নিজস্ব প্রতিবেদক
ঢাকা: সহধর্মিণী আক্রান্ত কিডনি সমস্যায়। চিকিৎসা করাতে করোনার ঝুঁকি নিয়ে স্ত্রীর সঙ্গে ভারতে গিয়েছিলেন জিমন্যাস্টিকস কোচ কাজী আকরাম আলী। কে জানত, সেখানেই নিভে যাবে তাঁর জীবনপ্রদীপ! ভারতে তাঁর মায়ের কবর আছে। মায়ের কবরের পাশেই দাফন হচ্ছে আকরামের।
স্ত্রী নাসরিনের কিডনি ডায়ালাইসিস করতে বেঙ্গালুরু গিয়েছিলেন কাজী আকরাম। কিছুটা চিকিৎসা করিয়ে চলে আসেন কলকাতায়। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ৬৩ বছর বয়সে কাল সেখানেই মারা গেছেন বাংলাদেশের স্বনামধন্য এই কোচ।
বাংলাদেশে থিতু হওয়া কাজী আকরামের আদিনিবাস ভারতে। সেখানে তাঁর মায়ের কবর আছে। তাঁর শেষ ইচ্ছা অনুযায়ী মায়ের কবরের পাশেই দাফন হচ্ছে আকরামের।
কোচিং ক্যারিয়ারে দীর্ঘ সময় বিকেএসপির কোচ ছিলেন কাজী আকরাম। বাংলাদেশের অসংখ্য জিমন্যাস্টের উঠে আসা তাঁর হাত ধরে। কাজ করেছেন জিমন্যাস্টিকস ফেডারেশনের সঙ্গেও। দুই বছর ছিলেন ফেডারেশনের যুগ্ম সম্পাদক।
প্রিয় কোচের মৃত্যুতে শোকে বিহ্বল ছাত্রসহ আকরামের সহকর্মীরা। বিকেএসপির সাবেক ক্রিকেট কোচ ও বিশ্লেষক নাজমুল আবেদিন ফাহিম ফেসবুকে লিখেছেন, ‘তাঁর মতো জীবনের সব প্রাপ্তি–অপ্রাপ্তি এত সহজভাবে মেনে নেওয়ার মানুষ কমই দেখেছি। আকরামের চলে যাওয়ায় একজন সত্যিকারের বন্ধু হারালাম।’
ঢাকা: সহধর্মিণী আক্রান্ত কিডনি সমস্যায়। চিকিৎসা করাতে করোনার ঝুঁকি নিয়ে স্ত্রীর সঙ্গে ভারতে গিয়েছিলেন জিমন্যাস্টিকস কোচ কাজী আকরাম আলী। কে জানত, সেখানেই নিভে যাবে তাঁর জীবনপ্রদীপ! ভারতে তাঁর মায়ের কবর আছে। মায়ের কবরের পাশেই দাফন হচ্ছে আকরামের।
স্ত্রী নাসরিনের কিডনি ডায়ালাইসিস করতে বেঙ্গালুরু গিয়েছিলেন কাজী আকরাম। কিছুটা চিকিৎসা করিয়ে চলে আসেন কলকাতায়। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ৬৩ বছর বয়সে কাল সেখানেই মারা গেছেন বাংলাদেশের স্বনামধন্য এই কোচ।
বাংলাদেশে থিতু হওয়া কাজী আকরামের আদিনিবাস ভারতে। সেখানে তাঁর মায়ের কবর আছে। তাঁর শেষ ইচ্ছা অনুযায়ী মায়ের কবরের পাশেই দাফন হচ্ছে আকরামের।
কোচিং ক্যারিয়ারে দীর্ঘ সময় বিকেএসপির কোচ ছিলেন কাজী আকরাম। বাংলাদেশের অসংখ্য জিমন্যাস্টের উঠে আসা তাঁর হাত ধরে। কাজ করেছেন জিমন্যাস্টিকস ফেডারেশনের সঙ্গেও। দুই বছর ছিলেন ফেডারেশনের যুগ্ম সম্পাদক।
প্রিয় কোচের মৃত্যুতে শোকে বিহ্বল ছাত্রসহ আকরামের সহকর্মীরা। বিকেএসপির সাবেক ক্রিকেট কোচ ও বিশ্লেষক নাজমুল আবেদিন ফাহিম ফেসবুকে লিখেছেন, ‘তাঁর মতো জীবনের সব প্রাপ্তি–অপ্রাপ্তি এত সহজভাবে মেনে নেওয়ার মানুষ কমই দেখেছি। আকরামের চলে যাওয়ায় একজন সত্যিকারের বন্ধু হারালাম।’
পাকিস্তান ক্রিকেট দল বাজে খেললে কোনো কথাই নেই। আহমেদ শেহজাদ তখন সামাজিক মাধ্যমে তখন করতে থাকেন একের পর এক বিদ্রুপাত্মক মন্তব্য। অস্ট্রেলিয়ার কাছে টি-টোয়েন্টি সিরিজ হারের পর পাকিস্তানকে আবারও খোঁচা মারলেন তিনি।
২ ঘণ্টা আগেঅর্থের ঝনঝনানি, জাঁকজমকপূর্ণ আয়োজন—কী থাকে না আইপিএলে! ভারতের এই ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে মুখিয়ে থাকেন বিশ্বের বিভিন্ন দেশের ক্রিকেটার। তবে রিশাদ হোসেন আইপিএল নিয়ে বেশি একটা ভাবছেন না।
২ ঘণ্টা আগেফ্রান্স ও ইতালি—দুই দলের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়েছে আগেই। সে হিসেবে উয়েফা নেশনস লিগে সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়নের লড়াইটা নিছক নিয়মরক্ষার। কিন্তু ফরাসি ডিফেন্ডার লুকাস দিনিয়ে মনে করেন না সেটি। তাঁর কাছে এটি ফ্রান্সের প্রতিশোধের ম্যাচ।
৩ ঘণ্টা আগেঝামেলা যেন পিছুই ছাড়ছে না আর্জেন্টিনার। মাঠের পারফরম্যান্সে সাম্প্রতিক অবস্থা তো ভালো নয়ই। এমনকি ফুটবলারদের চোটও দুশ্চিন্তা বাড়িয়েছে আলবিসেলেস্তেদের।। জরুরি পরিস্থিতিতে দলে নেওয়া হয়েছে দিয়েগো সিমিওনের ছেলে গিলিয়ানো সিমিওনেকে।
৩ ঘণ্টা আগে