ক্রীড়া ডেস্ক
ফুটবল মাঠ তো নয়, উত্তর ক্যারোলিনার ব্যাংক অব স্টেডিয়াম গতকাল ‘কুরুক্ষেত্র’ হয়ে গিয়েছিল। কোপার দ্বিতীয় সেমিফাইনাল উরুগুয়ে-কলম্বিয়া ম্যাচ শেষে খেলোয়াড়-ভক্ত-সমর্থকেরা জড়িয়ে পড়েন হাতাহাতিতে। সহিংস ঘটনা নিয়ে এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে।
দক্ষিণ আমেরিকার ফুটবল ফেডারেশন কনমেবল গত রাতে উরুগুয়ে-কলম্বিয়া ম্যাচে সহিংসতার ব্যাপারে তদন্ত শুরুর কথা নিশ্চিত করেছে। লাতিন আমেরিকার অভিভাবক সংস্থা এক বিবৃতিতে বলেছে, ‘কী ঘটেছে, সেটা বুঝতে এরই মধ্যে কনমেবল তদন্ত শুরু করে দিয়েছে। ম্যাচ শেষে যাঁরা সহিংসতায় জড়িয়েছেন, তাঁদের খুঁজে বের করতে অভিযান চলছে। বিশ্ব ফুটবলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়—এমন ন্যক্কারজনক কাজ কখনো বরদাস্ত করব না। খেলার আবেগ যখন সহিংসতায় পরিণত হয়, তখন সেটা কোনোমতেই মেনে নেওয়া যায় না।’
উরুগুয়েকে ১–০ গোলে হারিয়ে ২০২৪ কোপা আমেরিকার ফাইনালে উঠেছে কলম্বিয়া। ম্যাচ শেষে কলম্বিয়ার সমর্থকদের সঙ্গে হাতাহাতিতে জড়ান উরুগুয়ের খেলোয়াড়েরা। ডারউইন নুনিয়েজ ও রোনাল্ড আরাউহো উরুগুয়ের এই ফুটবলার মারামারিতে খুবই আগ্রহী ছিলেন। গ্যালারিতে থাকা ভক্ত-সমর্থকদের লক্ষ্য করে ঘুষি মেরেছেন দুজনই। উরুগুয়ের অধিনায়ক হোসে মারিয়া হিমেনেজ সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, গ্যালারিতে ফুটবলারদের পরিবারও এসেছিল ম্যাচ দেখতে। পরিবারকে রক্ষার্থেই খেলোয়াড়েরা এত বেপরোয়া হয়ে ওঠেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। দর্শক-খেলোয়াড় হাতাহাতির ঘটনার আগেই ঘটেছে উরুগুয়ে-কলম্বিয়া দুই দলের খেলোয়াড়-স্টাফদের মধ্যকার মারামারির ঘটনা।
সোমবার বাংলাদেশ সময় সকাল ৬টায় শুরু হবে ২০২৪ কোপা আমেরিকার ফাইনাল। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে আর্জেন্টিনা খেলবে কলম্বিয়ার বিপক্ষে। টানা ২৮ ম্যাচ অপরাজিত থেকে ফাইনালে উঠেছে কলম্বিয়া। আর্জেন্টিনার জন্য এবার সেটা শিরোপা ধরে রাখার মিশন।
আরও পড়ুন–
ফুটবল মাঠ তো নয়, উত্তর ক্যারোলিনার ব্যাংক অব স্টেডিয়াম গতকাল ‘কুরুক্ষেত্র’ হয়ে গিয়েছিল। কোপার দ্বিতীয় সেমিফাইনাল উরুগুয়ে-কলম্বিয়া ম্যাচ শেষে খেলোয়াড়-ভক্ত-সমর্থকেরা জড়িয়ে পড়েন হাতাহাতিতে। সহিংস ঘটনা নিয়ে এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে।
দক্ষিণ আমেরিকার ফুটবল ফেডারেশন কনমেবল গত রাতে উরুগুয়ে-কলম্বিয়া ম্যাচে সহিংসতার ব্যাপারে তদন্ত শুরুর কথা নিশ্চিত করেছে। লাতিন আমেরিকার অভিভাবক সংস্থা এক বিবৃতিতে বলেছে, ‘কী ঘটেছে, সেটা বুঝতে এরই মধ্যে কনমেবল তদন্ত শুরু করে দিয়েছে। ম্যাচ শেষে যাঁরা সহিংসতায় জড়িয়েছেন, তাঁদের খুঁজে বের করতে অভিযান চলছে। বিশ্ব ফুটবলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়—এমন ন্যক্কারজনক কাজ কখনো বরদাস্ত করব না। খেলার আবেগ যখন সহিংসতায় পরিণত হয়, তখন সেটা কোনোমতেই মেনে নেওয়া যায় না।’
