ক্রীড়া ডেস্ক
প্যারিস অলিম্পিকে এবার ঘটছে একের পর এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। চুরি-ডাকাতি, দর্শকদের মাঠে ঢুকে ঝামেলা পাকানো, রেল নেটওয়ার্কে হামলা—বাদ নেই কোনো কিছুই। ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার জিকো এবার খুইয়েছেন ৬ কোটিরও বেশি টাকা।
নগদ অর্থ, ঘড়ি ও হীরার অলংকারসহ একটি ব্যাগ জিকো হারিয়েছেন বলে প্যারিসের একটি দৈনিক পত্রিকার প্রতিবেদনে জানা গেছে। ফরাসি পুলিশের কাছে আজ চুরির অভিযোগ দায়ের করেছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি। জিকো গাড়ির জানালা খোলা রেখেছেন বলেই এমন চুরি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। প্রতিবেদন অনুযায়ী, জিকোর হারানো সম্পদের অর্থমূল্য ৫ লাখ ইউরো। বাংলাদেশি মুদ্রায় ৬ কোটি ৩৫ লাখ টাকা। তবে বার্তা সংস্থা এএফপির দাবি, টাকার অঙ্কটা একটু বাড়িয়ে বলা হচ্ছে।
প্যারিস অলিম্পিকে জিকোর আগে চুরির শিকার হয়েছে আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ দল। আর্জেন্টিনার অলিম্পিক দলের কোচ হাভিয়ের মাশ্চেরানো জানিয়েছেন, পরশু মরক্কোর বিপক্ষে ম্যাচের অনুশীলনে ব্যস্ত ছিলেন তাঁর শিষ্য ও অন্যান্য স্টাফরা। ফুটবলার-স্টাফদের অনুপস্থিতিতে লকার রুম থেকে চুরি হয় নগদ টাকাসহ মূল্যবান ব্যবহার্য জিনিস। গত বুধবার মরক্কোর মুখোমুখি হওয়ার আগে চুরির শিকার হয়েছে তাঁর দল। এতে টাকাপয়সার পাশাপাশি মূল্যবান ব্যবহার্য জিনিস খোয়া গেছে।থিয়াগো আলমাদা তাঁর ঘড়ি ও আংটি খুঁজে পাচ্ছেন না বলে দাবি করেছেন মাশ্চেরানো। আলমাদা আবার ফ্রান্সের গণমাধ্যমের কাছে দাবি করেছেন, তিনি ৫০ হাজার ইউরো খুইয়েছেন (বাংলাদেশি ৬৩ লাখ ৭৮ হাজার টাকা)।
ফুটবল, রাগবিসহ বেশ কয়েকটি খেলা শুরু হয়ে গেছে প্যারিস অলিম্পিকে। তবে আনুষ্ঠানিকভাবে অলিম্পিক উন্মোচন করা হবে আজ। বাংলাদেশ সময় রাত ১১টা ৩০ মিনিটে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে।
প্যারিস অলিম্পিকে এবার ঘটছে একের পর এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। চুরি-ডাকাতি, দর্শকদের মাঠে ঢুকে ঝামেলা পাকানো, রেল নেটওয়ার্কে হামলা—বাদ নেই কোনো কিছুই। ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার জিকো এবার খুইয়েছেন ৬ কোটিরও বেশি টাকা।
নগদ অর্থ, ঘড়ি ও হীরার অলংকারসহ একটি ব্যাগ জিকো হারিয়েছেন বলে প্যারিসের একটি দৈনিক পত্রিকার প্রতিবেদনে জানা গেছে। ফরাসি পুলিশের কাছে আজ চুরির অভিযোগ দায়ের করেছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি। জিকো গাড়ির জানালা খোলা রেখেছেন বলেই এমন চুরি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। প্রতিবেদন অনুযায়ী, জিকোর হারানো সম্পদের অর্থমূল্য ৫ লাখ ইউরো। বাংলাদেশি মুদ্রায় ৬ কোটি ৩৫ লাখ টাকা। তবে বার্তা সংস্থা এএফপির দাবি, টাকার অঙ্কটা একটু বাড়িয়ে বলা হচ্ছে।
