ক্রীড়া ডেস্ক
ইউরোর ফাইনাল শুরু হতে আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বার্লিনের অলিম্পিয়া স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১টায় শিরোপার লড়াইয়ে নামবে স্পেন ও ইংল্যান্ড। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের শিরোপা নির্ধারণী ম্যাচের আগে নিজেদের ‘আন্ডারডগ’ দাবি করছে স্পেন।
স্পেন, ইংল্যান্ড দল দুটির এবারের ইউরোতে ফাইনালে ওঠার পথচলা দুই রকম। আক্রমণাত্মক ও রক্ষণাত্মকের মিশেলে খেলছে স্পেন। টুর্নামেন্টে ৬ ম্যাচ খেলে স্প্যানিশরা করেছে ১৩ গোল, হজম করেছে মাত্র ২ গোল। স্পেনের গোলরক্ষক উনাই সিমন রীতিমতো সুপারম্যান হয়ে উঠেছেন। বিপরীতে ইংল্যান্ডের পথচলা অনেকটা খুঁড়িয়ে খুঁড়িয়ে হচ্ছে। কোচ গ্যারেথ সাউথগেটের কৌশল নিয়েও বেশ সমালোচিত হচ্ছে।
শুধু তাই নয়, অতীত ইতিহাসও কথা বলছে স্পেনের পক্ষে। এবারের আগে তিনবার ইউরো জিতেছে স্প্যানিশরা। ইংল্যান্ডের ক্যাবিনেটে নেই মহাদেশীয় শ্রেষ্ঠত্বের শিরোপা। গত ইউরোতে তাদের স্বপ্নভঙ্গ হয়েছিল ইতালির কাছে হেরে। তবু এবারের ফাইনালে নিজেদের ফেবারিট মানতে নারাজ লুইস দে লা ফুয়েন্তে। স্প্যানিশ কোচ গতকাল সংবাদ সম্মেলনে বলেছেন, ‘ফেবারিট বলে কিছু নেই। সমানে সমানে লড়াই হবে এখানে। আমাদের আগের নকআউট ম্যাচগুলোতে যেমনটা হয়েছে, তেমনই হতে যাচ্ছে। গত ম্যাচগুলোতে যেমন খেলেছি, সেই লেভেলে খেলতে যদি না পারি, তাহলে আমাদের শিরোপা জয়ের কোনো সম্ভাবনা নেই।’
এবারের ইউরোর শুরুতেই মৃত্যুকূপে পড়ে যায় স্পেন। ‘বি’ গ্রুপে ইতালি, ক্রোয়েশিয়া, আলবেনিয়া—এই তিন দলকে টপকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোতে ওঠে স্প্যানিশরা। কোয়ার্টার ফাইনালে জার্মানির বিপক্ষে মিকেল মেরিনোর অতিরিক্ত সময়ে করা গোল, সেমিতে ফ্রান্সের বিপক্ষে ল্যামিন ইয়ামালের গোল—এসবই বুঝিয়ে দিচ্ছে স্পেন শুরুতেই হাল ছেড়ে দেওয়ার দল নয়। ১৭ বছর বয়সী ইয়ামাল তো এবার বেশ দ্যুতি ছড়াচ্ছেন। মাঠে নামলে রেকর্ড গড়া যেন অভ্যাস বানিয়ে ফেলেছেন তিনি। স্পেনকে নিয়ে ফুয়েন্তে বলেন, ‘ফাইনালে থাকতে পেরে রোমাঞ্চিত। এখানে ওঠা অন্যতম সেরা এক অর্জন। আমরা শান্ত থেকে ফাইনালে খেলতে মুখিয়ে আছি। রোববার দারুণ এক দলের বিপক্ষে অসাধারণ এক ম্যাচ হবে। টুর্নামেন্টের সেরা দুই খেলছে ফাইনালে। এ ধরনের ম্যাচে সামান্য কিছুই ব্যবধান গড়ে দিতে পারে। যারা ভুল কম করবে, তাদের জয়ের সম্ভাবনা থাকবে বেশি।’
ইউরোর ফাইনাল শুরু হতে আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বার্লিনের অলিম্পিয়া স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১টায় শিরোপার লড়াইয়ে নামবে স্পেন ও ইংল্যান্ড। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের শিরোপা নির্ধারণী ম্যাচের আগে নিজেদের ‘আন্ডারডগ’ দাবি করছে স্পেন।
স্পেন, ইংল্যান্ড দল দুটির এবারের ইউরোতে ফাইনালে ওঠার পথচলা দুই রকম। আক্রমণাত্মক ও রক্ষণাত্মকের মিশেলে খেলছে স্পেন। টুর্নামেন্টে ৬ ম্যাচ খেলে স্প্যানিশরা করেছে ১৩ গোল, হজম করেছে মাত্র ২ গোল। স্পেনের গোলরক্ষক উনাই সিমন রীতিমতো সুপারম্যান হয়ে উঠেছেন। বিপরীতে ইংল্যান্ডের পথচলা অনেকটা খুঁড়িয়ে খুঁড়িয়ে হচ্ছে। কোচ গ্যারেথ সাউথগেটের কৌশল নিয়েও বেশ সমালোচিত হচ্ছে।
