ক্রীড়া ডেস্ক
ঢাকা: ৬ গোলের রোমাঞ্চকর লড়াইয়ের পর টাইব্রেকারে ফ্রান্সকে হারিয়ে শেষ আট নিশ্চিত করেছে সুইজারল্যান্ড। টাইব্রেকারে পেনাল্টি মিস করেন ফ্রান্সের অন্যতম আলোচিত তারকা ও বিশ্বকাপ জয়ের নায়ক কিলিয়ান এমবাপ্পে।
গত রাতের দুই ম্যাচের চিত্রনাট্য যেন একই হাতে লেখা। অন্তত প্রথম ৯০ মিনিটের তো বটেই! ম্যাচ শেষে ফরাসিরা তাই বলতেই পারেন 'দেজা ভ্যু' (একই ঘটনা আগেও দেখেছে বলে মনে হওয়া)। তবে যা ঘটেছে তা ফরাসিদের স্তব্ধ করে দেওয়ার জন্য যথেষ্ট। সুইজারল্যান্ডের হাতেই ফ্রান্সের ইউরো জেতার স্বপ্নের কবর রচনা হয়ে গেছে।
টাইব্রেকারে সুইজারল্যান্ডের সবাই লক্ষ্যভেদ করেন। ফ্রান্সেরও প্রথম চারজন গোল করতে পারেন। কিন্তু পঞ্চম পেনাল্টি নিতে আসা এমবাপ্পেকে ঠেকিয়ে দেন সুইস গোলরক্ষক।
বুখারেস্টে ম্যাচের শুরু থেকেই আক্রমণ প্রতি আক্রমণে জমে ওঠে ম্যাচ। ফ্রান্স এগিয়ে থাকলেও ছেড়ে কথা বলেনি সুইজারল্যান্ড। ফ্রান্সের সুযোগ হাতছাড়া করার বিপরীতে ভুল করেনি সুইজারল্যান্ড। স্টিভেন জুবেরের ক্রসে মার্কারকে ছিটকে দারুণ এক হেডে গোল করেন হ্যারিস সেফেরোভিচ।
পিছিয়ে গিয়ে আক্রমণের ধার আরও বাড়িয়ে দেয় ফ্রান্স। সুযোগও তৈরি করে অনেক। প্রথমার্ধ শেষ হওয়ার আগে এমবাপ্পে-পগবারা ফিনিশিংগুলো করতে পারেননি। এমনকি বিরতির আগে একটি শটও ফ্রান্স লক্ষ্যে রাখতে পারেনি। বিপরীতে ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল সুইসরাও, ফ্রান্সের মতো তারাও ফিনিশিংয়ে পিছিয়ে ছিল।
বিরতির পরও আক্রমণ প্রতি আক্রমণে লড়াই শুরু হয়। তবে শুরুতেই সহজ সুযোগ হাতছাড়া করে সুইসরা। একটু পর আরেকটি আক্রমণে জুবেরকে আটকাতে গিয়ে ডি বক্সে ফাউল করে বসেন বেঞ্জামিন পাভার্ড। ভিএআরের সহায়তা নিয়ে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন রিকার্ডো রদ্রিগেজ। একটু পর অবশ্য ভুল করেননি করিম বেনজেমা। দুই মিনিটে দুই গোল করে ফ্রান্সকে লিড এনে দেন বেনজেমা। পেনাল্টি মিস করেই মূলত এলোমেলো হয়ে পড়ে সুইসরা। আর সেই সুযোগ কাজে লাগাতে ভুল করেননি রিয়াল মাদ্রিদ স্ট্রাইকার।
পিছিয়ে পড়ে ছন্নছাড়া হয়ে পড়ে সুইস খেলোয়াড়েরা। শুরুর আক্রমণের ধারও ছিল অনুপস্থিত। ৬৬ মিনিটে অবশ্য ফ্রি কিক থেকে সুযোগ তৈরি হয়েছিল। কিন্তু সেটিও আর আলোর মুখ দেখেনি। বিপরীতে এগিয়ে গিয়ে আরও ধারালো হয়ে ওঠে ফ্রান্স। গতিময় ফুটবলে দারুণ সব সুযোগ তৈরি করে। তেমনই এক সুযোগ থেকে ৭৫ মিনিটে দুর্দান্ত গোলে ব্যবধান ৩-১ করেন পগবা ৷