প্যারিস অলিম্পিকে জিকোর আগে চুরির শিকার হয়েছে আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ দল। আর্জেন্টিনার অলিম্পিক দলের কোচ হাভিয়ের মাশ্চেরানো জানিয়েছেন, পরশু মরক্কোর বিপক্ষে ম্যাচের অনুশীলনে ব্যস্ত ছিলেন তাঁর শিষ্য ও অন্যান্য স্টাফরা। ফুটবলার-স্টাফদের অনুপস্থিতিতে লকার রুম থেকে চুরি হয় নগদ টাকাসহ মূল্যবান ব্যবহার্য জিনিস। গত বুধবার মরক্কোর মুখোমুখি হওয়ার আগে চুরির শিকার হয়েছে তাঁর দল। এতে টাকাপয়সার পাশাপাশি মূল্যবান ব্যবহার্য জিনিস খোয়া গেছে।থিয়াগো আলমাদা তাঁর ঘড়ি ও আংটি খুঁজে পাচ্ছেন না বলে দাবি করেছেন মাশ্চেরানো। আলমাদা আবার ফ্রান্সের গণমাধ্যমের কাছে দাবি করেছেন, তিনি ৫০ হাজার ইউরো খুইয়েছেন (বাংলাদেশি ৬৩ লাখ ৭৮ হাজার টাকা)।
ফুটবল, রাগবিসহ বেশ কয়েকটি খেলা শুরু হয়ে গেছে প্যারিস অলিম্পিকে। তবে আনুষ্ঠানিকভাবে অলিম্পিক উন্মোচন করা হবে আজ। বাংলাদেশ সময় রাত ১১টা ৩০ মিনিটে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে।
সিনেমা, নাটক-কোনো কিছুরই তো কমতি ছিল না আজ আর্জেন্টিনা-প্যারাগুয়ে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে। দেল চাকো স্টেডিয়ামে ব্রাজিলের রেফারি অ্যান্ডারসন দারাঙ্কোর একের পর এক কাণ্ডে ক্ষুব্ধ আর্জেন্টিনা ফুটবল দল। রেফারির সঙ্গে এক চোট হয়েই গেছে মেসির। এমনকি আঙুল উঁচিয়ে কথাও বলেছেন আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার।
১ ঘণ্টা আগেভুলে যাওয়ার মতো একটি দিনই কাটিয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র। তাও বাজে দিনটা এল ব্রাজিলের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের সময়ই। তাঁর সুযোগ মিসের মহড়ার দিনে ব্রাজিল পারল না জিততে। হতাশা ঝরেছে ব্রাজিল কোচ দরিভাল জুনিয়রের কণ্ঠে।
১ ঘণ্টা আগেবিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ হলেও দুই বিশ্বচ্যাম্পিয়ন দলকে একই টুর্নামেন্টে হারানো তো সহজ কথা নয়। প্যারাগুয়ে এবার সেই কঠিন কাজটিই করে দেখাল। ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে সেপ্টেম্বরে প্যারাগুয়ে হারিয়েছিল ব্রাজিলকে। দুই মাস পর আজ বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকেও হারিয়েছে প্যারাগুয়ে।
২ ঘণ্টা আগেএই শতাব্দির গোড়ার দিকের গল্প। বয়সভিত্তিক ক্রিকেটে গতিময় এক ফাস্ট বোলারকে চোখে পড়ল রাকিব হায়দার পাভেলের। সেই বোলার ব্যাটেও ঝড় তুলতে পারেন। বয়সভিত্তিক ক্রিকেট থেকেই পাভেল ওই অলরাউন্ডারকে নিয়ে এলেন তাঁদের প্রথম বিভাগ ক্রিকেটের আজাদ স্পোর্টিংয়ে।
১৫ ঘণ্টা আগে