ক্রীড়া ডেস্ক
ঢাকা : টানা ২৭ ম্যাচ অপরাজিত থেকে ইউরো মিশনে কাল রাতে মাঠে নেমেছিল ইতালি। টানা জয়ের রেকর্ডটাকে আরেক ম্যাচ বাড়িয়ে ২৮-এ এনেছে আজ্জুরিরা। নিজেদের চিরায়ত রক্ষণ থেকে বের হয়ে দর্শকের মন ভরানো গতিশীল ফুটবলই খেলেছে ইতালি। রোমের স্তাদিও অলিম্পিকে তুরস্কের রক্ষণদুর্গ ভেদ করে ৩-০ গোলে ম্যাচ জিতেছে চারবারের বিশ্বকাপ বিজয়ীরা।
গোলশূন্য প্রথমার্ধের পর তিনটি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে। ৫৩ মিনিটে প্রথম গোলটি তুরস্কের ডিফেন্ডার দেমিরালের আত্মঘাতে। ৬৬ মিনিটে চিরো ইমোবিলে করেন ইতালির দ্বিতীয় গোল। ৭৯ মিনিটে ইতালির তৃতীয় গোলটি লরেঞ্জো ইনসিনিয়ের দারুণ বাঁকানো শটে।
ইউরোর মূল পর্বে প্রথমবার প্রতিপক্ষকে তিন গোল দিয়েছে ইতালি। ২০১৮ সালের সেপ্টেম্বরের পর এ নিয়ে টানা ২৮ ম্যাচ জিতল মানচিনির শিষ্যরা। প্রথমার্ধে একের পর এক আক্রমণ করলেও আটকা পড়ে তুরস্কের রক্ষণ দুর্গে। সুযোগ কাজে লাগাতে পারেননি ইনসিনিয়ে, বেরার্ডি, স্পিনাজ্জোল্লারা । ২৩ মিনিটে সবচেয়ে ভালো সুযোগ পেয়ে গিয়েছিলেন ইতালির অধিনায়ক জর্জিও কিয়েল্লিনি। ইনসিনিয়ের কর্নার থেকে পাওয়া বল একাই পেয়েছিলেন কিয়েল্লিনি, তবে তার হেডে মারা বল তুরস্কের গোলকিপার চাকিরের আঙুলের ছোঁয়ায় বারের ওপর দিয়ে গেছে। তুরস্ক রক্ষণ দিয়ে যে বাজিমাত করতে পারে, ইউরো শুরুর আগে থেকে শোনা যাচ্ছিল। প্রথমার্ধে অন্তত সেটার ছাপ রাখতে পারে তারা।
তবে দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়িয়ে দেয় ইতালি। একের পর এক আক্রমণ সামাল দিতে হিমশিম খায় তুরস্কের রক্ষণ। অবশেষে আক্রমণের মুখে ৫৩ মিনিটে প্রথম গোলের দেখা পায় ইতালি। তবে সেটা তুরস্কের রক্ষণের ভুলে। তুর্কি ডিফেন্ডার মেরিহ দেমিরেলের বুকে লেগে পৌঁছে যায় জালে। ইউরোতে ইতালির পাওয়া প্রথম আত্মঘাতী গোল। প্রথমার্ধে সুযোগ হাতছাড়া করলেও দ্বিতীয়ার্ধে সুযোগ কাজে লাগিয়ে ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে ইতালি।
ম্যাচের আগে মানচিনি জানিয়েছিলেন, খেলায় দর্শকদের আনন্দ দিতে চান। ম্যাচ শেষে তিনি বলতেই পারেন, ‘কথা রাখতে পেরেছি।’ পুরো খেলায় তুরস্কের চেয়ে যোজন যোজন এগিয়ে ছিল ইতালি। ম্যাচে ইতালির গোলপোস্টে একটিও শট নিতে পারেনি তুরস্ক। আক্রমণ শাণিয়ে ইতালি শট নিয়েছে ২৪টি। এর ৮টি ছিল তুরস্কের গোলপোস্টে। ৬৪ শতাংশ বলের দখল ছিল ইতালিরই।
ঢাকা : টানা ২৭ ম্যাচ অপরাজিত থেকে ইউরো মিশনে কাল রাতে মাঠে নেমেছিল ইতালি। টানা জয়ের রেকর্ডটাকে আরেক ম্যাচ বাড়িয়ে ২৮-এ এনেছে আজ্জুরিরা। নিজেদের চিরায়ত রক্ষণ থেকে বের হয়ে দর্শকের মন ভরানো গতিশীল ফুটবলই খেলেছে ইতালি। রোমের স্তাদিও অলিম্পিকে তুরস্কের রক্ষণদুর্গ ভেদ করে ৩-০ গোলে ম্যাচ জিতেছে চারবারের বিশ্বকাপ বিজয়ীরা।
