ক্রীড়া ডেস্ক
একটু আশা, একটু হতাশা—ক্রিস্টিয়ানো রোনালদোর কাছে গত রাতটা ছিল এমনই। গোলের সহজ সুযোগ যেমন হাতছাড়া করেছেন, তেমনি গোলও করেছেন। শেষ পর্যন্ত পর্তুগিজ ফরোয়ার্ডের গোল মিসটাই যে আল নাসরের জন্য বিশাল আক্ষেপের কারণ হয়ে দাঁড়িয়েছে।
এএফসি চ্যাম্পিয়নস লিগে কোয়ার্টার ফাইনালের ম্যাচে আগেই আল আইন ১-০ গোলে এগিয়ে ছিল আল নাসরের বিপক্ষে। আল আওয়াল স্টেডিয়ামে গত রাতে দল দুটির মধ্যকার কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচটা ছিল গোলবন্যার। দ্বিতীয় লেগের ম্যাচে আল নাসর ৪-৩ গোলে আল আইনকে হারিয়েছিল ঠিকই। তবে দুই লেগ মিলে ৪-৪ সমতা আসায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে হেরে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়ঘণ্টা বেজে যায় রোনালদোদের।
২৮ থেকে ৪৫ মিনিট—১৭ মিনিট ব্যবধানে জোড়া গোল করে আল আইনকে এগিয়ে নেন সুফিয়ান রাহিমি। প্রথমার্ধের অতিরিক্ত সময়ের ৫ মিনিটের গোলে ব্যবধান কমান আল নাসর ফরোয়ার্ড আব্দুলরহমান ঘারিব।
দ্বিতীয়ার্ধে খুব দ্রুতই ম্যাচের সমতা এসেছে। ৫২ মিনিটে আত্মঘাতী গোল করেন আল আইনের গোলরক্ষক খালেদ ইসা। ম্যাচে তখন ২-২ গোলে সমতা থাকলেও দুই লেগ মিলে আল আইন ৩-২ গোলে এগিয়ে। এই সময়ে সমতায় ফিরতে মরিয়া আল নাসর এরপর হানা দেয় আল আইনের রক্ষণভাগে। প্রথমে আল আইন গোলরক্ষক প্রতিহত করলেও ফিরতি আক্রমণে গোলের সুযোগ পান রোনালদো। পর্তুগিজ ফরোয়ার্ডের সামনে তখন গোলরক্ষক ছাড়া কেউ ছিলেন না। তবে ৩ গজ দূর থেকে গোলের এমন সহজ সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেননি রোনালদো। গ্যালারিতে থাকা আল নাসরের ভক্ত-সমর্থকদের তখন মাথায় হাত।
৭২ মিনিটে আল নাসরের তৃতীয় গোল করেন অ্যালেক্স তেলেস । ৯০ মিনিটে ম্যাচের ফল যখন দুই লেগ মিলে ৩-৩, তখন খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। ১০৩ মিনিটে আল আইনকে এগিয়ে নেন সুলতান আল শামসি। আল নাসরের হাত থেকে যখন ম্যাচ ফসকে যাওয়ার মতো অবস্থা, তখন ম্যাচে ফেরান রোনালদো। ১১৮ মিনিটে সমতাসূচক গোল করেন পর্তুগিজ ফরোয়ার্ড।
দুই লেগ মিলে ৪-৪ গোলে সমতা হলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে হেসেখেলে ৩-১ গোলে জিতে সেমিফাইনালে ওঠে আল আইন। আল নাসরের একমাত্র গোল টাইব্রেকার থেকে করেন রোনালদো। রোনালদোর সতীর্থ মারসেলো ব্রোজোভিচ, তেলেস, ওতাভিও গোলের চেষ্টা করলেও কাজে লাগাতে পারেননি।
একটু আশা, একটু হতাশা—ক্রিস্টিয়ানো রোনালদোর কাছে গত রাতটা ছিল এমনই। গোলের সহজ সুযোগ যেমন হাতছাড়া করেছেন, তেমনি গোলও করেছেন। শেষ পর্যন্ত পর্তুগিজ ফরোয়ার্ডের গোল মিসটাই যে আল নাসরের জন্য বিশাল আক্ষেপের কারণ হয়ে দাঁড়িয়েছে।
এএফসি চ্যাম্পিয়নস লিগে কোয়ার্টার ফাইনালের ম্যাচে আগেই আল আইন ১-০ গোলে এগিয়ে ছিল আল নাসরের বিপক্ষে। আল আওয়াল স্টেডিয়ামে গত রাতে দল দুটির মধ্যকার কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচটা ছিল গোলবন্যার। দ্বিতীয় লেগের ম্যাচে আল নাসর ৪-৩ গোলে আল আইনকে হারিয়েছিল ঠিকই। তবে দুই লেগ মিলে ৪-৪ সমতা আসায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে হেরে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়ঘণ্টা বেজে যায় রোনালদোদের।
