ক্রীড়া ডেস্ক
ভেনেজুয়েলার বিপক্ষে ১০ অক্টোবর আন্তর্জাতিক ফুটবলে ফিরেছিলেন লিওনেল মেসি। তবে সেই ম্যাচটা মেসির জন্য সুখকর হয়নি। আর্জেন্টাইন ফরোয়ার্ড এবার ঘরের মাঠে জ্বলে উঠলেন আপন শক্তিতে। তাঁর হ্যাটট্রিকে রীতিমতো নাকানি চোবানি খেয়েছে বলিভিয়া।
এস্তাদিও মাস মনুমেন্তালে আজ বাংলাদেশ সময় ভোরে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে মুখোমুখি হয় আর্জেন্টিনা-বলিভিয়া। চোটের কারণে ম্যাচ মিস, অফফর্ম—সব মিলিয়ে বাজে সময় পার করা মেসির জ্বলে উঠতে এর চেয়ে ভালো সুযোগ আর কী হতে পারত! বলিভিয়াকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা। অর্ধ ডজন গোলের পাঁচটিতেই অবদান মেসির।
বলিভিয়ার বিপক্ষে গোলের সূচনা শুরু করেন মেসি। ১৯ মিনিটে লাওতারো মার্তিনেজের পাস রিসিভ করেন মেসি। কোনোকুনি দৌড়ে বলিভিয়া গোলরক্ষক গিলের্মো ভিসকারাকে একা পেয়ে সহজেই লক্ষ্যভেদ করেন মেসি। প্রথমার্ধ আর্জেন্টিনা শেষ করে ৩-০ গোলে এগিয়ে থেকে। হ্যাটট্রিক প্রথম ৪৫ মিনিটের মধ্যে না পেলেও দুটি গোল সতীর্থদির দিয়ে করিয়েছেন মেসি। ৪৩ মিনিটে গোল করেন লাওতারো মার্তিনেজ। এরপর প্রথমার্ধের অতিরিক্ত ৩ মিনিটে মেসির অ্যাসিস্টে গোল করেন হুলিয়ান আলভারেজ।
প্রথমার্ধে যত তাড়াতাড়ি গোল পেয়েছিল আর্জেন্টিনা, দ্বিতীয়ার্ধে অতটা তাড়াতাড়ি হয়নি। আলবিসেলেস্তেদের চতুর্থ গোলটি ৬৯ মিনিটে করেন থিয়াগো আলমাদা। নাহুয়েল মলিনার পাস থেকে লক্ষ্যভেদ করেন আলমাদা। ছন্দে ফেরা মেসি হ্যাটট্রিকটা তুলে নিলেন ম্যাচের শেষভাগে এসে। ৮৪ মিনিটে এজিকুয়েল পালাসিওস পাস বাড়িয়ে দেন মেসির দিকে। ড্রিবলিং করে বক্সের ভেতর থেকে বাঁ পাশের পোস্ট দিয়ে লক্ষ্যভেদ করেন মেসি। ৮৬ মিনিটে মেসি পেয়ে যান আর্জেন্টিনার জার্সিতে দশম হ্যাটট্রিক। আর্জেন্টাইন তারকা ফরোয়ার্ডকে হ্যাটট্রিক করতে সহায়তা করেছেন নিকো পাজ।
২০২৬ বিশ্বকাপ সামনে রেখে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে শীর্ষে আর্জেন্টিনা। ১০ ম্যাচে ২২ পয়েন্ট বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের। দুইয়ে থাকা কলম্বিয়ার পয়েন্ট ১৯। উরুগুয়ে ১৬ পয়েন্ট নিয়ে অবস্থান করছে তিনে। পয়েন্ট টেবিলের শীর্ষ তিনে থাকা প্রত্যেকেই বাছাইপর্বে ১০টি করে ম্যাচ খেলেছে।
ভেনেজুয়েলার বিপক্ষে ১০ অক্টোবর আন্তর্জাতিক ফুটবলে ফিরেছিলেন লিওনেল মেসি। তবে সেই ম্যাচটা মেসির জন্য সুখকর হয়নি। আর্জেন্টাইন ফরোয়ার্ড এবার ঘরের মাঠে জ্বলে উঠলেন আপন শক্তিতে। তাঁর হ্যাটট্রিকে রীতিমতো নাকানি চোবানি খেয়েছে বলিভিয়া।
এস্তাদিও মাস মনুমেন্তালে আজ বাংলাদেশ সময় ভোরে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে মুখোমুখি হয় আর্জেন্টিনা-বলিভিয়া। চোটের কারণে ম্যাচ মিস, অফফর্ম—সব মিলিয়ে বাজে সময় পার করা মেসির জ্বলে উঠতে এর চেয়ে ভালো সুযোগ আর কী হতে পারত! বলিভিয়াকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা। অর্ধ ডজন গোলের পাঁচটিতেই অবদান মেসির।
