ক্রীড়া ডেস্ক
ম্যাচের ৬৫ মিনিট। পড়ে গিয়েছিলেন মাঠে। নাহ, কলম্বিয়ার কেউ বাজে ট্যাকল করেননি তাঁকে। গোড়ালির চোটের কাছে হেরে গিয়ে পড়ে গিয়েছিলেন। কোনোভাবে উঠে খোঁড়াতে খোঁড়াতে লিওনেল মেসি চলে আসেন মাঠের বাইরে। ডাগআউটে হতাশায় বুট ছুড়ে মারলেন, মুখ ঢেকে কাঁদলেন। অঝোরে কান্না। সেই কান্না ছুঁয়ে গেল সব আর্জেন্টাইন সমর্থককে।
আনহেল দি মারিয়া আজ নেমেছেন আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলতে। বন্ধুর বিদায়ী ম্যাচে আবেগঘন মুহূর্তকে সঙ্গী করেই আজ মায়ামির ফাইনালে খেলতে নেমেছিলেন মেসি। তবে শুরুর একাদশে থাকলেও ম্যাচের পুরোটা খেলার সৌভাগ্য হয়নি মেসির। বরং কোপা আমেরিকার শিরোপা নির্ধারণী ম্যাচে ডাগআউটে বসে কাঁদতে দেখা গেল আর্জেন্টাইন মহাতারকাকে। আর কোনো ফাইনালে ডাগআউটে মেসির এমন হতাশ মুখচ্ছবি দেখা গেছে কি না, গবেষণার বিষয়।
ফাইনালের প্রথম বদলিই করা হয় মেসিকে। ৬৫ মিনিটে গোঁড়ালির চোটে পড়ে মাঠে কাতরাতে দেখা যায়।ফিজিও এসে সেবাশুশ্রূষা করার পর আর্জেন্টাইন তারকা ফুটবলারকে মাঠ থেকে উঠিয়ে নেওয়া হয়। ডাগআউটে বসে চোখের জল ফেলেন নিরুপায় মেসি। তাঁর বদলি হিসেবে মাঠে নামানো হয় নাহুয়েল মলিনাকে।
ডাগআউটে যাওয়ার কিছুক্ষণ পর দুঃখ ভোলার উপলক্ষ প্রায় পেয়েই গিয়েছিলেন মেসি। ৭৫ মিনিটে আর্জেন্টিনার গোলের পর মেসির মুখে হাসিও খেলে গিয়েছিল। তবে আর্জেন্টাইন ডিফেন্ডার নিকোলাস তাগলিয়াফিকো অফসাইডে থাকলে গোল বাতিল করা হয়। মুহূর্তেই মেসির মুখের হাসি মিলিয়ে যায়। এবার কোপাটা পুরো ফিট না থেকেও খেলেছেন। ফাইনালেও নেমেছিলেন চোটের সঙ্গে যুদ্ধ করে। কিন্তু শেষ করতে পারলেন না, একজন চ্যাম্পিয়ন খেলোয়াড় মেসির চোখ বেয়ে নেমে আসে তাই জলধারা।
শেষ পর্যন্ত মেসির মুখে বিজয়ের হাসি ফুটেছে। লাওতারো মার্তিনেজের গোলে কোপা আমেরিকার শিরোপা জিতেছে আর্জেন্টিনা। ৩ বছরে ৪টি মেজর টুর্নামেন্টের শিরোপা জিতে মেসির মুকুট হলো সবচেয়ে সমৃদ্ধ।
ম্যাচের ৬৫ মিনিট। পড়ে গিয়েছিলেন মাঠে। নাহ, কলম্বিয়ার কেউ বাজে ট্যাকল করেননি তাঁকে। গোড়ালির চোটের কাছে হেরে গিয়ে পড়ে গিয়েছিলেন। কোনোভাবে উঠে খোঁড়াতে খোঁড়াতে লিওনেল মেসি চলে আসেন মাঠের বাইরে। ডাগআউটে হতাশায় বুট ছুড়ে মারলেন, মুখ ঢেকে কাঁদলেন। অঝোরে কান্না। সেই কান্না ছুঁয়ে গেল সব আর্জেন্টাইন সমর্থককে।
