ক্রীড়া ডেস্ক
মৌসুমের শেষ দিকে এসে শিরোপার জন্য প্রিমিয়ার লিগে যে ত্রিমুখী লড়াই জমে উঠেছিল, সেখানে লিভারপুলকে এখন হিসেবের বাইরেই রাখতে হচ্ছে। গুডিসন পার্কে এভারটনের বিপক্ষে মার্সিসাইড ডার্বিতে হারের পর লিগ পুনরুদ্ধারের স্বপ্ন কার্যত শেষ হয়ে গেছে অলরেডদের। যেটুকু আশা ছিল ইয়ুর্গেন ক্লপের, সেটিও যেন আজ শেষ হয়ে গেল।
ওয়েস্ট হামেও হোঁচট খেয়েছে লিভারপুল। ড্র করেছে বসেছে ২-২ গোলে। লন্ডন স্টেডিয়ামে ৪৩ মিনিটে জারোড ব্রাউনের গোলে পিছিয়ে পড়েছিল অলরেডরা। তবে বিরতি থেকে ফেরার তিন মিনিটের মধ্যে ব্যবধানটা সমতায় আনে ক্লপের দল। ৬৫ মিনিটে এগিয়েও গিয়েছিল তারা। আত্মঘাতী গোল হজম করে বসে ওয়েস্ট হাম। তবে ডেভিড ময়েসের দল হার এড়িয়েছে ৭৭ মিনিটের গোলে।
এই ড্রয়ে ৩৫ ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে তিনে আছে লিভারপুল। ৩৪ ম্যাচে ৭৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল। ৩৩ ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে দুইয়ে ম্যানচেস্টার সিটি। আগামীকাল নর্থ লন্ডন ডার্বিতে আর্সেনালকে আতিথেয়তা দেবে টটেনহাম। স্পার্সদের হারাতে পারলে শীর্ষস্থানটা আরেকটু মজবুত করতে পারবে গানাররা।
আগামীকাল মাঠে নামছে সিটিও। নটিংহাম ফরেস্টের বিপক্ষে তাদের মাঠে জিতলে আর আর্সেনাল যদি টটেনহামের বিপক্ষে হেরে বসে তবে রেকর্ড টানা চতুর্থ প্রিমিয়ার লিগ জয়ের পথে এগিয়ে যাবে সিটিজেনরা। শীর্ষে উঠে যাবে পেপ গার্দিওলার দল।
এভারটনের বিপক্ষে হারের পর আশা না হারানো ক্লপ শিরোপা দৌড়ে টিকে থাকতে চেয়েছিলেন, আর্সেনাল ও সিটির বিপর্যয়। সেটি যদি আজ রাতে ঘটে তবে অলরেডরা আবারও আশায় বুক বাঁধতে পারে। কিন্ত মৌসুমের শেষ দিকে এসে পয়েন্ট বিসর্জন দিয়ে আবারও শিরোপা দৌড়ে ফেরাটা যে বেশ কঠিন। অ্যানফিল্ডের নিজের শেষ মৌসুমে হয়তো খালি হাতেই থাকতে হতে পারে ক্লপকে।
তবে ওয়েস্ট হামের বিপক্ষে ম্যাচে ক্লপের সঙ্গে মোহামেদ সালাহর তিক্ত দৃশ্যই দেখা গেল। এভারটনের বিপক্ষে হারের পর অ্যানফিল্ডের সাবেক ডিফেন্ডার জ্যামি ক্যারঘার সালাহ ও ডারউইন নুনেজের ভবিষ্যত নিয়ে চিন্তা করতে বলেছিলেন। আজ দুই ফরোয়ার্ড ছিলেন না একাদশে। সালাহ মাঠে নামেন ৭৯ মিনিটে। ততক্ষণে ম্যাচ ২-২ গোলে সমতায়। তার আগেই মাঠে নামার জন্য টাচলাইনে দাঁড়িয়েছিলেন তিনি। কিন্তু ৭৭ মিনিটে মিকেইল আন্তোনিও হেডে ওয়েস্ট হামকে সমতায় ফেরানোর পর ক্লপের দিকে তাকিয়ে উত্তপ্ত হয়ে কথা বলতে দেখা যায় সালাহকে। এ সময় মিসরীয় তারকাকে বেশ বিরক্তিও প্রকাশ করেন। ক্লপ কাছে এসে একটু দূরে সরে যাওয়ার পর সালাহকে থামানোর চেষ্টা করেন তাঁর কয়েকজন সতীর্থ।
মৌসুমের শেষ দিকে এসে শিরোপার জন্য প্রিমিয়ার লিগে যে ত্রিমুখী লড়াই জমে উঠেছিল, সেখানে লিভারপুলকে এখন হিসেবের বাইরেই রাখতে হচ্ছে। গুডিসন পার্কে এভারটনের বিপক্ষে মার্সিসাইড ডার্বিতে হারের পর লিগ পুনরুদ্ধারের স্বপ্ন কার্যত শেষ হয়ে গেছে অলরেডদের। যেটুকু আশা ছিল ইয়ুর্গেন ক্লপের, সেটিও যেন আজ শেষ হয়ে গেল।
ওয়েস্ট হামেও হোঁচট খেয়েছে লিভারপুল। ড্র করেছে বসেছে ২-২ গোলে। লন্ডন স্টেডিয়ামে ৪৩ মিনিটে জারোড ব্রাউনের গোলে পিছিয়ে পড়েছিল অলরেডরা। তবে বিরতি থেকে ফেরার তিন মিনিটের মধ্যে ব্যবধানটা সমতায় আনে ক্লপের দল। ৬৫ মিনিটে এগিয়েও গিয়েছিল তারা। আত্মঘাতী গোল হজম করে বসে ওয়েস্ট হাম। তবে ডেভিড ময়েসের দল হার এড়িয়েছে ৭৭ মিনিটের গোলে।
