ক্রীড়া ডেস্ক
প্রথম ম্যাচে সেঁত-এতিয়েঁনে মরক্কোর বিপক্ষে বিতর্কিত হারে বড় ধাক্কা খেয়েছিল আর্জেন্টিনা। সেই ম্যাচের আগে অনুশীলনের সময় চুরিরও শিকার হয়েছিলেন হাভিয়ের মাশ্চেরানোর শিষ্যরা। তবে আজ রাতে সেসবের কিছুটা হলেও ভুলে হাঁফ ছেড়ে বাঁচল আর্জেন্টাইনরা। ইরাককে শেষ আটে ৩-১ গোলে উড়িয়ে অলিম্পিকের শেষ আটের আশাও বাঁচিয়ে রাখল তারা।
জাকজমকের সঙ্গে আনুষ্ঠানিকভাবে প্যারিস অলিম্পিক শুরু হয়েছে পরশু রাত থেকে। তার দুই দিন আগে শুরু হয় ফুটবলসহ বেশ কয়েকটি ডিসিপ্লিনের খেলা। তবে শুরুটা স্মরণীয় হয়নি আর্জেন্টিনার। মরক্কোর সমর্থকদের বিশৃঙ্খলার কারণে ২-১ গোলের হেরে কঠিন সমীকরণে পড়েছিল মাশ্চেরানোর দল। টিকে থাকতে হলে ইরাকের বিপক্ষে জয় দরকার ছিল তাদের। সেই কাজটা সহজেই করল আর্জেন্টিনা। দুইবারের অলিম্পিক চ্যাম্পিয়নরা এই জয়ে ‘বি’ গ্রুপে উঠে এল শীর্ষেও। আর্জেন্টিনার পয়েন্ট ২ ম্যাচে ৩।
ইরাকের বিপক্ষে আর্জেন্টিনা এগিয়ে যায় ১৩ মিনিটে। হুলিয়ান আলভারেসের পাস থেকে জাল খুঁজে নেন থিয়াগো আলমাদা। এর ৩ মিনিট আগে তাঁর একটি ফ্রি কিক রুখে দিয়েছিলেন ইরাকের গোলরক্ষক। তবে এগিয়ে থেকে বিরতিতে যেতে পারেনি আর্জেন্টিনা। প্রথমার্ধে যোগ করা চতুর্থ মিনিটে আহমেদ হাসানের পাস থেকে ইরাককে সমতায় ফেরান আয়মান হুসাইন। এর মিনিট তিনেক পর আলভারেস হাতছাড়া করেন গোলের সুযোগ।
তবে দ্বিতীয়ার্ধে ইরাককে আর তেমন সুযোগ দেয়নি আর্জেন্টিনা। ৬২ মিনিটে জেনন কেভিনের অ্যাসিস্টে ব্যবধানটা ২-১ করেন আর্জেন্টাইন ফরোয়ার্ড লুসিয়ানো গুন্ডো। এরপর আবারও ম্যাচে ফেরার চেষ্টা করেছিল ইরাক। তবে আলভারাসের অ্যাসিস্টে আর্জেন্টিনা আবারও লিড নেয় এজেকুয়েল ফার্নান্দেজের গোলে। হারলেও নকআউট পর্বে যাওয়ার সুযোগ আছে ইরাকের। ২ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে তিনে তারা।
প্রথম ম্যাচে সেঁত-এতিয়েঁনে মরক্কোর বিপক্ষে বিতর্কিত হারে বড় ধাক্কা খেয়েছিল আর্জেন্টিনা। সেই ম্যাচের আগে অনুশীলনের সময় চুরিরও শিকার হয়েছিলেন হাভিয়ের মাশ্চেরানোর শিষ্যরা। তবে আজ রাতে সেসবের কিছুটা হলেও ভুলে হাঁফ ছেড়ে বাঁচল আর্জেন্টাইনরা। ইরাককে শেষ আটে ৩-১ গোলে উড়িয়ে অলিম্পিকের শেষ আটের আশাও বাঁচিয়ে রাখল তারা।
জাকজমকের সঙ্গে আনুষ্ঠানিকভাবে প্যারিস অলিম্পিক শুরু হয়েছে পরশু রাত থেকে। তার দুই দিন আগে শুরু হয় ফুটবলসহ বেশ কয়েকটি ডিসিপ্লিনের খেলা। তবে শুরুটা স্মরণীয় হয়নি আর্জেন্টিনার। মরক্কোর সমর্থকদের বিশৃঙ্খলার কারণে ২-১ গোলের হেরে কঠিন সমীকরণে পড়েছিল মাশ্চেরানোর দল। টিকে থাকতে হলে ইরাকের বিপক্ষে জয় দরকার ছিল তাদের। সেই কাজটা সহজেই করল আর্জেন্টিনা। দুইবারের অলিম্পিক চ্যাম্পিয়নরা এই জয়ে ‘বি’ গ্রুপে উঠে এল শীর্ষেও। আর্জেন্টিনার পয়েন্ট ২ ম্যাচে ৩।
