ক্রীড়া ডেস্ক
রেফারিকে ঘুষি মারার পরই গ্রেপ্তার হয়েছিলেন আঙ্কারাগুচু ক্লাব সভাপতি ফারুক কোচা। এবার তাঁকে দেওয়া হয়েছে কঠিন শাস্তি। আজীবন নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তাঁর ওপর।
ফারুককে নিষিদ্ধ করার কথা গতকাল এক বিবৃবিতে জানিয়েছে তুরস্ক ফুটবল ফেডারেশন (টিএফএফ)। তাদের শৃঙ্খলা বোর্ড এমন (আজীবন নিষিদ্ধ) সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে আঙ্কারাগুচু ক্লাবকেও কঠিন শাস্তি দিয়েছে টিএফএফ। ক্লাবকে ৬৯ হাজার ডলার জরিমানা করা হয়েছে, বাংলাদেশি মুদ্রায় তা ৭৫ লাখ ৫০ হাজার টাকা। একই সঙ্গে তাদের পাঁচ ম্যাচ খেলতে হবে দর্শকশূন্য স্টেডিয়ামে। আঙ্কারাগুচু ক্লাবের অন্যান্য কর্মকর্তারাও নিষেধাজ্ঞা পেয়েছেন। তাদেরকে সতর্ক করার পাশাপাশি জরিমানাও করা হয়েছে।
আঙ্কারার এরইয়ামান স্টেডিয়ামে তুরস্কের সুপার লিগে গত সোমবার মুখোমুখি হয়েছিল আঙ্কারাগুচু ও রাইজেসপোর। সেই ম্যাচে ১৪ মিনিটে অলিম্পিও মরুতানের গোলে প্রথমে এগিয়ে গিয়েছিল আঙ্কারাগুচু। এরপর ৯০ মিনিটের পর অতিরিক্ত ৭ মিনিটে আদোলফো গাইচের গোলে সমতায় ফেরে রাইজেসপোর। রাইজেসপোরের সমতাসূচক গোলের পরই মাঠে যান আঙ্কারাগুচু ক্লাব সভাপতি কোচা। আঙ্কারাগুচু ক্লাব সভাপতি এরপর রেফারি হালিল ইউমুট মেলারের মুখে সজোরে ঘুষি মারেন। এরপরই তুরস্কের সুপার লিগ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়।
রেফারি মেলারের ওপর হামলার ঘটনায় ওঠে নিন্দার ঝড়। তুরস্কের রাষ্ট্রপতি রিসেপ তায়িপ এরদোয়ান এক বিবৃতিতে বলেছিলেন, ‘আঙ্কারাগুচু-রাইজেসপোর ম্যাচে রেফারি হালিল ইউমুট মেলারের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাচ্ছি। আমি তার দ্রুত আরোগ্য কমানা করছি। খেলাধুলা শান্তি ও ভ্রাতৃত্বের প্রতীক। তুরস্কের ফুটবলে আমরা কোনো রকম সহিংসতা মেনে নেব না।’
রেফারিকে ঘুষি মারার পরই গ্রেপ্তার হয়েছিলেন আঙ্কারাগুচু ক্লাব সভাপতি ফারুক কোচা। এবার তাঁকে দেওয়া হয়েছে কঠিন শাস্তি। আজীবন নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তাঁর ওপর।
ফারুককে নিষিদ্ধ করার কথা গতকাল এক বিবৃবিতে জানিয়েছে তুরস্ক ফুটবল ফেডারেশন (টিএফএফ)। তাদের শৃঙ্খলা বোর্ড এমন (আজীবন নিষিদ্ধ) সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে আঙ্কারাগুচু ক্লাবকেও কঠিন শাস্তি দিয়েছে টিএফএফ। ক্লাবকে ৬৯ হাজার ডলার জরিমানা করা হয়েছে, বাংলাদেশি মুদ্রায় তা ৭৫ লাখ ৫০ হাজার টাকা। একই সঙ্গে তাদের পাঁচ ম্যাচ খেলতে হবে দর্শকশূন্য স্টেডিয়ামে। আঙ্কারাগুচু ক্লাবের অন্যান্য কর্মকর্তারাও নিষেধাজ্ঞা পেয়েছেন। তাদেরকে সতর্ক করার পাশাপাশি জরিমানাও করা হয়েছে।