শুধু তাই নয়, অতীত ইতিহাসও কথা বলছে স্পেনের পক্ষে। এবারের আগে তিনবার ইউরো জিতেছে স্প্যানিশরা। ইংল্যান্ডের ক্যাবিনেটে নেই মহাদেশীয় শ্রেষ্ঠত্বের শিরোপা। গত ইউরোতে তাদের স্বপ্নভঙ্গ হয়েছিল ইতালির কাছে হেরে। তবু এবারের ফাইনালে নিজেদের ফেবারিট মানতে নারাজ লুইস দে লা ফুয়েন্তে। স্প্যানিশ কোচ গতকাল সংবাদ সম্মেলনে বলেছেন, ‘ফেবারিট বলে কিছু নেই। সমানে সমানে লড়াই হবে এখানে। আমাদের আগের নকআউট ম্যাচগুলোতে যেমনটা হয়েছে, তেমনই হতে যাচ্ছে। গত ম্যাচগুলোতে যেমন খেলেছি, সেই লেভেলে খেলতে যদি না পারি, তাহলে আমাদের শিরোপা জয়ের কোনো সম্ভাবনা নেই।’
এবারের ইউরোর শুরুতেই মৃত্যুকূপে পড়ে যায় স্পেন। ‘বি’ গ্রুপে ইতালি, ক্রোয়েশিয়া, আলবেনিয়া—এই তিন দলকে টপকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোতে ওঠে স্প্যানিশরা। কোয়ার্টার ফাইনালে জার্মানির বিপক্ষে মিকেল মেরিনোর অতিরিক্ত সময়ে করা গোল, সেমিতে ফ্রান্সের বিপক্ষে ল্যামিন ইয়ামালের গোল—এসবই বুঝিয়ে দিচ্ছে স্পেন শুরুতেই হাল ছেড়ে দেওয়ার দল নয়। ১৭ বছর বয়সী ইয়ামাল তো এবার বেশ দ্যুতি ছড়াচ্ছেন। মাঠে নামলে রেকর্ড গড়া যেন অভ্যাস বানিয়ে ফেলেছেন তিনি। স্পেনকে নিয়ে ফুয়েন্তে বলেন, ‘ফাইনালে থাকতে পেরে রোমাঞ্চিত। এখানে ওঠা অন্যতম সেরা এক অর্জন। আমরা শান্ত থেকে ফাইনালে খেলতে মুখিয়ে আছি। রোববার দারুণ এক দলের বিপক্ষে অসাধারণ এক ম্যাচ হবে। টুর্নামেন্টের সেরা দুই খেলছে ফাইনালে। এ ধরনের ম্যাচে সামান্য কিছুই ব্যবধান গড়ে দিতে পারে। যারা ভুল কম করবে, তাদের জয়ের সম্ভাবনা থাকবে বেশি।’
ভুলে যাওয়ার মতো একটি দিনই কাটিয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র। তাও বাজে দিনটা এল ব্রাজিলের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের সময়ই। তাঁর সুযোগ মিসের মহড়ার দিনে ব্রাজিল পারল না জিততে। হতাশা ঝরেছে ব্রাজিল কোচ দরিভাল জুনিয়রের কণ্ঠে।
১৯ মিনিট আগেবিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ হলেও দুই বিশ্বচ্যাম্পিয়ন দলকে একই টুর্নামেন্টে হারানো তো সহজ কথা নয়। প্যারাগুয়ে এবার সেই কঠিন কাজটিই করে দেখাল। ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে সেপ্টেম্বরে প্যারাগুয়ে হারিয়েছিল ব্রাজিলকে। দুই মাস পর আজ বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকেও হারিয়েছে প্যারাগুয়ে।
১ ঘণ্টা আগেএই শতাব্দির গোড়ার দিকের গল্প। বয়সভিত্তিক ক্রিকেটে গতিময় এক ফাস্ট বোলারকে চোখে পড়ল রাকিব হায়দার পাভেলের। সেই বোলার ব্যাটেও ঝড় তুলতে পারেন। বয়সভিত্তিক ক্রিকেট থেকেই পাভেল ওই অলরাউন্ডারকে নিয়ে এলেন তাঁদের প্রথম বিভাগ ক্রিকেটের আজাদ স্পোর্টিংয়ে।
১৪ ঘণ্টা আগেএবার সাফজয়ীদের পুরস্কৃত করল বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠান সাউথইস্ট ব্যাংক। প্রতিষ্ঠানটি আজ তাদের কার্যালয়ে আমন্ত্রণ জানিয়ে এই সম্মাননা জানায়। এ সময় ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল এবং কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
১৫ ঘণ্টা আগে