ক্রীড়া ডেস্ক
নিলামে ওঠার অপেক্ষায় ডিয়েগো ম্যারাডোনার ক্যারিয়ারের সেরা ম্যাচের জার্সি। যে জার্সি গায়ে আর্জেন্টাইন ফুটবল জাদুকর একই ম্যাচে করেছিলেন সর্বকালের নিন্দিত-নন্দিত ২ গোল, সেই জার্সি পেলে সংগ্রাহকেরা যে লুফে নেবেন তা আগেই আন্দাজ করা যাচ্ছে।
এ পর্যন্ত সবই ঠিক ছিল। সব ঠিক থাকলে এই এপ্রিলেই নিলামে উঠবে ইংল্যান্ডের বিপক্ষে ১৯৮৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ম্যারাডোনার করা ‘হ্যান্ড অব গড’ গোলের জার্সি। আর্জেন্টাইন কিংবদন্তির জার্সির নিলাম মূল্য সর্বনিম্ন ৪০ লাখ পাউন্ড বা ৪৫ কোটি টাকার বেশি হাঁকিয়ে বসে আছে নিলামকারী প্রতিষ্ঠান সথবি। কিন্তু ঝামেলা বাধিয়ে বসে আছেন দালমা ম্যারাডোনা। ম্যারাডোনার বড় মেয়ের দাবি, তার বাবার ভুল জার্সি নিলামে তুলেছে সথবি!
মেক্সিকো বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে বিতর্কিত ‘হ্যান্ড অব গড’ ও শতকের সেরা গোলটা করেছিলেন ম্যারাডোনা। সাবেক ইংলিশ ফুটবলার স্টিভ হজের দাবি, ম্যাচের পর টানেলে আর্জেন্টাইন অধিনায়কের সঙ্গে দুই গোল করা জার্সিটা অদল-বদল করেছিলেন তিনি। আর হজের দাবিকে সত্যি বলে স্বীকার করেছেন সথবিও ।
কিন্তু দালমার বলছেন, এখানে সম্পূর্ণ একটা ভুল বোঝাবুঝি আছে। ম্যারাডোনা তনয়ার দাবি, সেই ম্যাচে দুই অর্ধে দুই জার্সি পরেছিলেন তাঁর বাবা। গোলশূন্য প্রথমার্ধের সেই জার্সিটাই এখন ৪৫ কোটি টাকায় নিলামে তুলছে সথবি। এক টেলিভিশন সাক্ষাৎকারে দালমা বলেছেন, ‘এটা মোটেও সেই জার্সি না। তিনি নিজেই (ম্যারাডোনা) বলে গেছেন যে, আমি কেন আমার জীবনের সেরা জার্সিটা আরেকজনকে দেব? সাবেক ইংলিশ ফুটবলার ভাবছেন, তিনি দ্বিতীয়ার্ধের জার্সিটা পেয়েছেন, ভুল। তিনি প্রথমার্ধের জার্সিটা পেয়েছেন।’
কেউ যেন জেনেবুঝে ভুল জার্সি না কেনে, সেটাও সতর্ক করেছেন দালমা, ‘আমরা শুধু এটাই পরিষ্কার করতে চাই, যাঁরা জার্সি কিনতে চান, তাঁরা যেন সত্যিটা জেনেই কেনেন।’
এক বিবৃতিতে দালমার এই দাবিকে অস্বীকার করেছেন সথবি। বার্তা সংস্থা এএফপিকে প্রতিষ্ঠানটি বলছে, ‘এটা সত্যি যে ম্যারাডোনা ঐ ম্যাচে দুই জার্সি পরেছিলেন। কিন্তু যে জার্সি পরে তিনি গোল করেছিলেন আর প্রথমার্ধের জার্সির মধ্যে পার্থক্য আছে। বিক্রির আগে আমরা জার্সির ফটো ম্যাচ ও বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা করিয়েছি।’
২০১৬ সালের নিজের আত্মজীবনীতেও ইংল্যান্ড ম্যাচের জার্সি অদল-বদলের কথা স্বীকার করেছিলেন ম্যারাডোনা। লিখেছিলেন, ‘লকার রুমে যাওয়ার পথে এক ইংলিশ ফুটবলার আমাকে জার্সি বদলের প্রস্তাব দেয়। হতে পারে সেটা হজ, আমার ঠিক খেয়াল নেই। আমি বলেছিলাম, আমরা অবশ্যই জার্সি বদল করতে পারি।’
নিলামে ওঠার অপেক্ষায় ডিয়েগো ম্যারাডোনার ক্যারিয়ারের সেরা ম্যাচের জার্সি। যে জার্সি গায়ে আর্জেন্টাইন ফুটবল জাদুকর একই ম্যাচে করেছিলেন সর্বকালের নিন্দিত-নন্দিত ২ গোল, সেই জার্সি পেলে সংগ্রাহকেরা যে লুফে নেবেন তা আগেই আন্দাজ করা যাচ্ছে।
এ পর্যন্ত সবই ঠিক ছিল। সব ঠিক থাকলে এই এপ্রিলেই নিলামে উঠবে ইংল্যান্ডের বিপক্ষে ১৯৮৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ম্যারাডোনার করা ‘হ্যান্ড অব গড’ গোলের জার্সি। আর্জেন্টাইন কিংবদন্তির জার্সির নিলাম মূল্য সর্বনিম্ন ৪০ লাখ পাউন্ড বা ৪৫ কোটি টাকার বেশি হাঁকিয়ে বসে আছে নিলামকারী প্রতিষ্ঠান সথবি। কিন্তু ঝামেলা বাধিয়ে বসে আছেন দালমা ম্যারাডোনা। ম্যারাডোনার বড় মেয়ের দাবি, তার বাবার ভুল জার্সি নিলামে তুলেছে সথবি!