২৮ থেকে ৪৫ মিনিট—১৭ মিনিট ব্যবধানে জোড়া গোল করে আল আইনকে এগিয়ে নেন সুফিয়ান রাহিমি। প্রথমার্ধের অতিরিক্ত সময়ের ৫ মিনিটের গোলে ব্যবধান কমান আল নাসর ফরোয়ার্ড আব্দুলরহমান ঘারিব।
দ্বিতীয়ার্ধে খুব দ্রুতই ম্যাচের সমতা এসেছে। ৫২ মিনিটে আত্মঘাতী গোল করেন আল আইনের গোলরক্ষক খালেদ ইসা। ম্যাচে তখন ২-২ গোলে সমতা থাকলেও দুই লেগ মিলে আল আইন ৩-২ গোলে এগিয়ে। এই সময়ে সমতায় ফিরতে মরিয়া আল নাসর এরপর হানা দেয় আল আইনের রক্ষণভাগে। প্রথমে আল আইন গোলরক্ষক প্রতিহত করলেও ফিরতি আক্রমণে গোলের সুযোগ পান রোনালদো। পর্তুগিজ ফরোয়ার্ডের সামনে তখন গোলরক্ষক ছাড়া কেউ ছিলেন না। তবে ৩ গজ দূর থেকে গোলের এমন সহজ সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেননি রোনালদো। গ্যালারিতে থাকা আল নাসরের ভক্ত-সমর্থকদের তখন মাথায় হাত।
৭২ মিনিটে আল নাসরের তৃতীয় গোল করেন অ্যালেক্স তেলেস । ৯০ মিনিটে ম্যাচের ফল যখন দুই লেগ মিলে ৩-৩, তখন খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। ১০৩ মিনিটে আল আইনকে এগিয়ে নেন সুলতান আল শামসি। আল নাসরের হাত থেকে যখন ম্যাচ ফসকে যাওয়ার মতো অবস্থা, তখন ম্যাচে ফেরান রোনালদো। ১১৮ মিনিটে সমতাসূচক গোল করেন পর্তুগিজ ফরোয়ার্ড।
দুই লেগ মিলে ৪-৪ গোলে সমতা হলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে হেসেখেলে ৩-১ গোলে জিতে সেমিফাইনালে ওঠে আল আইন। আল নাসরের একমাত্র গোল টাইব্রেকার থেকে করেন রোনালদো। রোনালদোর সতীর্থ মারসেলো ব্রোজোভিচ, তেলেস, ওতাভিও গোলের চেষ্টা করলেও কাজে লাগাতে পারেননি।
ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগেই টেস্টের অধিনায়কত্ব ছেড়েছিলেন টিম সাউদি। নতুন অধিনায়ক টম লাথামের নেতৃত্বে ভারতকে পরে টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করে নিউজিল্যান্ড। ভারত সিরিজ শেষের প্রায় দুই সপ্তাহ পর অবসরের খবরটা জানিয়েই দিলেন সাউদি।
২২ মিনিট আগেবার্বাডোজে ২৯ জুন টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর উড়ছে ভারত। জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা, বাংলাদেশ-টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ ভারত জিতেছে। ভারতের সামনে এবার টানা চারটি সিরিজ জয়ের সুযোগ।
১ ঘণ্টা আগেসার্চ কমিটির দেওয়া প্রতিবেদন যাচাই-বাছাই করে গতকাল ৯টি ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠন করে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। রাত সাড়ে নয়টার পর জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক বিবৃতিতে এমনটা জানানো হয়।
২ ঘণ্টা আগেখেলার মাঠে হট্টগোলের ঘটনা খুবই পরিচিত দৃশ্য এখন। বিশ্বকাপ, কোপা আমেরিকা, ইউরোর মতো মেজর ইভেন্টে দর্শকদের মধ্যে মারাত্মক হাতাহাতির ঘটনা ঘটে। উয়েফা নেশনস লিগের ম্যাচেও লেগেছে তার ছোঁয়া। গত রাতে ফ্রান্স-ইসরায়েল ম্যাচে ঘটে গেছে তুলকালাম কাণ্ড।
২ ঘণ্টা আগে