ক্রীড়া ডেস্ক
নিজেদের প্রথম ম্যাচে নাপোলির কাছে বিধ্বস্ত হয়েছে লিভারপুল। আয়াক্সের বিপক্ষেও জয় না পেলে নকআউট পর্বে ওঠার সমীকরণটা কঠিন হয়ে যেত অলরেডদের।
নিজেদের ডেরা অ্যানফিল্ডে গত রাতে সেই শঙ্কা পেয়েও বসেছিল লিভারপুলকে। তবে শেষ মুহূর্তের নাটকীয়তায় ২-১ ব্যবধানে জয়ের স্বস্তি নিয়েই মাঠ ছেড়েছে ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা।
পয়েন্ট ভাগাভাগির শঙ্কায় অ্যানফিল্ডে যখন পিনপতন নীরবতা, ঠিক তখনই দুর্দান্ত হেডে লিভারপুলকে জিতিয়েছেন জোয়েল মাতিপ।
১৭ মিনিটে মোহামেদ সালাহ লিভারপুলকে এগিয়ে নেওয়ার অল্প সময় পর আয়াক্সকে ম্যাচে ফেরান মোহাম্মেদ কুদুস। এরপর অনেক সুযোগ তৈরি করেও ডাচ ক্লাবটির জাল কাঁপাতে পারছিল না স্বাগতিকেরা। বাড়ছিল দুশ্চিন্তা। শেষমেশ দলকে উচ্ছ্বাসে ভাসান মাতিপ। ৩১ বছর বয়সী সেন্টার ব্যাকের হেড ও পাল্টা হেডে ফিরিয়ে দিয়েছিলেন দুসান তাদিস। তবে তার আগেই বল গোললাইন পেরিয়ে যায়। মাতিপ নিশ্চিত ছিলেন না বলে শুরুতে উদ্যাপন করেননি। একটু পর রেফারি গোলের বাঁশি বাজাতেই বুনো তাঁকে নিয়ে বুনো উদ্যাপনে মেতে ওঠে গোটা অ্যানফিল্ড। ফিরে আসে শূন্যে হাঁকানো ক্লপের ঘুষি।
ম্যাচ শেষে বিটি স্পোর্টসকে মাতিপ বলেছেন, ‘সত্যি বলতে, এখনো বিশ্বাস হচ্ছে না (আমি জিতিয়েছি)। সেটা গোল ছিল কি না, শুরুতে দ্বিধায় ছিলাম। কিন্তু রেফারিকে দেখার পর আবেগ থামাতে পারিনি।’
চ্যাম্পিয়নস লিগে এর আগে শেষ কবে গোল করেছেন, সেটাও মনে করতে পারেননি মাতিপ। উপস্থাপকের এই প্রশ্নে হেসেই উড়িয়ে দিয়েছেন তিনি। মনে করতে পারবেন কী করে? লিভারপুলের হয়ে চ্যাম্পিয়নস লিগের এটি যে তাঁর প্রথম গোল! ইউরোপীয় ক্লাব শ্রেষ্ঠত্বের আসরে মাতিপ সর্বশেষ গোল করেছিলেন ২০১৩ সালে শালকের হয়ে।
নিজেদের প্রথম ম্যাচে নাপোলির কাছে বিধ্বস্ত হয়েছে লিভারপুল। আয়াক্সের বিপক্ষেও জয় না পেলে নকআউট পর্বে ওঠার সমীকরণটা কঠিন হয়ে যেত অলরেডদের।
নিজেদের ডেরা অ্যানফিল্ডে গত রাতে সেই শঙ্কা পেয়েও বসেছিল লিভারপুলকে। তবে শেষ মুহূর্তের নাটকীয়তায় ২-১ ব্যবধানে জয়ের স্বস্তি নিয়েই মাঠ ছেড়েছে ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা।
