ক্রীড়া ডেস্ক
ম্যানচেস্টার সিটিতে যেন পুরোদস্তুর ‘গোলমেশিন’ হয়ে গেছেন আর্লিং হালান্ড। গোল করা যেন এক অভ্যাসে পরিণত করেছেন হালান্ড। হালান্ডের এজেন্ট রাফায়েলা পিমেন্তার মতে, তিনি ১০০ কোটি ইউরোর (বাংলাদেশি ১১২৩৬ কোটি ৭৪ লাখ টাকা) ফুটবলার।
বরুশিয়া ডর্টমুন্ড থেকে এই মৌসুমে ম্যানচেস্টার সিটিতে এসেছেন হালান্ড। সব প্রতিযোগিতা মিলে ৩১ ম্যাচে করেছেন ৩২ গোল ও ৪ গোলে অ্যাসিস্ট করেছেন। ৪টি হ্যাটট্রিক করেছেন তিনি। যার মধ্যে ইংলিশ প্রিমিয়ার লিগে ২৩ ম্যাচে করেছেন ২৬ গোল এবং ৪ অ্যাসিস্ট। সিটির জার্সিতে ৪ হ্যাটট্রিকের ৪টিই করেছেন প্রিমিয়ার লিগে।
দুর্দান্ত পারফরম্যান্স দেখে হালান্ডকে ১ বিলিয়ন ইউরোর ফুটবলার দাবি করেছেন পিমেন্তা। হালান্ডের এজেন্ট বলেন, ‘আর্লিং হালান্ড ১ বিলিয়ন ইউরোর যোগ্য। এটা আমার ধারণা না। আমি নিশ্চিত। তারা বলতে পারে আমি পাগল। কোনো ক্লাব তাকে দিতেও পারবে না। কিন্তু তার বয়স, গুণাগুণ, উন্নতি দেখেই আমি বলছি সে এক বিলিয়নের খেলোয়াড়।’
এর আগে গত বছরের নভেম্বরে বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার হয়েছিলেন হালান্ড। ট্রান্সফারমার্কেটের তালিকায় শীর্ষে থাকা হালান্ডের দাম ছিল ১৭ কোটি ইউরো (বাংলাদেশি ১৭০০ কোটি টাকা)। হালান্ডের পরেই ছিলেনন কিলিয়ান এমবাপ্পে। এমবাপ্পের দাম ১৬০০ কোটি টাকা। তিন, চার এবং পাঁচ নম্বরে ছিলেন ভিনিসিয়ুস জুনিয়র, ফিল ফোডেন এবং জুড বেলিংহাম। ভিনিসিউসের দাম ১২০০ কোটি, ফোডেনের দাম ১১০০ কোটি এবং বেলিংহামের দাম ৯০০ কোটি টাকা।
ম্যানচেস্টার সিটিতে যেন পুরোদস্তুর ‘গোলমেশিন’ হয়ে গেছেন আর্লিং হালান্ড। গোল করা যেন এক অভ্যাসে পরিণত করেছেন হালান্ড। হালান্ডের এজেন্ট রাফায়েলা পিমেন্তার মতে, তিনি ১০০ কোটি ইউরোর (বাংলাদেশি ১১২৩৬ কোটি ৭৪ লাখ টাকা) ফুটবলার।
বরুশিয়া ডর্টমুন্ড থেকে এই মৌসুমে ম্যানচেস্টার সিটিতে এসেছেন হালান্ড। সব প্রতিযোগিতা মিলে ৩১ ম্যাচে করেছেন ৩২ গোল ও ৪ গোলে অ্যাসিস্ট করেছেন। ৪টি হ্যাটট্রিক করেছেন তিনি। যার মধ্যে ইংলিশ প্রিমিয়ার লিগে ২৩ ম্যাচে করেছেন ২৬ গোল এবং ৪ অ্যাসিস্ট। সিটির জার্সিতে ৪ হ্যাটট্রিকের ৪টিই করেছেন প্রিমিয়ার লিগে।
দুর্দান্ত পারফরম্যান্স দেখে হালান্ডকে ১ বিলিয়ন ইউরোর ফুটবলার দাবি করেছেন পিমেন্তা। হালান্ডের এজেন্ট বলেন, ‘আর্লিং হালান্ড ১ বিলিয়ন ইউরোর যোগ্য। এটা আমার ধারণা না। আমি নিশ্চিত। তারা বলতে পারে আমি পাগল। কোনো ক্লাব তাকে দিতেও পারবে না। কিন্তু তার বয়স, গুণাগুণ, উন্নতি দেখেই আমি বলছি সে এক বিলিয়নের খেলোয়াড়।’
এর আগে গত বছরের নভেম্বরে বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার হয়েছিলেন হালান্ড। ট্রান্সফারমার্কেটের তালিকায় শীর্ষে থাকা হালান্ডের দাম ছিল ১৭ কোটি ইউরো (বাংলাদেশি ১৭০০ কোটি টাকা)। হালান্ডের পরেই ছিলেনন কিলিয়ান এমবাপ্পে। এমবাপ্পের দাম ১৬০০ কোটি টাকা। তিন, চার এবং পাঁচ নম্বরে ছিলেন ভিনিসিয়ুস জুনিয়র, ফিল ফোডেন এবং জুড বেলিংহাম। ভিনিসিউসের দাম ১২০০ কোটি, ফোডেনের দাম ১১০০ কোটি এবং বেলিংহামের দাম ৯০০ কোটি টাকা।
পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে রয়েছে বাংলাদেশ দল। সফরের অংশ হিসেবে ১৭ ও ১৮ নভেম্বর হবে ২ দিনের একটি প্রস্তুতি ম্যাচ। এই ম্যাচের মাধ্যমে প্রস্তুতি নেওয়ার দারুণ সুযোগ পাচ্ছেন মেহেদী হাসান মিরাজরা। মূল টেস্ট সিরিজের আগে কিছুটা আত্মবিশ্বাসও বাড়তে পারে তাঁদের। ম্যাচটি হবে অ্যান্টিগায়র স্যার ভিভ
২ ঘণ্টা আগেভারতের আপত্তিতে পাকিস্তানের তিন শহরে ট্রফি সফর বাতিল করেছে আইসিসি। দীর্ঘ ২৮ বছর পর আইসিসির কোনো টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে তারা। তবে শুরু থেকেই বিভিন্ন আপত্তি তুলছে ভারত।
২ ঘণ্টা আগেদ্বিতীয় দিনের ছন্দ ধরে রেখে আজ তৃতীয় দিন বাকি দুই উইকেটও নিজের ঝুলিতে নিলেন আনশুল কাম্বোজ। সঙ্গে সঙ্গে বিরল এক রেকর্ড তাঁর নামের পাশে। প্রথম শ্রেণির ক্রিকেটে একাই ১০ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখালেন হরিয়ানার এই পেসার।
৩ ঘণ্টা আগে