গোলশূন্য প্রথমার্ধের পর তিনটি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে। ৫৩ মিনিটে প্রথম গোলটি তুরস্কের ডিফেন্ডার দেমিরালের আত্মঘাতে। ৬৬ মিনিটে চিরো ইমোবিলে করেন ইতালির দ্বিতীয় গোল। ৭৯ মিনিটে ইতালির তৃতীয় গোলটি লরেঞ্জো ইনসিনিয়ের দারুণ বাঁকানো শটে।
ইউরোর মূল পর্বে প্রথমবার প্রতিপক্ষকে তিন গোল দিয়েছে ইতালি। ২০১৮ সালের সেপ্টেম্বরের পর এ নিয়ে টানা ২৮ ম্যাচ জিতল মানচিনির শিষ্যরা। প্রথমার্ধে একের পর এক আক্রমণ করলেও আটকা পড়ে তুরস্কের রক্ষণ দুর্গে। সুযোগ কাজে লাগাতে পারেননি ইনসিনিয়ে, বেরার্ডি, স্পিনাজ্জোল্লারা । ২৩ মিনিটে সবচেয়ে ভালো সুযোগ পেয়ে গিয়েছিলেন ইতালির অধিনায়ক জর্জিও কিয়েল্লিনি। ইনসিনিয়ের কর্নার থেকে পাওয়া বল একাই পেয়েছিলেন কিয়েল্লিনি, তবে তার হেডে মারা বল তুরস্কের গোলকিপার চাকিরের আঙুলের ছোঁয়ায় বারের ওপর দিয়ে গেছে। তুরস্ক রক্ষণ দিয়ে যে বাজিমাত করতে পারে, ইউরো শুরুর আগে থেকে শোনা যাচ্ছিল। প্রথমার্ধে অন্তত সেটার ছাপ রাখতে পারে তারা।
তবে দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়িয়ে দেয় ইতালি। একের পর এক আক্রমণ সামাল দিতে হিমশিম খায় তুরস্কের রক্ষণ। অবশেষে আক্রমণের মুখে ৫৩ মিনিটে প্রথম গোলের দেখা পায় ইতালি। তবে সেটা তুরস্কের রক্ষণের ভুলে। তুর্কি ডিফেন্ডার মেরিহ দেমিরেলের বুকে লেগে পৌঁছে যায় জালে। ইউরোতে ইতালির পাওয়া প্রথম আত্মঘাতী গোল। প্রথমার্ধে সুযোগ হাতছাড়া করলেও দ্বিতীয়ার্ধে সুযোগ কাজে লাগিয়ে ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে ইতালি।
ম্যাচের আগে মানচিনি জানিয়েছিলেন, খেলায় দর্শকদের আনন্দ দিতে চান। ম্যাচ শেষে তিনি বলতেই পারেন, ‘কথা রাখতে পেরেছি।’ পুরো খেলায় তুরস্কের চেয়ে যোজন যোজন এগিয়ে ছিল ইতালি। ম্যাচে ইতালির গোলপোস্টে একটিও শট নিতে পারেনি তুরস্ক। আক্রমণ শাণিয়ে ইতালি শট নিয়েছে ২৪টি। এর ৮টি ছিল তুরস্কের গোলপোস্টে। ৬৪ শতাংশ বলের দখল ছিল ইতালিরই।
পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে রয়েছে বাংলাদেশ দল। সফরের অংশ হিসেবে ১৭ ও ১৮ নভেম্বর হবে ২ দিনের একটি প্রস্তুতি ম্যাচ। এই ম্যাচের মাধ্যমে প্রস্তুতি নেওয়ার দারুণ সুযোগ পাচ্ছেন মেহেদী হাসান মিরাজরা। মূল টেস্ট সিরিজের আগে কিছুটা আত্মবিশ্বাসও বাড়তে পারে তাঁদের। ম্যাচটি হবে অ্যান্টিগায়র স্যার ভিভ
১ ঘণ্টা আগেভারতের আপত্তিতে পাকিস্তানের তিন শহরে ট্রফি সফর বাতিল করেছে আইসিসি। দীর্ঘ ২৮ বছর পর আইসিসির কোনো টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে তারা। তবে শুরু থেকেই বিভিন্ন আপত্তি তুলছে ভারত।
২ ঘণ্টা আগেদ্বিতীয় দিনের ছন্দ ধরে রেখে আজ তৃতীয় দিন বাকি দুই উইকেটও নিজের ঝুলিতে নিলেন আনশুল কাম্বোজ। সঙ্গে সঙ্গে বিরল এক রেকর্ড তাঁর নামের পাশে। প্রথম শ্রেণির ক্রিকেটে একাই ১০ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখালেন হরিয়ানার এই পেসার।
২ ঘণ্টা আগে