ফ্রান্স যখন জয়ের স্বপ্ন দেখছিল তখনই ঘুরে দাঁড়িয়ে নাটক জমিয়ে তোলে সুইজারল্যান্ড। হেডে নিজের ও দলের দ্বিতীয় গোল করে ব্যবধান ৩-২ করেন সেফেরোভিচ। রোমাঞ্চ তখনও শেষ হয়নি। স্পেন-ক্রোয়েশিয়া ম্যাচের স্মৃতি ফিরিয়ে এনে ৯০ মিনিটে সুইসদের সমতায় ফেরান মারিও গাভরানোভিচ। কিংসলে কোমানের শট বারে না লাগলে ম্যাচ অবশ্য নির্ধারিত সময়েই শেষ হতে পারত।
অতিরিক্ত সময়েও দুই দল চেষ্টা করে এগিয়ে যাওয়ার। গোলের দেখা অবশ্য আর কেউ পায়নি। ম্যাচ গড়ায় টাইব্রেকারে। যেখানে সুইসদের হাতে 'সুইস অফ' হয়ে যায় ফ্রান্সের। একই রাতে দ্বিতীয় রাউন্ডেই ইউরো অভিযান শেষ হয়ে গেছে দুই বিশ্বকাপ ফাইনালিস্টের।
ঢাকা: ৬ গোলের রোমাঞ্চকর লড়াইয়ের পর টাইব্রেকারে ফ্রান্সকে হারিয়ে শেষ আট নিশ্চিত করেছে সুইজারল্যান্ড। টাইব্রেকারে পেনাল্টি মিস করেন ফ্রান্সের অন্যতম আলোচিত তারকা ও বিশ্বকাপ জয়ের নায়ক কিলিয়ান এমবাপ্পে।
গত রাতের দুই ম্যাচের চিত্রনাট্য যেন একই হাতে লেখা। অন্তত প্রথম ৯০ মিনিটের তো বটেই! ম্যাচ শেষে ফরাসিরা তাই বলতেই পারেন 'দেজা ভ্যু' (একই ঘটনা আগেও দেখেছে বলে মনে হওয়া)। তবে যা ঘটেছে তা ফরাসিদের স্তব্ধ করে দেওয়ার জন্য যথেষ্ট। সুইজারল্যান্ডের হাতেই ফ্রান্সের ইউরো জেতার স্বপ্নের কবর রচনা হয়ে গেছে।
টাইব্রেকারে সুইজারল্যান্ডের সবাই লক্ষ্যভেদ করেন। ফ্রান্সেরও প্রথম চারজন গোল করতে পারেন। কিন্তু পঞ্চম পেনাল্টি নিতে আসা এমবাপ্পেকে ঠেকিয়ে দেন সুইস গোলরক্ষক।
বুখারেস্টে ম্যাচের শুরু থেকেই আক্রমণ প্রতি আক্রমণে জমে ওঠে ম্যাচ। ফ্রান্স এগিয়ে থাকলেও ছেড়ে কথা বলেনি সুইজারল্যান্ড। ফ্রান্সের সুযোগ হাতছাড়া করার বিপরীতে ভুল করেনি সুইজারল্যান্ড। স্টিভেন জুবেরের ক্রসে মার্কারকে ছিটকে দারুণ এক হেডে গোল করেন হ্যারিস সেফেরোভিচ।
পিছিয়ে গিয়ে আক্রমণের ধার আরও বাড়িয়ে দেয় ফ্রান্স। সুযোগও তৈরি করে অনেক। প্রথমার্ধ শেষ হওয়ার আগে এমবাপ্পে-পগবারা ফিনিশিংগুলো করতে পারেননি। এমনকি বিরতির আগে একটি শটও ফ্রান্স লক্ষ্যে রাখতে পারেনি। বিপরীতে ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল সুইসরাও, ফ্রান্সের মতো তারাও ফিনিশিংয়ে পিছিয়ে ছিল।
বিরতির পরও আক্রমণ প্রতি আক্রমণে লড়াই শুরু হয়। তবে শুরুতেই সহজ সুযোগ হাতছাড়া করে সুইসরা। একটু পর আরেকটি আক্রমণে জুবেরকে আটকাতে গিয়ে ডি বক্সে ফাউল করে বসেন বেঞ্জামিন পাভার্ড। ভিএআরের সহায়তা নিয়ে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন রিকার্ডো রদ্রিগেজ। একটু পর অবশ্য ভুল করেননি করিম বেনজেমা। দুই মিনিটে দুই গোল করে ফ্রান্সকে লিড এনে দেন বেনজেমা। পেনাল্টি মিস করেই মূলত এলোমেলো হয়ে পড়ে সুইসরা। আর সেই সুযোগ কাজে লাগাতে ভুল করেননি রিয়াল মাদ্রিদ স্ট্রাইকার।