আঙ্কারার এরইয়ামান স্টেডিয়ামে তুরস্কের সুপার লিগে গত সোমবার মুখোমুখি হয়েছিল আঙ্কারাগুচু ও রাইজেসপোর। সেই ম্যাচে ১৪ মিনিটে অলিম্পিও মরুতানের গোলে প্রথমে এগিয়ে গিয়েছিল আঙ্কারাগুচু। এরপর ৯০ মিনিটের পর অতিরিক্ত ৭ মিনিটে আদোলফো গাইচের গোলে সমতায় ফেরে রাইজেসপোর। রাইজেসপোরের সমতাসূচক গোলের পরই মাঠে যান আঙ্কারাগুচু ক্লাব সভাপতি কোচা। আঙ্কারাগুচু ক্লাব সভাপতি এরপর রেফারি হালিল ইউমুট মেলারের মুখে সজোরে ঘুষি মারেন। এরপরই তুরস্কের সুপার লিগ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়।
রেফারি মেলারের ওপর হামলার ঘটনায় ওঠে নিন্দার ঝড়। তুরস্কের রাষ্ট্রপতি রিসেপ তায়িপ এরদোয়ান এক বিবৃতিতে বলেছিলেন, ‘আঙ্কারাগুচু-রাইজেসপোর ম্যাচে রেফারি হালিল ইউমুট মেলারের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাচ্ছি। আমি তার দ্রুত আরোগ্য কমানা করছি। খেলাধুলা শান্তি ও ভ্রাতৃত্বের প্রতীক। তুরস্কের ফুটবলে আমরা কোনো রকম সহিংসতা মেনে নেব না।’
সিনেমা, নাটক-কোনো কিছুরই তো কমতি ছিল না আজ আর্জেন্টিনা-প্যারাগুয়ে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে। দেল চাকো স্টেডিয়ামে ব্রাজিলের রেফারি অ্যান্ডারসন দারাঙ্কোর একের পর এক কাণ্ডে ক্ষুব্ধ আর্জেন্টিনা ফুটবল দল। রেফারির সঙ্গে এক চোট হয়েই গেছে মেসির। এমনকি আঙুল উঁচিয়ে কথাও বলেছেন আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার।
১৭ মিনিট আগেভুলে যাওয়ার মতো একটি দিনই কাটিয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র। তাও বাজে দিনটা এল ব্রাজিলের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের সময়ই। তাঁর সুযোগ মিসের মহড়ার দিনে ব্রাজিল পারল না জিততে। হতাশা ঝরেছে ব্রাজিল কোচ দরিভাল জুনিয়রের কণ্ঠে।
১ ঘণ্টা আগেবিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ হলেও দুই বিশ্বচ্যাম্পিয়ন দলকে একই টুর্নামেন্টে হারানো তো সহজ কথা নয়। প্যারাগুয়ে এবার সেই কঠিন কাজটিই করে দেখাল। ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে সেপ্টেম্বরে প্যারাগুয়ে হারিয়েছিল ব্রাজিলকে। দুই মাস পর আজ বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকেও হারিয়েছে প্যারাগুয়ে।
২ ঘণ্টা আগেএই শতাব্দির গোড়ার দিকের গল্প। বয়সভিত্তিক ক্রিকেটে গতিময় এক ফাস্ট বোলারকে চোখে পড়ল রাকিব হায়দার পাভেলের। সেই বোলার ব্যাটেও ঝড় তুলতে পারেন। বয়সভিত্তিক ক্রিকেট থেকেই পাভেল ওই অলরাউন্ডারকে নিয়ে এলেন তাঁদের প্রথম বিভাগ ক্রিকেটের আজাদ স্পোর্টিংয়ে।
১৪ ঘণ্টা আগে