ক্রীড়া ডেস্ক
আর্লিং হালান্ডের গোলক্ষুধা নতুন নয়। ম্যানচেস্টার সিটিতে এসে সেটা আরও বেড়েছে। চলতি মৌসুমে নরওয়েজীয় স্ট্রাইকার একের পর এক গোল করছেন আর তাঁর সঙ্গে ছুটছে সিটিজেনরাও। এবার পেপ গার্দিওলার দল উলভসকে তাদেরই মাঠে উড়িয়ে দিয়েছে ৩-০ ব্যবধানে।
রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে স্থগিত হয় গত সপ্তাহের প্রিমিয়ার লিগের সব ম্যাচ। সেই শোক কাটিয়ে মাঠে ফিরতেই দাপুটে জয়ে লিগের সিংহাসনে বসল সিটি। ম্যাচের শুরুতেই জ্যাগ গ্রিলিশের গোলে এগিয়ে যায় তারা। কেভিন ডি ব্রুইনার ক্রস থেকে ম্যাচের মাত্র ৫৫ সেকেন্ডের মাথায় জাল খুঁজে নেন ইংলিশ উইঙ্গার।
১৬ মিনিটে সিটির ব্যবধান দ্বিগুণ করেন হালান্ড। বার্নার্দো সিলভার থেকে বল পেয়ে ডি-বক্সের বাইরে থেকে নিচু শটে বল জালে পাঠান তিনি। এ নিয়ে সিটির জার্সিতে ৯ ম্যাচে ১৪ গোল করে ফেললেন ২২ বছর বয়সী তারকা। যেখানে প্রিমিয়ার লিগে ৭ ম্যাচে করলেন ১১ গোল। টানা সাত ম্যাচে গোল পেলেন তিনি।
৩৩ মিনিটে ১০ জনের দল হয়ে পড়ে উলভস। গ্রিলিশকে কমান্ডো স্টাইলে লাথি মেরে সরাসরি লাল কার্ড দেখেন নাথান কলিন্স। তার সুবিধাটা ঠিকই নেয় গার্দিওলার শিষ্যরা। ৬৯ মিনিটে ফের ডি ব্রুইনার অ্যাসিস্ট। উলভসের জালে এবার শেষ বলটি পাঠান ফিল ফোডেন।
এ জয়ে শীর্ষে ফেরা গত আসরের চ্যাম্পিয়ন সিটির পয়েন্ট ৭ ম্যাচে ১৭। তাদের চেয়ে দুই পয়েন্ট কম নিয়ে দুইয়ে নেমে গেছে আর্সেনাল।
আর্লিং হালান্ডের গোলক্ষুধা নতুন নয়। ম্যানচেস্টার সিটিতে এসে সেটা আরও বেড়েছে। চলতি মৌসুমে নরওয়েজীয় স্ট্রাইকার একের পর এক গোল করছেন আর তাঁর সঙ্গে ছুটছে সিটিজেনরাও। এবার পেপ গার্দিওলার দল উলভসকে তাদেরই মাঠে উড়িয়ে দিয়েছে ৩-০ ব্যবধানে।
রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে স্থগিত হয় গত সপ্তাহের প্রিমিয়ার লিগের সব ম্যাচ। সেই শোক কাটিয়ে মাঠে ফিরতেই দাপুটে জয়ে লিগের সিংহাসনে বসল সিটি। ম্যাচের শুরুতেই জ্যাগ গ্রিলিশের গোলে এগিয়ে যায় তারা। কেভিন ডি ব্রুইনার ক্রস থেকে ম্যাচের মাত্র ৫৫ সেকেন্ডের মাথায় জাল খুঁজে নেন ইংলিশ উইঙ্গার।
১৬ মিনিটে সিটির ব্যবধান দ্বিগুণ করেন হালান্ড। বার্নার্দো সিলভার থেকে বল পেয়ে ডি-বক্সের বাইরে থেকে নিচু শটে বল জালে পাঠান তিনি। এ নিয়ে সিটির জার্সিতে ৯ ম্যাচে ১৪ গোল করে ফেললেন ২২ বছর বয়সী তারকা। যেখানে প্রিমিয়ার লিগে ৭ ম্যাচে করলেন ১১ গোল। টানা সাত ম্যাচে গোল পেলেন তিনি।
৩৩ মিনিটে ১০ জনের দল হয়ে পড়ে উলভস। গ্রিলিশকে কমান্ডো স্টাইলে লাথি মেরে সরাসরি লাল কার্ড দেখেন নাথান কলিন্স। তার সুবিধাটা ঠিকই নেয় গার্দিওলার শিষ্যরা। ৬৯ মিনিটে ফের ডি ব্রুইনার অ্যাসিস্ট। উলভসের জালে এবার শেষ বলটি পাঠান ফিল ফোডেন।
এ জয়ে শীর্ষে ফেরা গত আসরের চ্যাম্পিয়ন সিটির পয়েন্ট ৭ ম্যাচে ১৭। তাদের চেয়ে দুই পয়েন্ট কম নিয়ে দুইয়ে নেমে গেছে আর্সেনাল।
পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে রয়েছে বাংলাদেশ দল। সফরের অংশ হিসেবে ১৭ ও ১৮ নভেম্বর হবে ২ দিনের একটি প্রস্তুতি ম্যাচ। এই ম্যাচের মাধ্যমে প্রস্তুতি নেওয়ার দারুণ সুযোগ পাচ্ছেন মেহেদী হাসান মিরাজরা। মূল টেস্ট সিরিজের আগে কিছুটা আত্মবিশ্বাসও বাড়তে পারে তাঁদের। ম্যাচটি হবে অ্যান্টিগায়র স্যার ভিভ
৫ ঘণ্টা আগেভারতের আপত্তিতে পাকিস্তানের তিন শহরে ট্রফি সফর বাতিল করেছে আইসিসি। দীর্ঘ ২৮ বছর পর আইসিসির কোনো টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে তারা। তবে শুরু থেকেই বিভিন্ন আপত্তি তুলছে ভারত।
৫ ঘণ্টা আগেদ্বিতীয় দিনের ছন্দ ধরে রেখে আজ তৃতীয় দিন বাকি দুই উইকেটও নিজের ঝুলিতে নিলেন আনশুল কাম্বোজ। সঙ্গে সঙ্গে বিরল এক রেকর্ড তাঁর নামের পাশে। প্রথম শ্রেণির ক্রিকেটে একাই ১০ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখালেন হরিয়ানার এই পেসার।
৬ ঘণ্টা আগে