ক্রীড়া ডেস্ক
আগের পাঁচ সাফে গ্রুপ পর্ব থেকে বাদ পড়া বাংলাদেশকে নিয়ে এবারের সাফের আগে বলতে গেলে খুব বেশি উচ্ছ্বাস ছিল না সমর্থক কিংবা সংবাদমাধ্যমের কাছে। লেবানন, মালদ্বীপ ও ভুটানকে নিয়ে গড়া গ্রুপ থেকে টেনেটুনে কত পয়েন্ট পাবেন জামাল ভূঁইয়ারা, সেটাই ছিল একমাত্র জিজ্ঞাসা।
আসলে গত এক দশকে বাংলাদেশের বিবর্ণ পারফরম্যান্সের কারণেই বর্তমান দলটাকে নিয়ে ভরসা পাচ্ছিলেন না সমর্থকেরা। ইতিবাচক কিছু লেখার কিংবা বলার মতোও ছিল না বাংলাদেশের সংবাদমাধ্যমের হাতে। ফুটবলার ও তাদের পরিবারও এক অদৃশ্য চাপে পড়ে গিয়েছিলেন আশপাশের হরেক রকম সমালোচনায়।
বাংলাদেশ এবার সেমিতে যেতে পারবে নাকি এবারও বিদায় নেবে গ্রুপপর্ব থেকে—সেটা জানা যাবে আগামী পরশু ভুটান ম্যাচের পরেই। তবে মালদ্বীপকে যেভাবে হারিয়েছেন জামালরা তাতে বেশ আশা জেগেছে বর্তমান দলটাকে ঘিরে। এই দলটাও নিজেদের তাতিয়ে রেখেছে সমালোচনাকে নিজেদের অস্ত্র বানিয়ে। বাংলাদেশ দলের ম্যানেজার আমের খান বললেন তেমনটাই, ‘সাফে খেলতে পারাটাই খেলোয়াড়দের আলাদা অনুপ্রেরণা দেয়। চারদিক থেকে নেতিবাচক সব খবরও খেলোয়াড়দের নাড়া দেয়। তারা নিজেদের মধ্যেই আলোচনা করছে যে, কেন আমরা পারছি না। আমাদের কিছু করতে হবে।’
বাংলাদেশকে বেশি তাতিয়েছে লেবানন ম্যাচে ৮০ মিনিটে গোল হজমের ঘটনা। টিম মিটিংয়ে সব খেলোয়াড় দিয়েছিলেন নিজেদের উজাড় করে দেওয়ার প্রতিশ্রুতি। আমের খান বললেন, ‘৮০ মিনিট পর্যন্ত আমরা ভেবেছিলাম একটা পয়েন্ট পেয়ে গেছি। কিন্তু একটা ভুলে আমরা গোল খেয়ে বসেছি। তারিক কাজী স্বীকার করেছে সে ভুল করেছে। এরপর সে বলেছে, আমার ভুল হয়েছে, পরের ম্যাচটা আমি ভালো খেলতে চাই। তপু বলেছে, আমি আমার জায়গায় সেরাটা দেব, জামাল বলেছে, আমি আমার সেরাটা দেব। সেই যে একটা আত্মবিশ্বাস তৈরি হয়েছে, সেই আত্মবিশ্বাসকেই শক্তি হিসেবে নিয়ে কিন্তু মালদ্বীপের বিপক্ষে আগের ম্যাচে নামা। খেলোয়াড়েরা বলেছে ‘‘আর কিছু বুঝি না, আমাদের পরপর দুটি ম্যাচ জিততে হবে।’’ এটা দিয়েই আমরা পরিকল্পনা করেছিলাম, সেটা ধরেই এগোচ্ছি।’
আগের পাঁচ সাফে গ্রুপ পর্ব থেকে বাদ পড়া বাংলাদেশকে নিয়ে এবারের সাফের আগে বলতে গেলে খুব বেশি উচ্ছ্বাস ছিল না সমর্থক কিংবা সংবাদমাধ্যমের কাছে। লেবানন, মালদ্বীপ ও ভুটানকে নিয়ে গড়া গ্রুপ থেকে টেনেটুনে কত পয়েন্ট পাবেন জামাল ভূঁইয়ারা, সেটাই ছিল একমাত্র জিজ্ঞাসা।
আসলে গত এক দশকে বাংলাদেশের বিবর্ণ পারফরম্যান্সের কারণেই বর্তমান দলটাকে নিয়ে ভরসা পাচ্ছিলেন না সমর্থকেরা। ইতিবাচক কিছু লেখার কিংবা বলার মতোও ছিল না বাংলাদেশের সংবাদমাধ্যমের হাতে। ফুটবলার ও তাদের পরিবারও এক অদৃশ্য চাপে পড়ে গিয়েছিলেন আশপাশের হরেক রকম সমালোচনায়।
