ক্রীড়া ডেস্ক
সৌদি আরবে করিম বেনজেমার অভিষেক হয়েছে মনে রাখার মতোই। আল ইত্তিহাদের জার্সিতে দুর্দান্ত এক গোল যেমন করেছেন, তেমনি সতীর্থকে গোল করতে অ্যাসিস্টও করেছেন ফরাসি এই ফরোয়ার্ড।
কিং ফাহাদ স্টেডিয়ামে গতকাল আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপের গ্রুপ পর্বে মুখোমুখি হয়েছিল ইএস তিউনিস-আল ইত্তিহাদ। মিডফিল্ডার উসামা বুগুয়েরার গোলে ২৬ মিনিটে এগিয়ে যায় তিউনিস। সমতায় ফিরতে তেমন একটা সময় নেয়নি আল-ইত্তিহাদ। বেনজেমার পাস থেকে ৩৫ মিনিটে সমতাসূচক গোল করেন আল ইত্তিহাদের স্ট্রাইকার আবদের রাজ্জাক হামদাল্লাহ। এই গোল করতে অ্যাসিস্ট করেছেন বেনজেমা। প্রথমার্ধ শেষ হয় ১-১ গোলে। দ্বিতীয়ার্ধে খুব অল্প সময়েই করিম বেনজেমা পেয়ে যান সেই মাহেন্দ্রক্ষণের দেখা। ৫৫ মিনিটে ইগোর করোনাদোর পাস থেকে বল রিসিভ করেন বেনজেমা। এরপর ডি বক্সের বাইরে থেকে দূরপাল্লার এক দুর্দান্ত শট করেন বেনজেমা। ফরাসি এই ফরোয়ার্ডের গোলই মূলত ম্যাচের পার্থক্য গড়ে দেয়। ইএস তিউনিসকে ২-১ গোলে হারিয়েছে আল ইত্তিহাদ।
সৌদিতে স্মরণীয় অভিষেকের মুহূর্ত বেনজেমা সামাজিকমাধ্যমে শেয়ার করেছেন। টুইটারে বেশ কিছু ছবি পোস্ট করে ফরাসি এই ফরোয়ার্ড ক্যাপশন দিয়েছেন, ‘আলহামদুলিল্লাহ।’
ইএস তিউনিসকে হারিয়ে আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপের ‘এ’ গ্রুপের শীর্ষে আল ইত্তিহাদ। গ্রুপের দ্বিতীয় স্থানে রয়েছে আল শোর্তা। তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে ইএস তিউনিস ও সিএস স্ফ্যাক্সিয়েন।
সৌদি আরবে করিম বেনজেমার অভিষেক হয়েছে মনে রাখার মতোই। আল ইত্তিহাদের জার্সিতে দুর্দান্ত এক গোল যেমন করেছেন, তেমনি সতীর্থকে গোল করতে অ্যাসিস্টও করেছেন ফরাসি এই ফরোয়ার্ড।
কিং ফাহাদ স্টেডিয়ামে গতকাল আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপের গ্রুপ পর্বে মুখোমুখি হয়েছিল ইএস তিউনিস-আল ইত্তিহাদ। মিডফিল্ডার উসামা বুগুয়েরার গোলে ২৬ মিনিটে এগিয়ে যায় তিউনিস। সমতায় ফিরতে তেমন একটা সময় নেয়নি আল-ইত্তিহাদ। বেনজেমার পাস থেকে ৩৫ মিনিটে সমতাসূচক গোল করেন আল ইত্তিহাদের স্ট্রাইকার আবদের রাজ্জাক হামদাল্লাহ। এই গোল করতে অ্যাসিস্ট করেছেন বেনজেমা। প্রথমার্ধ শেষ হয় ১-১ গোলে। দ্বিতীয়ার্ধে খুব অল্প সময়েই করিম বেনজেমা পেয়ে যান সেই মাহেন্দ্রক্ষণের দেখা। ৫৫ মিনিটে ইগোর করোনাদোর পাস থেকে বল রিসিভ করেন বেনজেমা। এরপর ডি বক্সের বাইরে থেকে দূরপাল্লার এক দুর্দান্ত শট করেন বেনজেমা। ফরাসি এই ফরোয়ার্ডের গোলই মূলত ম্যাচের পার্থক্য গড়ে দেয়। ইএস তিউনিসকে ২-১ গোলে হারিয়েছে আল ইত্তিহাদ।
সৌদিতে স্মরণীয় অভিষেকের মুহূর্ত বেনজেমা সামাজিকমাধ্যমে শেয়ার করেছেন। টুইটারে বেশ কিছু ছবি পোস্ট করে ফরাসি এই ফরোয়ার্ড ক্যাপশন দিয়েছেন, ‘আলহামদুলিল্লাহ।’
ইএস তিউনিসকে হারিয়ে আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপের ‘এ’ গ্রুপের শীর্ষে আল ইত্তিহাদ। গ্রুপের দ্বিতীয় স্থানে রয়েছে আল শোর্তা। তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে ইএস তিউনিস ও সিএস স্ফ্যাক্সিয়েন।
পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে রয়েছে বাংলাদেশ দল। সফরের অংশ হিসেবে ১৭ ও ১৮ নভেম্বর হবে ২ দিনের একটি প্রস্তুতি ম্যাচ। এই ম্যাচের মাধ্যমে প্রস্তুতি নেওয়ার দারুণ সুযোগ পাচ্ছেন মেহেদী হাসান মিরাজরা। মূল টেস্ট সিরিজের আগে কিছুটা আত্মবিশ্বাসও বাড়তে পারে তাঁদের। ম্যাচটি হবে অ্যান্টিগায়র স্যার ভিভ
২ ঘণ্টা আগেভারতের আপত্তিতে পাকিস্তানের তিন শহরে ট্রফি সফর বাতিল করেছে আইসিসি। দীর্ঘ ২৮ বছর পর আইসিসির কোনো টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে তারা। তবে শুরু থেকেই বিভিন্ন আপত্তি তুলছে ভারত।
৩ ঘণ্টা আগেদ্বিতীয় দিনের ছন্দ ধরে রেখে আজ তৃতীয় দিন বাকি দুই উইকেটও নিজের ঝুলিতে নিলেন আনশুল কাম্বোজ। সঙ্গে সঙ্গে বিরল এক রেকর্ড তাঁর নামের পাশে। প্রথম শ্রেণির ক্রিকেটে একাই ১০ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখালেন হরিয়ানার এই পেসার।
৩ ঘণ্টা আগে