পয়েন্ট ভাগাভাগির শঙ্কায় অ্যানফিল্ডে যখন পিনপতন নীরবতা, ঠিক তখনই দুর্দান্ত হেডে লিভারপুলকে জিতিয়েছেন জোয়েল মাতিপ।
১৭ মিনিটে মোহামেদ সালাহ লিভারপুলকে এগিয়ে নেওয়ার অল্প সময় পর আয়াক্সকে ম্যাচে ফেরান মোহাম্মেদ কুদুস। এরপর অনেক সুযোগ তৈরি করেও ডাচ ক্লাবটির জাল কাঁপাতে পারছিল না স্বাগতিকেরা। বাড়ছিল দুশ্চিন্তা। শেষমেশ দলকে উচ্ছ্বাসে ভাসান মাতিপ। ৩১ বছর বয়সী সেন্টার ব্যাকের হেড ও পাল্টা হেডে ফিরিয়ে দিয়েছিলেন দুসান তাদিস। তবে তার আগেই বল গোললাইন পেরিয়ে যায়। মাতিপ নিশ্চিত ছিলেন না বলে শুরুতে উদ্যাপন করেননি। একটু পর রেফারি গোলের বাঁশি বাজাতেই বুনো তাঁকে নিয়ে বুনো উদ্যাপনে মেতে ওঠে গোটা অ্যানফিল্ড। ফিরে আসে শূন্যে হাঁকানো ক্লপের ঘুষি।
ম্যাচ শেষে বিটি স্পোর্টসকে মাতিপ বলেছেন, ‘সত্যি বলতে, এখনো বিশ্বাস হচ্ছে না (আমি জিতিয়েছি)। সেটা গোল ছিল কি না, শুরুতে দ্বিধায় ছিলাম। কিন্তু রেফারিকে দেখার পর আবেগ থামাতে পারিনি।’
চ্যাম্পিয়নস লিগে এর আগে শেষ কবে গোল করেছেন, সেটাও মনে করতে পারেননি মাতিপ। উপস্থাপকের এই প্রশ্নে হেসেই উড়িয়ে দিয়েছেন তিনি। মনে করতে পারবেন কী করে? লিভারপুলের হয়ে চ্যাম্পিয়নস লিগের এটি যে তাঁর প্রথম গোল! ইউরোপীয় ক্লাব শ্রেষ্ঠত্বের আসরে মাতিপ সর্বশেষ গোল করেছিলেন ২০১৩ সালে শালকের হয়ে।
পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে রয়েছে বাংলাদেশ দল। সফরের অংশ হিসেবে ১৭ ও ১৮ নভেম্বর হবে ২ দিনের একটি প্রস্তুতি ম্যাচ। এই ম্যাচের মাধ্যমে প্রস্তুতি নেওয়ার দারুণ সুযোগ পাচ্ছেন মেহেদী হাসান মিরাজরা। মূল টেস্ট সিরিজের আগে কিছুটা আত্মবিশ্বাসও বাড়তে পারে তাঁদের। ম্যাচটি হবে অ্যান্টিগায়র স্যার ভিভ
৮ ঘণ্টা আগেভারতের আপত্তিতে পাকিস্তানের তিন শহরে ট্রফি সফর বাতিল করেছে আইসিসি। দীর্ঘ ২৮ বছর পর আইসিসির কোনো টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে তারা। তবে শুরু থেকেই বিভিন্ন আপত্তি তুলছে ভারত।
৯ ঘণ্টা আগেদ্বিতীয় দিনের ছন্দ ধরে রেখে আজ তৃতীয় দিন বাকি দুই উইকেটও নিজের ঝুলিতে নিলেন আনশুল কাম্বোজ। সঙ্গে সঙ্গে বিরল এক রেকর্ড তাঁর নামের পাশে। প্রথম শ্রেণির ক্রিকেটে একাই ১০ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখালেন হরিয়ানার এই পেসার।
১০ ঘণ্টা আগে