ক্রীড়া ডেস্ক
হ্যাটট্রিক করাটা যেন এক অভ্যাসে পরিণত করে ফেলেছেন লিওনেল মেসি। আন্তর্জাতিক ফুটবলে হ্যাটট্রিককের পর এবার সেটার পুনরাবৃত্তি করলেন ইন্টার মায়ামির জার্সিতে। আর্জেন্টাইন তারকা ফরোয়ার্ডের হ্যাটট্রিকের রাতে নতুন রেকর্ড গড়ল মায়ামি।
মেজর লিগ সকারে (এমএলএস) এক মৌসুমে সর্বোচ্চ ৭৩ পয়েন্টের রেকর্ড ২০২১ সালে গড়েছিল নিউ ইংল্যান্ড। সেই নিউ ইংল্যান্ডকে ৬-২ গোলে উড়িয়েই রেকর্ডটা আজ নিজেদের নামে লিখিয়ে নিয়েছে ইন্টার মায়ামি। এমএলএসের ইস্টার্ন কনফারেন্সে ৩৪ ম্যাচে ৭৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে থেকে শেষ করল মায়ামি। তাতে করে এমএলএসে এক মৌসুমে সর্বোচ্চ পয়েন্টের রেকর্ডটা হয়ে গেল মায়ামিরই।
চেজ স্টেডিয়ামে বাংলাদেশ সময় ভোরে অনুষ্ঠিত ম্যাচে মেসিকে মায়ামির শুরুর একাদশে রাখাই হয়নি। মেসিবিহীন মায়ামিও শুরুতে হোঁচট খেতে থাকে। ২ মিনিটে মিডফিল্ডার লুকা লাঙ্গোনির গোলে এগিয়ে যায় নিউ ইংল্যান্ড। ম্যাচের শুরুতেই গোল হজম করা মায়ামি ৩৪ মিনিটে হজম করে দ্বিতীয় গোল। এবার গোলটি করেছেন নিউ ইংল্যান্ডের আরেক মিডফিল্ডার দাইলান বোরেরো।
২-০ গোলে পিছিয়ে থাকা মায়ামির ঘুরে দাঁড়ানোর শুরু এখান থেকেই। ৪০ থেকে ৪৩—এই তিন মিনিটের ব্যবধানে জোড়া গোল করেন লুইস সুয়ারেজ। মায়ামি-নিউ ইংল্যান্ড ম্যাচের প্রথমার্ধ শেষ হয় ২-২ গোলে। প্রথমার্ধ মেসিকে ছাড়া কাটিয়ে দেওয়া মায়ামি দ্বিতীয়ার্ধে আর বেশিক্ষণ অপেক্ষায় রাখেনি ভক্ত-সমর্থকদের। ৫৭ মিনিটে হুলিয়ান গ্রেসেলের পরিবর্তে মাঠে নামানো হয় মেসিকে। দ্রুতই মায়ামি ব্যবধান বাড়িয়ে নেয়। ৫৮ মিনিটে গোলটি করেন মায়ামির মিডফিল্ডার বেঞ্জামিন ক্রেমাশ্চি। অ্যাসিস্ট করেন দলটির ডিফেন্ডার জর্দি আলবা। যিনি দীর্ঘসময় খেলেছিলেন বার্সেলোনায়।
৭২ মিনিটে সমতাসূচক গোল করেই ফেরেছিল নিউ ইংল্যান্ড। তবে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) মাধ্যমে দেখে গোলটি বাতিল করা হয়। মেসি-ম্যাজিক শুরু ম্যাচের এই শেষভাগে এসে। ৭৮ থেকে ৮৯—১১ মিনিটে আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার করেন হ্যাটট্রিক। তিনটি গোলকে ‘বার্সেলোনা ম্যাজিক’ বললেও ভুল বলা হবে না। যেখানে ৭৮ মিনিটে মেসিকে গোল করেন সুয়ারেজের অ্যাসিস্টে। নিজের দ্বিতীয় গোল মেসি ৮১ মিনিটে করেছেন আলবার পাস থেকে। ৮৯ মিনিটে মেসিকে হ্যাটট্রিক করতে সহায়তা করেন সুয়ারেজ।
২৩ গোল করে ২০২৪ এমএলএসে সর্বোচ্চ গোলদাতা ডিসি ইউনাইটেডের ফরোয়ার্ড ক্রিস্টিয়ান বেন্টেকে। সর্বোচ্চ গোলদাতার তালিকায় যৌথভাবে দুইয়ে তিন ফুটবলার। মায়ামির দুই ফরোয়ার্ড মেসি, সুয়ারেজ করেন ২০টি করে গোল। তাঁদের সমান ২০ গোল করেছেন এলএএফসির ডেনিস বুয়োঙ্গা।
হ্যাটট্রিক করাটা যেন এক অভ্যাসে পরিণত করে ফেলেছেন লিওনেল মেসি। আন্তর্জাতিক ফুটবলে হ্যাটট্রিককের পর এবার সেটার পুনরাবৃত্তি করলেন ইন্টার মায়ামির জার্সিতে। আর্জেন্টাইন তারকা ফরোয়ার্ডের হ্যাটট্রিকের রাতে নতুন রেকর্ড গড়ল মায়ামি।
মেজর লিগ সকারে (এমএলএস) এক মৌসুমে সর্বোচ্চ ৭৩ পয়েন্টের রেকর্ড ২০২১ সালে গড়েছিল নিউ ইংল্যান্ড। সেই নিউ ইংল্যান্ডকে ৬-২ গোলে উড়িয়েই রেকর্ডটা আজ নিজেদের নামে লিখিয়ে নিয়েছে ইন্টার মায়ামি। এমএলএসের ইস্টার্ন কনফারেন্সে ৩৪ ম্যাচে ৭৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে থেকে শেষ করল মায়ামি। তাতে করে এমএলএসে এক মৌসুমে সর্বোচ্চ পয়েন্টের রেকর্ডটা হয়ে গেল মায়ামিরই।