ইরাকের বিপক্ষে আর্জেন্টিনা এগিয়ে যায় ১৩ মিনিটে। হুলিয়ান আলভারেসের পাস থেকে জাল খুঁজে নেন থিয়াগো আলমাদা। এর ৩ মিনিট আগে তাঁর একটি ফ্রি কিক রুখে দিয়েছিলেন ইরাকের গোলরক্ষক। তবে এগিয়ে থেকে বিরতিতে যেতে পারেনি আর্জেন্টিনা। প্রথমার্ধে যোগ করা চতুর্থ মিনিটে আহমেদ হাসানের পাস থেকে ইরাককে সমতায় ফেরান আয়মান হুসাইন। এর মিনিট তিনেক পর আলভারেস হাতছাড়া করেন গোলের সুযোগ।
তবে দ্বিতীয়ার্ধে ইরাককে আর তেমন সুযোগ দেয়নি আর্জেন্টিনা। ৬২ মিনিটে জেনন কেভিনের অ্যাসিস্টে ব্যবধানটা ২-১ করেন আর্জেন্টাইন ফরোয়ার্ড লুসিয়ানো গুন্ডো। এরপর আবারও ম্যাচে ফেরার চেষ্টা করেছিল ইরাক। তবে আলভারাসের অ্যাসিস্টে আর্জেন্টিনা আবারও লিড নেয় এজেকুয়েল ফার্নান্দেজের গোলে। হারলেও নকআউট পর্বে যাওয়ার সুযোগ আছে ইরাকের। ২ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে তিনে তারা।
সিনেমা, নাটক-কোনো কিছুরই তো কমতি ছিল না আজ আর্জেন্টিনা-প্যারাগুয়ে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে। দেল চাকো স্টেডিয়ামে ব্রাজিলের রেফারি অ্যান্ডারসন দারাঙ্কোর একের পর এক কাণ্ডে ক্ষুব্ধ আর্জেন্টিনা ফুটবল দল। রেফারির সঙ্গে এক চোট হয়েই গেছে মেসির। এমনকি আঙুল উঁচিয়ে কথাও বলেছেন আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার।
৩৪ মিনিট আগেভুলে যাওয়ার মতো একটি দিনই কাটিয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র। তাও বাজে দিনটা এল ব্রাজিলের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের সময়ই। তাঁর সুযোগ মিসের মহড়ার দিনে ব্রাজিল পারল না জিততে। হতাশা ঝরেছে ব্রাজিল কোচ দরিভাল জুনিয়রের কণ্ঠে।
১ ঘণ্টা আগেবিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ হলেও দুই বিশ্বচ্যাম্পিয়ন দলকে একই টুর্নামেন্টে হারানো তো সহজ কথা নয়। প্যারাগুয়ে এবার সেই কঠিন কাজটিই করে দেখাল। ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে সেপ্টেম্বরে প্যারাগুয়ে হারিয়েছিল ব্রাজিলকে। দুই মাস পর আজ বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকেও হারিয়েছে প্যারাগুয়ে।
২ ঘণ্টা আগেএই শতাব্দির গোড়ার দিকের গল্প। বয়সভিত্তিক ক্রিকেটে গতিময় এক ফাস্ট বোলারকে চোখে পড়ল রাকিব হায়দার পাভেলের। সেই বোলার ব্যাটেও ঝড় তুলতে পারেন। বয়সভিত্তিক ক্রিকেট থেকেই পাভেল ওই অলরাউন্ডারকে নিয়ে এলেন তাঁদের প্রথম বিভাগ ক্রিকেটের আজাদ স্পোর্টিংয়ে।
১৪ ঘণ্টা আগে