বলিভিয়ার বিপক্ষে গোলের সূচনা শুরু করেন মেসি। ১৯ মিনিটে লাওতারো মার্তিনেজের পাস রিসিভ করেন মেসি। কোনোকুনি দৌড়ে বলিভিয়া গোলরক্ষক গিলের্মো ভিসকারাকে একা পেয়ে সহজেই লক্ষ্যভেদ করেন মেসি। প্রথমার্ধ আর্জেন্টিনা শেষ করে ৩-০ গোলে এগিয়ে থেকে। হ্যাটট্রিক প্রথম ৪৫ মিনিটের মধ্যে না পেলেও দুটি গোল সতীর্থদির দিয়ে করিয়েছেন মেসি। ৪৩ মিনিটে গোল করেন লাওতারো মার্তিনেজ। এরপর প্রথমার্ধের অতিরিক্ত ৩ মিনিটে মেসির অ্যাসিস্টে গোল করেন হুলিয়ান আলভারেজ।
প্রথমার্ধে যত তাড়াতাড়ি গোল পেয়েছিল আর্জেন্টিনা, দ্বিতীয়ার্ধে অতটা তাড়াতাড়ি হয়নি। আলবিসেলেস্তেদের চতুর্থ গোলটি ৬৯ মিনিটে করেন থিয়াগো আলমাদা। নাহুয়েল মলিনার পাস থেকে লক্ষ্যভেদ করেন আলমাদা। ছন্দে ফেরা মেসি হ্যাটট্রিকটা তুলে নিলেন ম্যাচের শেষভাগে এসে। ৮৪ মিনিটে এজিকুয়েল পালাসিওস পাস বাড়িয়ে দেন মেসির দিকে। ড্রিবলিং করে বক্সের ভেতর থেকে বাঁ পাশের পোস্ট দিয়ে লক্ষ্যভেদ করেন মেসি। ৮৬ মিনিটে মেসি পেয়ে যান আর্জেন্টিনার জার্সিতে দশম হ্যাটট্রিক। আর্জেন্টাইন তারকা ফরোয়ার্ডকে হ্যাটট্রিক করতে সহায়তা করেছেন নিকো পাজ।
২০২৬ বিশ্বকাপ সামনে রেখে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে শীর্ষে আর্জেন্টিনা। ১০ ম্যাচে ২২ পয়েন্ট বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের। দুইয়ে থাকা কলম্বিয়ার পয়েন্ট ১৯। উরুগুয়ে ১৬ পয়েন্ট নিয়ে অবস্থান করছে তিনে। পয়েন্ট টেবিলের শীর্ষ তিনে থাকা প্রত্যেকেই বাছাইপর্বে ১০টি করে ম্যাচ খেলেছে।
ভুলে যাওয়ার মতো একটি দিনই কাটিয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র। তাও বাজে দিনটা এল ব্রাজিলের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের সময়ই। তাঁর সুযোগ মিসের মহড়ার দিনে ব্রাজিল পারল না জিততে। হতাশা ঝরেছে ব্রাজিল কোচ দরিভাল জুনিয়রের কণ্ঠে।
১৬ মিনিট আগেবিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ হলেও দুই বিশ্বচ্যাম্পিয়ন দলকে একই টুর্নামেন্টে হারানো তো সহজ কথা নয়। প্যারাগুয়ে এবার সেই কঠিন কাজটিই করে দেখাল। ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে সেপ্টেম্বরে প্যারাগুয়ে হারিয়েছিল ব্রাজিলকে। দুই মাস পর আজ বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকেও হারিয়েছে প্যারাগুয়ে।
১ ঘণ্টা আগেএই শতাব্দির গোড়ার দিকের গল্প। বয়সভিত্তিক ক্রিকেটে গতিময় এক ফাস্ট বোলারকে চোখে পড়ল রাকিব হায়দার পাভেলের। সেই বোলার ব্যাটেও ঝড় তুলতে পারেন। বয়সভিত্তিক ক্রিকেট থেকেই পাভেল ওই অলরাউন্ডারকে নিয়ে এলেন তাঁদের প্রথম বিভাগ ক্রিকেটের আজাদ স্পোর্টিংয়ে।
১৪ ঘণ্টা আগেএবার সাফজয়ীদের পুরস্কৃত করল বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠান সাউথইস্ট ব্যাংক। প্রতিষ্ঠানটি আজ তাদের কার্যালয়ে আমন্ত্রণ জানিয়ে এই সম্মাননা জানায়। এ সময় ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল এবং কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
১৫ ঘণ্টা আগে