চেজ স্টেডিয়ামে বাংলাদেশ সময় ভোরে অনুষ্ঠিত ম্যাচে মেসিকে মায়ামির শুরুর একাদশে রাখাই হয়নি। মেসিবিহীন মায়ামিও শুরুতে হোঁচট খেতে থাকে। ২ মিনিটে মিডফিল্ডার লুকা লাঙ্গোনির গোলে এগিয়ে যায় নিউ ইংল্যান্ড। ম্যাচের শুরুতেই গোল হজম করা মায়ামি ৩৪ মিনিটে হজম করে দ্বিতীয় গোল। এবার গোলটি করেছেন নিউ ইংল্যান্ডের আরেক মিডফিল্ডার দাইলান বোরেরো।
২-০ গোলে পিছিয়ে থাকা মায়ামির ঘুরে দাঁড়ানোর শুরু এখান থেকেই। ৪০ থেকে ৪৩—এই তিন মিনিটের ব্যবধানে জোড়া গোল করেন লুইস সুয়ারেজ। মায়ামি-নিউ ইংল্যান্ড ম্যাচের প্রথমার্ধ শেষ হয় ২-২ গোলে। প্রথমার্ধ মেসিকে ছাড়া কাটিয়ে দেওয়া মায়ামি দ্বিতীয়ার্ধে আর বেশিক্ষণ অপেক্ষায় রাখেনি ভক্ত-সমর্থকদের। ৫৭ মিনিটে হুলিয়ান গ্রেসেলের পরিবর্তে মাঠে নামানো হয় মেসিকে। দ্রুতই মায়ামি ব্যবধান বাড়িয়ে নেয়। ৫৮ মিনিটে গোলটি করেন মায়ামির মিডফিল্ডার বেঞ্জামিন ক্রেমাশ্চি। অ্যাসিস্ট করেন দলটির ডিফেন্ডার জর্দি আলবা। যিনি দীর্ঘসময় খেলেছিলেন বার্সেলোনায়।
৭২ মিনিটে সমতাসূচক গোল করেই ফেরেছিল নিউ ইংল্যান্ড। তবে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) মাধ্যমে দেখে গোলটি বাতিল করা হয়। মেসি-ম্যাজিক শুরু ম্যাচের এই শেষভাগে এসে। ৭৮ থেকে ৮৯—১১ মিনিটে আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার করেন হ্যাটট্রিক। তিনটি গোলকে ‘বার্সেলোনা ম্যাজিক’ বললেও ভুল বলা হবে না। যেখানে ৭৮ মিনিটে মেসিকে গোল করেন সুয়ারেজের অ্যাসিস্টে। নিজের দ্বিতীয় গোল মেসি ৮১ মিনিটে করেছেন আলবার পাস থেকে। ৮৯ মিনিটে মেসিকে হ্যাটট্রিক করতে সহায়তা করেন সুয়ারেজ।
২৩ গোল করে ২০২৪ এমএলএসে সর্বোচ্চ গোলদাতা ডিসি ইউনাইটেডের ফরোয়ার্ড ক্রিস্টিয়ান বেন্টেকে। সর্বোচ্চ গোলদাতার তালিকায় যৌথভাবে দুইয়ে তিন ফুটবলার। মায়ামির দুই ফরোয়ার্ড মেসি, সুয়ারেজ করেন ২০টি করে গোল। তাঁদের সমান ২০ গোল করেছেন এলএএফসির ডেনিস বুয়োঙ্গা।
বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ হলেও দুই বিশ্বচ্যাম্পিয়ন দলকে একই টুর্নামেন্টে হারানো তো সহজ কথা নয়। প্যারাগুয়ে এবার সেই কঠিন কাজটিই করে দেখাল। ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে সেপ্টেম্বরে প্যারাগুয়ে হারিয়েছিল ব্রাজিলকে। দুই মাস পর আজ বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকেও হারিয়েছে প্যারাগুয়ে।
২৮ মিনিট আগেএই শতাব্দির গোড়ার দিকের গল্প। বয়সভিত্তিক ক্রিকেটে গতিময় এক ফাস্ট বোলারকে চোখে পড়ল রাকিব হায়দার পাভেলের। সেই বোলার ব্যাটেও ঝড় তুলতে পারেন। বয়সভিত্তিক ক্রিকেট থেকেই পাভেল ওই অলরাউন্ডারকে নিয়ে এলেন তাঁদের প্রথম বিভাগ ক্রিকেটের আজাদ স্পোর্টিংয়ে।
১৩ ঘণ্টা আগেএবার সাফজয়ীদের পুরস্কৃত করল বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠান সাউথইস্ট ব্যাংক। প্রতিষ্ঠানটি আজ তাদের কার্যালয়ে আমন্ত্রণ জানিয়ে এই সম্মাননা জানায়। এ সময় ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল এবং কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
১৪ ঘণ্টা আগেবাংলাদেশের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের মৃত্যুতে তাঁর পরিবার পড়েছে বিপাকে। সংকটময় এই মুহূর্তে জিয়ার পরিবারের পাশে দাঁড়ালেন বাংলাদেশের তারকা ক্রিকেটার তামিম ইকবাল।
১৬ ঘণ্টা আগে