ক্রীড়া ডেস্ক
মরণব্যাধি ক্যানসারকে ভালোই চ্যালেঞ্জ জানিয়েছিলেন। প্রায় দুই বছর সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতাল তাঁর ‘ঘরবাড়ি’ হয়ে যাওয়ার কারণ এটাই। তবু এই লড়াইয়ে জেতা হলো না পেলের। ফুটবলের রাজা (৮২) গতকাল চলেই গেলেন পৃথিবী ছেড়ে। সোমবার সকালে তাঁর ‘ছাড়পত্র’ মিলছে হাসপাতাল থেকে। তবে জীবন্ত পেলের নয়, কিংবদন্তির শবদেহ বের হবে হাসপাতাল থেকে।
সোমবার পেলের শেষকৃত্য। দর্শনার্থীদের জন্য উন্মুক্ত স্থানীয় সময় সকাল ১০টায়, যেটি শেষ হবে পরদিন একই সময়ে। পেলের কফিন নিয়ে যাওয়া হবে সান্তোসে। তাঁর বাড়িতে নেওয়া হবে শবদেহ, যেখানে শয্যাশায়ী তাঁর ১০০ বছরের মা। এরপর পেলেকে সমাধিস্থ করা হবে সান্তোসের মেমোরিয়াল নেক্রোপোল একুমেনিকায়। সান্তোসে পেলের একটি বাড়ি আছে, যেখানে তাঁর জীবনের অধিকাংশ সময় কেটেছে।
তাঁর স্মৃতিধন্য সান্তোস ফুটবল ক্লাব গতকাল এক বিবৃতিতে পেলের শেষকৃত্য নিয়ে জানিয়েছে, ‘সর্বকালের সেরা ফুটবলারের শেষকৃত্য হবে আরবানো কালদেইরা স্টেডিয়ামে, যেটি ভিলা বেলমিরো হিসেবে অধিক পরিচিত, যেখানে তিনি মুগ্ধ করেছেন পুরো বিশ্বকে।’
সান্তোসের এই স্টেডিয়ামেই ভক্তরা পেলেকে শেষ শ্রদ্ধা জানাবেন। চোখের জলে কিংবদন্তিকে জানাবেন বিদায়।
আরও পড়ুন:
মরণব্যাধি ক্যানসারকে ভালোই চ্যালেঞ্জ জানিয়েছিলেন। প্রায় দুই বছর সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতাল তাঁর ‘ঘরবাড়ি’ হয়ে যাওয়ার কারণ এটাই। তবু এই লড়াইয়ে জেতা হলো না পেলের। ফুটবলের রাজা (৮২) গতকাল চলেই গেলেন পৃথিবী ছেড়ে। সোমবার সকালে তাঁর ‘ছাড়পত্র’ মিলছে হাসপাতাল থেকে। তবে জীবন্ত পেলের নয়, কিংবদন্তির শবদেহ বের হবে হাসপাতাল থেকে।
সোমবার পেলের শেষকৃত্য। দর্শনার্থীদের জন্য উন্মুক্ত স্থানীয় সময় সকাল ১০টায়, যেটি শেষ হবে পরদিন একই সময়ে। পেলের কফিন নিয়ে যাওয়া হবে সান্তোসে। তাঁর বাড়িতে নেওয়া হবে শবদেহ, যেখানে শয্যাশায়ী তাঁর ১০০ বছরের মা। এরপর পেলেকে সমাধিস্থ করা হবে সান্তোসের মেমোরিয়াল নেক্রোপোল একুমেনিকায়। সান্তোসে পেলের একটি বাড়ি আছে, যেখানে তাঁর জীবনের অধিকাংশ সময় কেটেছে।
তাঁর স্মৃতিধন্য সান্তোস ফুটবল ক্লাব গতকাল এক বিবৃতিতে পেলের শেষকৃত্য নিয়ে জানিয়েছে, ‘সর্বকালের সেরা ফুটবলারের শেষকৃত্য হবে আরবানো কালদেইরা স্টেডিয়ামে, যেটি ভিলা বেলমিরো হিসেবে অধিক পরিচিত, যেখানে তিনি মুগ্ধ করেছেন পুরো বিশ্বকে।’
সান্তোসের এই স্টেডিয়ামেই ভক্তরা পেলেকে শেষ শ্রদ্ধা জানাবেন। চোখের জলে কিংবদন্তিকে জানাবেন বিদায়।
আরও পড়ুন:
পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে রয়েছে বাংলাদেশ দল। সফরের অংশ হিসেবে ১৭ ও ১৮ নভেম্বর হবে ২ দিনের একটি প্রস্তুতি ম্যাচ। এই ম্যাচের মাধ্যমে প্রস্তুতি নেওয়ার দারুণ সুযোগ পাচ্ছেন মেহেদী হাসান মিরাজরা। মূল টেস্ট সিরিজের আগে কিছুটা আত্মবিশ্বাসও বাড়তে পারে তাঁদের। ম্যাচটি হবে অ্যান্টিগায়র স্যার ভিভ
২ ঘণ্টা আগেভারতের আপত্তিতে পাকিস্তানের তিন শহরে ট্রফি সফর বাতিল করেছে আইসিসি। দীর্ঘ ২৮ বছর পর আইসিসির কোনো টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে তারা। তবে শুরু থেকেই বিভিন্ন আপত্তি তুলছে ভারত।
২ ঘণ্টা আগেদ্বিতীয় দিনের ছন্দ ধরে রেখে আজ তৃতীয় দিন বাকি দুই উইকেটও নিজের ঝুলিতে নিলেন আনশুল কাম্বোজ। সঙ্গে সঙ্গে বিরল এক রেকর্ড তাঁর নামের পাশে। প্রথম শ্রেণির ক্রিকেটে একাই ১০ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখালেন হরিয়ানার এই পেসার।
৩ ঘণ্টা আগে