উরুগুয়েকে ১–০ গোলে হারিয়ে ২০২৪ কোপা আমেরিকার ফাইনালে উঠেছে কলম্বিয়া। ম্যাচ শেষে কলম্বিয়ার সমর্থকদের সঙ্গে হাতাহাতিতে জড়ান উরুগুয়ের খেলোয়াড়েরা। ডারউইন নুনিয়েজ ও রোনাল্ড আরাউহো উরুগুয়ের এই ফুটবলার মারামারিতে খুবই আগ্রহী ছিলেন। গ্যালারিতে থাকা ভক্ত-সমর্থকদের লক্ষ্য করে ঘুষি মেরেছেন দুজনই। উরুগুয়ের অধিনায়ক হোসে মারিয়া হিমেনেজ সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, গ্যালারিতে ফুটবলারদের পরিবারও এসেছিল ম্যাচ দেখতে। পরিবারকে রক্ষার্থেই খেলোয়াড়েরা এত বেপরোয়া হয়ে ওঠেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। দর্শক-খেলোয়াড় হাতাহাতির ঘটনার আগেই ঘটেছে উরুগুয়ে-কলম্বিয়া দুই দলের খেলোয়াড়-স্টাফদের মধ্যকার মারামারির ঘটনা।
সোমবার বাংলাদেশ সময় সকাল ৬টায় শুরু হবে ২০২৪ কোপা আমেরিকার ফাইনাল। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে আর্জেন্টিনা খেলবে কলম্বিয়ার বিপক্ষে। টানা ২৮ ম্যাচ অপরাজিত থেকে ফাইনালে উঠেছে কলম্বিয়া। আর্জেন্টিনার জন্য এবার সেটা শিরোপা ধরে রাখার মিশন।
আরও পড়ুন–
বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ হলেও দুই বিশ্বচ্যাম্পিয়ন দলকে একই টুর্নামেন্টে হারানো তো সহজ কথা নয়। প্যারাগুয়ে এবার সেই কঠিন কাজটিই করে দেখাল। ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে সেপ্টেম্বরে প্যারাগুয়ে হারিয়েছিল ব্রাজিলকে। দুই মাস পর আজ বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকেও হারিয়েছে প্যারাগুয়ে।
৩৮ মিনিট আগেএই শতাব্দির গোড়ার দিকের গল্প। বয়সভিত্তিক ক্রিকেটে গতিময় এক ফাস্ট বোলারকে চোখে পড়ল রাকিব হায়দার পাভেলের। সেই বোলার ব্যাটেও ঝড় তুলতে পারেন। বয়সভিত্তিক ক্রিকেট থেকেই পাভেল ওই অলরাউন্ডারকে নিয়ে এলেন তাঁদের প্রথম বিভাগ ক্রিকেটের আজাদ স্পোর্টিংয়ে।
১৩ ঘণ্টা আগেএবার সাফজয়ীদের পুরস্কৃত করল বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠান সাউথইস্ট ব্যাংক। প্রতিষ্ঠানটি আজ তাদের কার্যালয়ে আমন্ত্রণ জানিয়ে এই সম্মাননা জানায়। এ সময় ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল এবং কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
১৪ ঘণ্টা আগেবাংলাদেশের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের মৃত্যুতে তাঁর পরিবার পড়েছে বিপাকে। সংকটময় এই মুহূর্তে জিয়ার পরিবারের পাশে দাঁড়ালেন বাংলাদেশের তারকা ক্রিকেটার তামিম ইকবাল।
১৬ ঘণ্টা আগে