ক্রীড়া ডেস্ক
লিগে টানা তিন ম্যাচ জয় না পাওয়া ম্যানচেস্টার ইউনাইটেড অবশেষে জয় পেয়েছে। গতকাল জয় পাওয়া ম্যাচে জয়সূচক গোলটি করেছেন মার্কাস রাশফোর্ড। এই মৌসুমে ইংল্যান্ড তারকার গোল মানেই রেড ডেভিলসদের জয় প্রায় নিশ্চিত।
গতকাল নিজেদের মাঠ ওল্ড ট্রাফোর্ডে ব্রেন্টফোর্ডকে ১-০ গোলে হারিয়েছে ম্যান ইউনাইটেড। এতে করে লিগে টানা তিন ম্যাচ পর ৩ পয়েন্ট পেল দল। দলকে ৩ পয়েন্ট এনে দেওয়া রাশফোর্ড দুটি মাইলফলক ছুঁয়েছেন। কালকের গোলে ক্লাবের দুই পূর্বসূরি ওয়েইন রুনি ও অ্যান্ডি কোলের পাশে বসেছেন তিনি।
ব্রেন্টফোর্ডের বিপক্ষে দলের জয় নিশ্চিত হওয়ার পর এই মৌসুমে ম্যান ইউনাইটেডের সর্বোচ্চ ম্যাচ জয়ী গোল রাশফোর্ডের। এখন পর্যন্ত এক মৌসুমে ১০টি জয়ী গোল করেছেন তিনি। দলের হয়ে আর কেউ তাঁর চেয়ে বেশি গোল করতে পারেননি। শুধু এবারই নয়, ২০০৯-১০ মৌসুমের পর তাঁর গোলই সর্বোচ্চ। সেই মৌসুমে সমান ১০ গোল করেছিলেন দলের কিংবদন্তি রুনি। এখনো ৯ ম্যাচ বাকি থাকায় আর তাঁর দুর্দান্ত ফর্ম বলছে, খুব শিগগির ক্লাব ও জাতীয় দলের সাবেক তারকাকে ছাড়িয়ে যাবেন তিনি।
অন্যদিকে কালকের জয়সূচক গোলে কোলের গোলের সংখ্যাকে ছুঁয়েছেন রাশফোর্ড। এখন ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে সব মিলিয়ে দুজনের গোল ১২১টি। গোলের সংখ্যা সমান হলেও পূর্বসূরির পাশে বসতে বেশি ম্যাচ খেলেছেন দলের বর্তমান তারকা। কোলের ২৭৫ ম্যাচের বিপরীতে ৩৪৮টি খেলেছেন রাশফোর্ড। রুনির মতো সাবেক এই তারকাকেও ছাড়িয়ে যাবেন তা আর না বললেও চলে। দলের সর্বোচ্চ গোলের তালিকায় যৌথভাবে ১১ নম্বরে আছেন তাঁরা। ২৫৩ গোলে সরার শীর্ষে রুনি।
লিগে টানা তিন ম্যাচ জয় না পাওয়া ম্যানচেস্টার ইউনাইটেড অবশেষে জয় পেয়েছে। গতকাল জয় পাওয়া ম্যাচে জয়সূচক গোলটি করেছেন মার্কাস রাশফোর্ড। এই মৌসুমে ইংল্যান্ড তারকার গোল মানেই রেড ডেভিলসদের জয় প্রায় নিশ্চিত।
গতকাল নিজেদের মাঠ ওল্ড ট্রাফোর্ডে ব্রেন্টফোর্ডকে ১-০ গোলে হারিয়েছে ম্যান ইউনাইটেড। এতে করে লিগে টানা তিন ম্যাচ পর ৩ পয়েন্ট পেল দল। দলকে ৩ পয়েন্ট এনে দেওয়া রাশফোর্ড দুটি মাইলফলক ছুঁয়েছেন। কালকের গোলে ক্লাবের দুই পূর্বসূরি ওয়েইন রুনি ও অ্যান্ডি কোলের পাশে বসেছেন তিনি।
ব্রেন্টফোর্ডের বিপক্ষে দলের জয় নিশ্চিত হওয়ার পর এই মৌসুমে ম্যান ইউনাইটেডের সর্বোচ্চ ম্যাচ জয়ী গোল রাশফোর্ডের। এখন পর্যন্ত এক মৌসুমে ১০টি জয়ী গোল করেছেন তিনি। দলের হয়ে আর কেউ তাঁর চেয়ে বেশি গোল করতে পারেননি। শুধু এবারই নয়, ২০০৯-১০ মৌসুমের পর তাঁর গোলই সর্বোচ্চ। সেই মৌসুমে সমান ১০ গোল করেছিলেন দলের কিংবদন্তি রুনি। এখনো ৯ ম্যাচ বাকি থাকায় আর তাঁর দুর্দান্ত ফর্ম বলছে, খুব শিগগির ক্লাব ও জাতীয় দলের সাবেক তারকাকে ছাড়িয়ে যাবেন তিনি।
অন্যদিকে কালকের জয়সূচক গোলে কোলের গোলের সংখ্যাকে ছুঁয়েছেন রাশফোর্ড। এখন ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে সব মিলিয়ে দুজনের গোল ১২১টি। গোলের সংখ্যা সমান হলেও পূর্বসূরির পাশে বসতে বেশি ম্যাচ খেলেছেন দলের বর্তমান তারকা। কোলের ২৭৫ ম্যাচের বিপরীতে ৩৪৮টি খেলেছেন রাশফোর্ড। রুনির মতো সাবেক এই তারকাকেও ছাড়িয়ে যাবেন তা আর না বললেও চলে। দলের সর্বোচ্চ গোলের তালিকায় যৌথভাবে ১১ নম্বরে আছেন তাঁরা। ২৫৩ গোলে সরার শীর্ষে রুনি।
খেলা, ক্রিকেট, ভারতীয় ক্রিকেট, আইসিসি
৩১ মিনিট আগেভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগেই টেস্টের অধিনায়কত্ব ছেড়েছিলেন টিম সাউদি। নতুন অধিনায়ক টম লাথামের নেতৃত্বে ভারতকে পরে টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করে নিউজিল্যান্ড। ভারত সিরিজ শেষের প্রায় দুই সপ্তাহ পর অবসরের খবরটা জানিয়েই দিলেন সাউদি।
২ ঘণ্টা আগেবার্বাডোজে ২৯ জুন টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর উড়ছে ভারত। জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা, বাংলাদেশ-টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ ভারত জিতেছে। ভারতের সামনে এবার টানা চারটি সিরিজ জয়ের সুযোগ।
৩ ঘণ্টা আগেসার্চ কমিটির দেওয়া প্রতিবেদন যাচাই-বাছাই করে গতকাল ৯টি ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠন করে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। রাত সাড়ে নয়টার পর জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক বিবৃতিতে এমনটা জানানো হয়।
৩ ঘণ্টা আগে