলের ইতিহাস গড়ার রাতে জয় পায়নি পর্তুগাল। বাইসাইকেল কিকে চোখ ধাঁধানো গোল করার পরের ম্যাচেই বিশ্রাম দেওয়া হয় ক্রিস্টিয়ানো রোনালদোকে। রোনালদোহীন পর্তুগাল গত রাতে ক্রোয়েশিয়ার বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে। ৩৩ মিনিটে পর্তুগালকে এগিয়ে নেন হোয়াও ফেলিক্স। পিছিয়ে পড়া ক্রোয়েশিয়ার সমতায় ফিরতে একটু সময় লেগেছে। ৬৫ মিনিটে সমতাসূচক গোল করেন ক্রোয়াট ডিফেন্ডার জোস্কো গাভারদিওল। ১-১ গোলের পর লিগ ‘এ’-এর গ্রুপ-১ এর পয়েন্ট তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছে পর্তুগাল। ৬ ম্যাচে ৪ জয় ও ২ ড্রয়ে পর্তুগিজদের পয়েন্ট ১৪। দুইয়ে থাকা ক্রোয়েশিয়ার পয়েন্ট ৮। ক্রোয়াটরাও খেলেছে ৬ ম্যাচ।
লিখটেনস্টাইন অবশ্য স্যান মারিনোর প্রিয় প্রতিপক্ষ। স্যান মারিনো তাদের তিন জয়ের তিনটিই পেয়েছে লিখটেনস্টাইনের বিপক্ষে। ২০০৪ সালে প্রীতি ম্যাচে লিখটেনস্টাইনকে ১-০ গোলে হারিয়ে স্যান মারিনো পায় প্রথম জয়। এরপর এ বছরের সেপ্টেম্বরে একই প্রতিপক্ষের বিপক্ষে দ্বিতীয় জয় পায় স্যান মারিনো। এখন পর্যন্ত ২১১ ম্যাচে ৩ জয়ের বিপরীতে দলটি হেরেছে ১৯৮ ম্যাচ। ফিফা র্যাঙ্কিংয়ের তলানিতে থাকা দলটি ড্র করেছে ১০ ম্যাচ।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের পর প্রশংসায় ভাসছিল পাকিস্তান ক্রিকেট দল। কিন্তু যে পাকিস্তানের নামের পাশে ‘আনপ্রেডিক্টেবল’ ট্যাগ, তাদের নিয়ে ভবিষ্যদ্বাণী করা দুরূহ ব্যাপার। টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়ার কাছে ধবলধোলাই হয়েছে এশিয়ার দলটি।
২৯ মিনিট আগেশিরোনাম দেখে হয়তো অনেকে চমকে যেতে পারেন। এই তো এ বছরের ২৯ জুন রোহিত শর্মার নেতৃত্বে বার্বাডোজে ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতল। কদিন আগে জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকাকে দুমড়ে মুচড়ে দিয়েছে সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারত। চার ইনিংসে তিনবার ২০০ পেরিয়েছে ভারত।
১ ঘণ্টা আগেনিউজিল্যান্ডের বিপক্ষে পরশু পাল্লেকেলেতে শ্রীলঙ্কার ফুরিয়েছে ১২ বছরের অপেক্ষা। এক যুগ পর ওয়ানডে সিরিজ জয়ী শ্রীলঙ্কার সামনে আজ হোয়াইটওয়াশের সুযোগ। পাল্লেকেলেতে আজ বাংলাদেশ সময় বেলা ৩টায় শুরু হবে শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড তৃতীয় ওয়ানডে।
২ ঘণ্টা আগে২০২৪ এর ১৫ জুলাই-আনহেল দি মারিয়ার কান্নাভেজা চোখের ছবি নিশ্চয়ই ফুটবলপ্রেমীদের মনে রয়েছে। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে সেদিনই কোপা আমেরিকার ফাইনালের পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন। তবে আর্জেন্টিনার আকাশী-নীল জার্সি না পরলেও ফুটবল মাঠটা তিনি বড্ড মিস করেন।
৩ ঘণ্টা আগে