ক্রীড়া ডেস্ক
ম্যানচেস্টার ইউনাইটেডে এবারের মৌসুম ক্রিস্টিয়ানো রোনালদোর যে খারাপ যাচ্ছে, তা স্পষ্ট। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি মাঠের বাইরের ইস্যুতে রোনালদোকে নিয়ে সমালোচনা চলছেই। এবার ইউনাইটেডকে উদ্দেশ্য করে নিজের ক্ষোভ ঝেরেছেন রোনালদো। পর্তুগিজ তারকার অভিযোগ, তাঁর (রোনালদো) সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে।
গতকাল পিয়ার্স মরগানকে ৯০ মিনিটের সাক্ষাৎকার দেন রোনালদো। মরগানকে দেওয়া সাক্ষাৎকারে ইউনাইটেডের কয়েকজন কর্মকর্তার দিকে আঙুল তুলেছেন রোনালদো। পর্তুগিজ তারকা ফুটবলারের সবচেয়ে বেশি রাগ যেন কোচ এরিক টেন হাগের ওপর। কেননা কোচ হওয়ার পর থেকেই যেন টেন হাগের সঙ্গে রোনালদোর বনিবনা হচ্ছে না। কোচের প্রতি বিরক্ত রোনালদো সরাসরি জানিয়ে দিয়েছেন, তিনি তাঁকে (টেন হাগ) সম্মান করেন না।
ইউনাইটেডে বলির পাঠা হওয়ার অভিযোগও করেছেন রোনালদো। এমনকি টেন হাগসহ কয়েকজন নাকি চেয়েছিলেন, তিনি (রোনালদো) যেন ক্লাব ছেড়ে চলে যান। ডাচ কোচকে নিয়ে রোনালদো বলেন, ‘তার (টেন হাগ) প্রতি আমার কোনো শ্রদ্ধা নেই, কারণ তিনি আমাকে সম্মান করেন না। যদি আপনি আমাকে সম্মানই না করেন, তাহলে আমি আপনাকে কখনো সম্মান করব না। শুধু টেন হাগই নন, ক্লাবের আরও অনেকেই চেয়েছেন আমি ক্লাব থেকে চলে যাই। আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। কয়েকজন আমাকে এখানে চাননি। শুধু এবছরই না, গত বছর থেকেই।’
টেন হাগ তো বটেই, র্যালফ র্যাংনিক, ওয়েইন রুনির প্রতিও রোনালদে রাগ ঝেরেছেন। র্যাংনিককে উদ্দেশ্য করে পর্তুগিজ তারকা ফুটবলার বলেন, ‘যদি আপনি (র্যাংনিক) কোচই না হয়ে থাকেন, তাহলে কীভাবে আপনি ম্যানচেস্টার ইউনাইটেডের বস হয়ে থাকেন? আমি তার সম্পর্কে কখনো শুনিনি।’ আর রুনিকে উদ্দেশ্য করে রোনালদো বলেন, ‘আমি জানি না কেন সে এত বাজেভাবে আমার সমালোচনা করে। সম্ভবত তার ক্যারিয়ার শেষ এবং আমি এখনও দুর্দান্ত খেলে যাচ্ছি।’
ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে ৩৪৬ ম্যাচ খেলে ১৪৫ গোল করেছেন রোনালদো, অ্যাসিস্ট করেছেন ৬৪ গোলে। রেড ডেভিলদের হয়ে তিনবার প্রিমিয়ার লিগ এবং একবার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন পর্তুগিজ এই উইঙ্গার।
ম্যানচেস্টার ইউনাইটেডে এবারের মৌসুম ক্রিস্টিয়ানো রোনালদোর যে খারাপ যাচ্ছে, তা স্পষ্ট। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি মাঠের বাইরের ইস্যুতে রোনালদোকে নিয়ে সমালোচনা চলছেই। এবার ইউনাইটেডকে উদ্দেশ্য করে নিজের ক্ষোভ ঝেরেছেন রোনালদো। পর্তুগিজ তারকার অভিযোগ, তাঁর (রোনালদো) সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে।