পিছিয়ে পড়ে ছন্নছাড়া হয়ে পড়ে সুইস খেলোয়াড়েরা। শুরুর আক্রমণের ধারও ছিল অনুপস্থিত। ৬৬ মিনিটে অবশ্য ফ্রি কিক থেকে সুযোগ তৈরি হয়েছিল। কিন্তু সেটিও আর আলোর মুখ দেখেনি। বিপরীতে এগিয়ে গিয়ে আরও ধারালো হয়ে ওঠে ফ্রান্স। গতিময় ফুটবলে দারুণ সব সুযোগ তৈরি করে। তেমনই এক সুযোগ থেকে ৭৫ মিনিটে দুর্দান্ত গোলে ব্যবধান ৩-১ করেন পগবা ৷
ফ্রান্স যখন জয়ের স্বপ্ন দেখছিল তখনই ঘুরে দাঁড়িয়ে নাটক জমিয়ে তোলে সুইজারল্যান্ড। হেডে নিজের ও দলের দ্বিতীয় গোল করে ব্যবধান ৩-২ করেন সেফেরোভিচ। রোমাঞ্চ তখনও শেষ হয়নি। স্পেন-ক্রোয়েশিয়া ম্যাচের স্মৃতি ফিরিয়ে এনে ৯০ মিনিটে সুইসদের সমতায় ফেরান মারিও গাভরানোভিচ। কিংসলে কোমানের শট বারে না লাগলে ম্যাচ অবশ্য নির্ধারিত সময়েই শেষ হতে পারত।
অতিরিক্ত সময়েও দুই দল চেষ্টা করে এগিয়ে যাওয়ার। গোলের দেখা অবশ্য আর কেউ পায়নি। ম্যাচ গড়ায় টাইব্রেকারে। যেখানে সুইসদের হাতে 'সুইস অফ' হয়ে যায় ফ্রান্সের। একই রাতে দ্বিতীয় রাউন্ডেই ইউরো অভিযান শেষ হয়ে গেছে দুই বিশ্বকাপ ফাইনালিস্টের।
ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগেই টেস্টের অধিনায়কত্ব ছেড়েছিলেন টিম সাউদি। নতুন অধিনায়ক টম লাথামের নেতৃত্বে ভারতকে পরে টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করে নিউজিল্যান্ড। ভারত সিরিজ শেষের প্রায় দুই সপ্তাহ পর অবসরের খবরটা জানিয়েই দিলেন সাউদি।
১ ঘণ্টা আগেবার্বাডোজে ২৯ জুন টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর উড়ছে ভারত। জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা, বাংলাদেশ-টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ ভারত জিতেছে। ভারতের সামনে এবার টানা চারটি সিরিজ জয়ের সুযোগ।
২ ঘণ্টা আগেসার্চ কমিটির দেওয়া প্রতিবেদন যাচাই-বাছাই করে গতকাল ৯টি ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠন করে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। রাত সাড়ে নয়টার পর জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক বিবৃতিতে এমনটা জানানো হয়।
২ ঘণ্টা আগেখেলার মাঠে হট্টগোলের ঘটনা খুবই পরিচিত দৃশ্য এখন। বিশ্বকাপ, কোপা আমেরিকা, ইউরোর মতো মেজর ইভেন্টে দর্শকদের মধ্যে মারাত্মক হাতাহাতির ঘটনা ঘটে। উয়েফা নেশনস লিগের ম্যাচেও লেগেছে তার ছোঁয়া। গত রাতে ফ্রান্স-ইসরায়েল ম্যাচে ঘটে গেছে তুলকালাম কাণ্ড।
৩ ঘণ্টা আগে