এই ড্রয়ে ৩৫ ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে তিনে আছে লিভারপুল। ৩৪ ম্যাচে ৭৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল। ৩৩ ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে দুইয়ে ম্যানচেস্টার সিটি। আগামীকাল নর্থ লন্ডন ডার্বিতে আর্সেনালকে আতিথেয়তা দেবে টটেনহাম। স্পার্সদের হারাতে পারলে শীর্ষস্থানটা আরেকটু মজবুত করতে পারবে গানাররা।
আগামীকাল মাঠে নামছে সিটিও। নটিংহাম ফরেস্টের বিপক্ষে তাদের মাঠে জিতলে আর আর্সেনাল যদি টটেনহামের বিপক্ষে হেরে বসে তবে রেকর্ড টানা চতুর্থ প্রিমিয়ার লিগ জয়ের পথে এগিয়ে যাবে সিটিজেনরা। শীর্ষে উঠে যাবে পেপ গার্দিওলার দল।
এভারটনের বিপক্ষে হারের পর আশা না হারানো ক্লপ শিরোপা দৌড়ে টিকে থাকতে চেয়েছিলেন, আর্সেনাল ও সিটির বিপর্যয়। সেটি যদি আজ রাতে ঘটে তবে অলরেডরা আবারও আশায় বুক বাঁধতে পারে। কিন্ত মৌসুমের শেষ দিকে এসে পয়েন্ট বিসর্জন দিয়ে আবারও শিরোপা দৌড়ে ফেরাটা যে বেশ কঠিন। অ্যানফিল্ডের নিজের শেষ মৌসুমে হয়তো খালি হাতেই থাকতে হতে পারে ক্লপকে।
তবে ওয়েস্ট হামের বিপক্ষে ম্যাচে ক্লপের সঙ্গে মোহামেদ সালাহর তিক্ত দৃশ্যই দেখা গেল। এভারটনের বিপক্ষে হারের পর অ্যানফিল্ডের সাবেক ডিফেন্ডার জ্যামি ক্যারঘার সালাহ ও ডারউইন নুনেজের ভবিষ্যত নিয়ে চিন্তা করতে বলেছিলেন। আজ দুই ফরোয়ার্ড ছিলেন না একাদশে। সালাহ মাঠে নামেন ৭৯ মিনিটে। ততক্ষণে ম্যাচ ২-২ গোলে সমতায়। তার আগেই মাঠে নামার জন্য টাচলাইনে দাঁড়িয়েছিলেন তিনি। কিন্তু ৭৭ মিনিটে মিকেইল আন্তোনিও হেডে ওয়েস্ট হামকে সমতায় ফেরানোর পর ক্লপের দিকে তাকিয়ে উত্তপ্ত হয়ে কথা বলতে দেখা যায় সালাহকে। এ সময় মিসরীয় তারকাকে বেশ বিরক্তিও প্রকাশ করেন। ক্লপ কাছে এসে একটু দূরে সরে যাওয়ার পর সালাহকে থামানোর চেষ্টা করেন তাঁর কয়েকজন সতীর্থ।
বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ হলেও দুই বিশ্বচ্যাম্পিয়ন দলকে একই টুর্নামেন্টে হারানো তো সহজ কথা নয়। প্যারাগুয়ে এবার সেই কঠিন কাজটিই করে দেখাল। ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে সেপ্টেম্বরে প্যারাগুয়ে হারিয়েছিল ব্রাজিলকে। দুই মাস পর আজ বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকেও হারিয়েছে প্যারাগুয়ে।
২৯ মিনিট আগেএই শতাব্দির গোড়ার দিকের গল্প। বয়সভিত্তিক ক্রিকেটে গতিময় এক ফাস্ট বোলারকে চোখে পড়ল রাকিব হায়দার পাভেলের। সেই বোলার ব্যাটেও ঝড় তুলতে পারেন। বয়সভিত্তিক ক্রিকেট থেকেই পাভেল ওই অলরাউন্ডারকে নিয়ে এলেন তাঁদের প্রথম বিভাগ ক্রিকেটের আজাদ স্পোর্টিংয়ে।
১৩ ঘণ্টা আগেএবার সাফজয়ীদের পুরস্কৃত করল বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠান সাউথইস্ট ব্যাংক। প্রতিষ্ঠানটি আজ তাদের কার্যালয়ে আমন্ত্রণ জানিয়ে এই সম্মাননা জানায়। এ সময় ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল এবং কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
১৪ ঘণ্টা আগেবাংলাদেশের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের মৃত্যুতে তাঁর পরিবার পড়েছে বিপাকে। সংকটময় এই মুহূর্তে জিয়ার পরিবারের পাশে দাঁড়ালেন বাংলাদেশের তারকা ক্রিকেটার তামিম ইকবাল।
১৬ ঘণ্টা আগে