গতকাল পিয়ার্স মরগানকে ৯০ মিনিটের সাক্ষাৎকার দেন রোনালদো। মরগানকে দেওয়া সাক্ষাৎকারে ইউনাইটেডের কয়েকজন কর্মকর্তার দিকে আঙুল তুলেছেন রোনালদো। পর্তুগিজ তারকা ফুটবলারের সবচেয়ে বেশি রাগ যেন কোচ এরিক টেন হাগের ওপর। কেননা কোচ হওয়ার পর থেকেই যেন টেন হাগের সঙ্গে রোনালদোর বনিবনা হচ্ছে না। কোচের প্রতি বিরক্ত রোনালদো সরাসরি জানিয়ে দিয়েছেন, তিনি তাঁকে (টেন হাগ) সম্মান করেন না।
ইউনাইটেডে বলির পাঠা হওয়ার অভিযোগও করেছেন রোনালদো। এমনকি টেন হাগসহ কয়েকজন নাকি চেয়েছিলেন, তিনি (রোনালদো) যেন ক্লাব ছেড়ে চলে যান। ডাচ কোচকে নিয়ে রোনালদো বলেন, ‘তার (টেন হাগ) প্রতি আমার কোনো শ্রদ্ধা নেই, কারণ তিনি আমাকে সম্মান করেন না। যদি আপনি আমাকে সম্মানই না করেন, তাহলে আমি আপনাকে কখনো সম্মান করব না। শুধু টেন হাগই নন, ক্লাবের আরও অনেকেই চেয়েছেন আমি ক্লাব থেকে চলে যাই। আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। কয়েকজন আমাকে এখানে চাননি। শুধু এবছরই না, গত বছর থেকেই।’
টেন হাগ তো বটেই, র্যালফ র্যাংনিক, ওয়েইন রুনির প্রতিও রোনালদে রাগ ঝেরেছেন। র্যাংনিককে উদ্দেশ্য করে পর্তুগিজ তারকা ফুটবলার বলেন, ‘যদি আপনি (র্যাংনিক) কোচই না হয়ে থাকেন, তাহলে কীভাবে আপনি ম্যানচেস্টার ইউনাইটেডের বস হয়ে থাকেন? আমি তার সম্পর্কে কখনো শুনিনি।’ আর রুনিকে উদ্দেশ্য করে রোনালদো বলেন, ‘আমি জানি না কেন সে এত বাজেভাবে আমার সমালোচনা করে। সম্ভবত তার ক্যারিয়ার শেষ এবং আমি এখনও দুর্দান্ত খেলে যাচ্ছি।’
ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে ৩৪৬ ম্যাচ খেলে ১৪৫ গোল করেছেন রোনালদো, অ্যাসিস্ট করেছেন ৬৪ গোলে। রেড ডেভিলদের হয়ে তিনবার প্রিমিয়ার লিগ এবং একবার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন পর্তুগিজ এই উইঙ্গার।
পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে রয়েছে বাংলাদেশ দল। সফরের অংশ হিসেবে ১৭ ও ১৮ নভেম্বর হবে ২ দিনের একটি প্রস্তুতি ম্যাচ। এই ম্যাচের মাধ্যমে প্রস্তুতি নেওয়ার দারুণ সুযোগ পাচ্ছেন মেহেদী হাসান মিরাজরা। মূল টেস্ট সিরিজের আগে কিছুটা আত্মবিশ্বাসও বাড়তে পারে তাঁদের। ম্যাচটি হবে অ্যান্টিগায়র স্যার ভিভ
২ ঘণ্টা আগেভারতের আপত্তিতে পাকিস্তানের তিন শহরে ট্রফি সফর বাতিল করেছে আইসিসি। দীর্ঘ ২৮ বছর পর আইসিসির কোনো টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে তারা। তবে শুরু থেকেই বিভিন্ন আপত্তি তুলছে ভারত।
৩ ঘণ্টা আগেদ্বিতীয় দিনের ছন্দ ধরে রেখে আজ তৃতীয় দিন বাকি দুই উইকেটও নিজের ঝুলিতে নিলেন আনশুল কাম্বোজ। সঙ্গে সঙ্গে বিরল এক রেকর্ড তাঁর নামের পাশে। প্রথম শ্রেণির ক্রিকেটে একাই ১০ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখালেন হরিয়ানার এই পেসার।
৪ ঘণ্টা আগে