আনহেল দি মারিয়া আজ নেমেছেন আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলতে। বন্ধুর বিদায়ী ম্যাচে আবেগঘন মুহূর্তকে সঙ্গী করেই আজ মায়ামির ফাইনালে খেলতে নেমেছিলেন মেসি। তবে শুরুর একাদশে থাকলেও ম্যাচের পুরোটা খেলার সৌভাগ্য হয়নি মেসির। বরং কোপা আমেরিকার শিরোপা নির্ধারণী ম্যাচে ডাগআউটে বসে কাঁদতে দেখা গেল আর্জেন্টাইন মহাতারকাকে। আর কোনো ফাইনালে ডাগআউটে মেসির এমন হতাশ মুখচ্ছবি দেখা গেছে কি না, গবেষণার বিষয়।
ফাইনালের প্রথম বদলিই করা হয় মেসিকে। ৬৫ মিনিটে গোঁড়ালির চোটে পড়ে মাঠে কাতরাতে দেখা যায়।ফিজিও এসে সেবাশুশ্রূষা করার পর আর্জেন্টাইন তারকা ফুটবলারকে মাঠ থেকে উঠিয়ে নেওয়া হয়। ডাগআউটে বসে চোখের জল ফেলেন নিরুপায় মেসি। তাঁর বদলি হিসেবে মাঠে নামানো হয় নাহুয়েল মলিনাকে।
ডাগআউটে যাওয়ার কিছুক্ষণ পর দুঃখ ভোলার উপলক্ষ প্রায় পেয়েই গিয়েছিলেন মেসি। ৭৫ মিনিটে আর্জেন্টিনার গোলের পর মেসির মুখে হাসিও খেলে গিয়েছিল। তবে আর্জেন্টাইন ডিফেন্ডার নিকোলাস তাগলিয়াফিকো অফসাইডে থাকলে গোল বাতিল করা হয়। মুহূর্তেই মেসির মুখের হাসি মিলিয়ে যায়। এবার কোপাটা পুরো ফিট না থেকেও খেলেছেন। ফাইনালেও নেমেছিলেন চোটের সঙ্গে যুদ্ধ করে। কিন্তু শেষ করতে পারলেন না, একজন চ্যাম্পিয়ন খেলোয়াড় মেসির চোখ বেয়ে নেমে আসে তাই জলধারা।
শেষ পর্যন্ত মেসির মুখে বিজয়ের হাসি ফুটেছে। লাওতারো মার্তিনেজের গোলে কোপা আমেরিকার শিরোপা জিতেছে আর্জেন্টিনা। ৩ বছরে ৪টি মেজর টুর্নামেন্টের শিরোপা জিতে মেসির মুকুট হলো সবচেয়ে সমৃদ্ধ।
সরকার পরিবর্তনের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালকদের বেশির ভাগই আড়ালে চলে যান। সভাপতির পদ ছাড়েন নাজমুল হাসান পাপন। পদ হারান আরও ১০ পরিচালক। কয়েকজন করেছেন পদত্যাগ।
২ মিনিট আগে১২৮ বছর পর অলিম্পিকে ফিরছে ক্রিকেট। ১৯০০ প্যারিস অলিম্পিকে সবশেষ ক্রিকেট হয়েছিল। ব্যাপক আলোচনার পর ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিক দিয়ে আবারও ফিরছে ক্রিকেট। তবে এখানেও ক্রিকেট নিয়ে জটিলতা তৈরি হয়েছে।
৪ ঘণ্টা আগেপাকিস্তান ক্রিকেট দল বাজে খেললে কোনো কথাই নেই। আহমেদ শেহজাদ তখন সামাজিক মাধ্যমে তখন করতে থাকেন একের পর এক বিদ্রুপাত্মক মন্তব্য। অস্ট্রেলিয়ার কাছে টি-টোয়েন্টি সিরিজ হারের পর পাকিস্তানকে আবারও খোঁচা মারলেন তিনি।
৬ ঘণ্টা আগে