মেক্সিকো বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে বিতর্কিত ‘হ্যান্ড অব গড’ ও শতকের সেরা গোলটা করেছিলেন ম্যারাডোনা। সাবেক ইংলিশ ফুটবলার স্টিভ হজের দাবি, ম্যাচের পর টানেলে আর্জেন্টাইন অধিনায়কের সঙ্গে দুই গোল করা জার্সিটা অদল-বদল করেছিলেন তিনি। আর হজের দাবিকে সত্যি বলে স্বীকার করেছেন সথবিও ।
কিন্তু দালমার বলছেন, এখানে সম্পূর্ণ একটা ভুল বোঝাবুঝি আছে। ম্যারাডোনা তনয়ার দাবি, সেই ম্যাচে দুই অর্ধে দুই জার্সি পরেছিলেন তাঁর বাবা। গোলশূন্য প্রথমার্ধের সেই জার্সিটাই এখন ৪৫ কোটি টাকায় নিলামে তুলছে সথবি। এক টেলিভিশন সাক্ষাৎকারে দালমা বলেছেন, ‘এটা মোটেও সেই জার্সি না। তিনি নিজেই (ম্যারাডোনা) বলে গেছেন যে, আমি কেন আমার জীবনের সেরা জার্সিটা আরেকজনকে দেব? সাবেক ইংলিশ ফুটবলার ভাবছেন, তিনি দ্বিতীয়ার্ধের জার্সিটা পেয়েছেন, ভুল। তিনি প্রথমার্ধের জার্সিটা পেয়েছেন।’
কেউ যেন জেনেবুঝে ভুল জার্সি না কেনে, সেটাও সতর্ক করেছেন দালমা, ‘আমরা শুধু এটাই পরিষ্কার করতে চাই, যাঁরা জার্সি কিনতে চান, তাঁরা যেন সত্যিটা জেনেই কেনেন।’
এক বিবৃতিতে দালমার এই দাবিকে অস্বীকার করেছেন সথবি। বার্তা সংস্থা এএফপিকে প্রতিষ্ঠানটি বলছে, ‘এটা সত্যি যে ম্যারাডোনা ঐ ম্যাচে দুই জার্সি পরেছিলেন। কিন্তু যে জার্সি পরে তিনি গোল করেছিলেন আর প্রথমার্ধের জার্সির মধ্যে পার্থক্য আছে। বিক্রির আগে আমরা জার্সির ফটো ম্যাচ ও বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা করিয়েছি।’
২০১৬ সালের নিজের আত্মজীবনীতেও ইংল্যান্ড ম্যাচের জার্সি অদল-বদলের কথা স্বীকার করেছিলেন ম্যারাডোনা। লিখেছিলেন, ‘লকার রুমে যাওয়ার পথে এক ইংলিশ ফুটবলার আমাকে জার্সি বদলের প্রস্তাব দেয়। হতে পারে সেটা হজ, আমার ঠিক খেয়াল নেই। আমি বলেছিলাম, আমরা অবশ্যই জার্সি বদল করতে পারি।’
খেলা, ক্রিকেট, ভারতীয় ক্রিকেট, আইসিসি
২২ মিনিট আগেভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগেই টেস্টের অধিনায়কত্ব ছেড়েছিলেন টিম সাউদি। নতুন অধিনায়ক টম লাথামের নেতৃত্বে ভারতকে পরে টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করে নিউজিল্যান্ড। ভারত সিরিজ শেষের প্রায় দুই সপ্তাহ পর অবসরের খবরটা জানিয়েই দিলেন সাউদি।
২ ঘণ্টা আগেবার্বাডোজে ২৯ জুন টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর উড়ছে ভারত। জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা, বাংলাদেশ-টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ ভারত জিতেছে। ভারতের সামনে এবার টানা চারটি সিরিজ জয়ের সুযোগ।
৩ ঘণ্টা আগেসার্চ কমিটির দেওয়া প্রতিবেদন যাচাই-বাছাই করে গতকাল ৯টি ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠন করে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। রাত সাড়ে নয়টার পর জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক বিবৃতিতে এমনটা জানানো হয়।
৩ ঘণ্টা আগে