ক্রীড়া ডেস্ক:
বোমাটা ফাটিয়েছে পোল্যান্ডের শীর্ষস্থানীয় একটি সংবাদমাধ্যম। এক প্রতিবেদনে তারা দাবি করে, বায়ার্ন মিউনিখ স্ট্রাইকার রবার্ট লেভানডফস্কির সঙ্গে বার্সেলোনার চুক্তি হয়ে গেছে। যে কোনো সময় আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা। অথচ বার্সার তরফ থেকে ঘোষণা এলো ঠিক উল্টো!
পোলিস স্ট্রাইকারের সঙ্গে কোনো চুক্তি হয়নি। বৃহস্পতিবার রাতে এমনটিই জানালেন বার্সার ক্রীড়া পরিচালক মাতেও অ্যালামানি। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘আমাদের সঙ্গে এই ফরওয়ার্ডের কোনো চুক্তি হয়নি। এটা স্রেফ সংবাদমাধ্যমের একটা জল্পনা। এটা (প্রতিবেদনটি) খবরের পাতা ভরার জন্য করা হয়েছে মাত্র।’
বার্সা পরিচালক জানালেন চুক্তি এবং তাঁর সঙ্গে লেভার প্রতিনিধির সঙ্গে বৈঠকের যে খবর বেরিয়েছে তা সত্যি নয়। লেভাকে দলে টানার প্রয়োজন পড়লে বায়ার্ন মিউনিখের সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন তাঁরা। মাতেও বলেছেন, ‘এটা সত্যি নয়। যদি আমরা তাকে চেয়েই থাকি, তাহলে প্রথমে আমরা খেলোয়াড়টির ক্লাবের সঙ্গে কথা বলতাম।’
এই মৌসুমের মাঝপথে বার্সেলোনার কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন জাভি হার্নান্দেজ। তার চাওয়া একজন বক্স স্ট্রাইকারের। লেভা সেই চাওয়াটা পূরণ করতে পারেন বলে গুঞ্জন আছে। জার্মান লিগে খেলা আরেক তারকা আর্লিং হালান্ডকে নিয়েও বার্সার আগ্রহ আছে বলে অনেক দিন ধরে শোনা যাচ্ছে।
জার্মান সংবাদমাধ্যমে গুঞ্জন আছে, লেভানডফস্কির সঙ্গে নতুন চুক্তিতে যেতে চায় বায়ার্ন মিউনিখ। কিন্তু চুক্তি নবায়নে নাকি গড়িমসি করছেন পোলিস সেনসেশন। স্প্যানিশ ক্রীড়া দৈনিক মুন্ডো দিপোর্তিভোর দাবি, নতুন চুক্তির ব্যাপারে বায়ার্নের প্রস্তাব নাকি প্রত্যাখ্যান করে দিয়েছেন সময়ের অন্যতম সেরা স্ট্রাইকার।
বোমাটা ফাটিয়েছে পোল্যান্ডের শীর্ষস্থানীয় একটি সংবাদমাধ্যম। এক প্রতিবেদনে তারা দাবি করে, বায়ার্ন মিউনিখ স্ট্রাইকার রবার্ট লেভানডফস্কির সঙ্গে বার্সেলোনার চুক্তি হয়ে গেছে। যে কোনো সময় আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা। অথচ বার্সার তরফ থেকে ঘোষণা এলো ঠিক উল্টো!
পোলিস স্ট্রাইকারের সঙ্গে কোনো চুক্তি হয়নি। বৃহস্পতিবার রাতে এমনটিই জানালেন বার্সার ক্রীড়া পরিচালক মাতেও অ্যালামানি। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘আমাদের সঙ্গে এই ফরওয়ার্ডের কোনো চুক্তি হয়নি। এটা স্রেফ সংবাদমাধ্যমের একটা জল্পনা। এটা (প্রতিবেদনটি) খবরের পাতা ভরার জন্য করা হয়েছে মাত্র।’
বার্সা পরিচালক জানালেন চুক্তি এবং তাঁর সঙ্গে লেভার প্রতিনিধির সঙ্গে বৈঠকের যে খবর বেরিয়েছে তা সত্যি নয়। লেভাকে দলে টানার প্রয়োজন পড়লে বায়ার্ন মিউনিখের সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন তাঁরা। মাতেও বলেছেন, ‘এটা সত্যি নয়। যদি আমরা তাকে চেয়েই থাকি, তাহলে প্রথমে আমরা খেলোয়াড়টির ক্লাবের সঙ্গে কথা বলতাম।’
এই মৌসুমের মাঝপথে বার্সেলোনার কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন জাভি হার্নান্দেজ। তার চাওয়া একজন বক্স স্ট্রাইকারের। লেভা সেই চাওয়াটা পূরণ করতে পারেন বলে গুঞ্জন আছে। জার্মান লিগে খেলা আরেক তারকা আর্লিং হালান্ডকে নিয়েও বার্সার আগ্রহ আছে বলে অনেক দিন ধরে শোনা যাচ্ছে।
জার্মান সংবাদমাধ্যমে গুঞ্জন আছে, লেভানডফস্কির সঙ্গে নতুন চুক্তিতে যেতে চায় বায়ার্ন মিউনিখ। কিন্তু চুক্তি নবায়নে নাকি গড়িমসি করছেন পোলিস সেনসেশন। স্প্যানিশ ক্রীড়া দৈনিক মুন্ডো দিপোর্তিভোর দাবি, নতুন চুক্তির ব্যাপারে বায়ার্নের প্রস্তাব নাকি প্রত্যাখ্যান করে দিয়েছেন সময়ের অন্যতম সেরা স্ট্রাইকার।
পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে রয়েছে বাংলাদেশ দল। সফরের অংশ হিসেবে ১৭ ও ১৮ নভেম্বর হবে ২ দিনের একটি প্রস্তুতি ম্যাচ। এই ম্যাচের মাধ্যমে প্রস্তুতি নেওয়ার দারুণ সুযোগ পাচ্ছেন মেহেদী হাসান মিরাজরা। মূল টেস্ট সিরিজের আগে কিছুটা আত্মবিশ্বাসও বাড়তে পারে তাঁদের। ম্যাচটি হবে অ্যান্টিগায়র স্যার ভিভ
১ ঘণ্টা আগেভারতের আপত্তিতে পাকিস্তানের তিন শহরে ট্রফি সফর বাতিল করেছে আইসিসি। দীর্ঘ ২৮ বছর পর আইসিসির কোনো টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে তারা। তবে শুরু থেকেই বিভিন্ন আপত্তি তুলছে ভারত।
২ ঘণ্টা আগেদ্বিতীয় দিনের ছন্দ ধরে রেখে আজ তৃতীয় দিন বাকি দুই উইকেটও নিজের ঝুলিতে নিলেন আনশুল কাম্বোজ। সঙ্গে সঙ্গে বিরল এক রেকর্ড তাঁর নামের পাশে। প্রথম শ্রেণির ক্রিকেটে একাই ১০ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখালেন হরিয়ানার এই পেসার।
৩ ঘণ্টা আগে