বাংলাদেশ এবার সেমিতে যেতে পারবে নাকি এবারও বিদায় নেবে গ্রুপপর্ব থেকে—সেটা জানা যাবে আগামী পরশু ভুটান ম্যাচের পরেই। তবে মালদ্বীপকে যেভাবে হারিয়েছেন জামালরা তাতে বেশ আশা জেগেছে বর্তমান দলটাকে ঘিরে। এই দলটাও নিজেদের তাতিয়ে রেখেছে সমালোচনাকে নিজেদের অস্ত্র বানিয়ে। বাংলাদেশ দলের ম্যানেজার আমের খান বললেন তেমনটাই, ‘সাফে খেলতে পারাটাই খেলোয়াড়দের আলাদা অনুপ্রেরণা দেয়। চারদিক থেকে নেতিবাচক সব খবরও খেলোয়াড়দের নাড়া দেয়। তারা নিজেদের মধ্যেই আলোচনা করছে যে, কেন আমরা পারছি না। আমাদের কিছু করতে হবে।’
বাংলাদেশকে বেশি তাতিয়েছে লেবানন ম্যাচে ৮০ মিনিটে গোল হজমের ঘটনা। টিম মিটিংয়ে সব খেলোয়াড় দিয়েছিলেন নিজেদের উজাড় করে দেওয়ার প্রতিশ্রুতি। আমের খান বললেন, ‘৮০ মিনিট পর্যন্ত আমরা ভেবেছিলাম একটা পয়েন্ট পেয়ে গেছি। কিন্তু একটা ভুলে আমরা গোল খেয়ে বসেছি। তারিক কাজী স্বীকার করেছে সে ভুল করেছে। এরপর সে বলেছে, আমার ভুল হয়েছে, পরের ম্যাচটা আমি ভালো খেলতে চাই। তপু বলেছে, আমি আমার জায়গায় সেরাটা দেব, জামাল বলেছে, আমি আমার সেরাটা দেব। সেই যে একটা আত্মবিশ্বাস তৈরি হয়েছে, সেই আত্মবিশ্বাসকেই শক্তি হিসেবে নিয়ে কিন্তু মালদ্বীপের বিপক্ষে আগের ম্যাচে নামা। খেলোয়াড়েরা বলেছে ‘‘আর কিছু বুঝি না, আমাদের পরপর দুটি ম্যাচ জিততে হবে।’’ এটা দিয়েই আমরা পরিকল্পনা করেছিলাম, সেটা ধরেই এগোচ্ছি।’
ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগেই টেস্টের অধিনায়কত্ব ছেড়েছিলেন টিম সাউদি। নতুন অধিনায়ক টম লাথামের নেতৃত্বে ভারতকে পরে টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করে নিউজিল্যান্ড। ভারত সিরিজ শেষের প্রায় দুই সপ্তাহ পর অবসরের খবরটা জানিয়েই দিলেন সাউদি।
১ ঘণ্টা আগেবার্বাডোজে ২৯ জুন টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর উড়ছে ভারত। জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা, বাংলাদেশ-টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ ভারত জিতেছে। ভারতের সামনে এবার টানা চারটি সিরিজ জয়ের সুযোগ।
২ ঘণ্টা আগেসার্চ কমিটির দেওয়া প্রতিবেদন যাচাই-বাছাই করে গতকাল ৯টি ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠন করে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। রাত সাড়ে নয়টার পর জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক বিবৃতিতে এমনটা জানানো হয়।
২ ঘণ্টা আগেখেলার মাঠে হট্টগোলের ঘটনা খুবই পরিচিত দৃশ্য এখন। বিশ্বকাপ, কোপা আমেরিকা, ইউরোর মতো মেজর ইভেন্টে দর্শকদের মধ্যে মারাত্মক হাতাহাতির ঘটনা ঘটে। উয়েফা নেশনস লিগের ম্যাচেও লেগেছে তার ছোঁয়া। গত রাতে ফ্রান্স-ইসরায়েল ম্যাচে ঘটে গেছে তুলকালাম কাণ্ড।
৩ ঘণ্টা আগে