ক্রীড়া ডেস্ক
ঢাকা: গুঞ্জন চলছিল, খুব শিগগির জিনেদিন জিদান রিয়াল মাদ্রিদের দায়িত্ব ছেড়ে দিচ্ছেন! অবশেষে গুঞ্জনই সত্যি হতে যাচ্ছে। স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর, লা লিগায় নিজেদের শেষ দুই ম্যাচ পরই রিয়ালকে বিদায় বলতে যাচ্ছেন জিজু। শোনা যাচ্ছে, ফরাসি বিশ্বকাপজয়ী কিংবদন্তি যোগ দিতে যাচ্ছেন জুভেন্টাসে।
চলতি মৌসুমটা জিদানের কাছে হতাশার এক মৌসুমে পরিণত হয়েছে। চোটজর্জর দলকে সামলাতে যেন ক্লান্ত হয়ে পড়েছেন! ১০ মে স্ট্যামফোর্ড ব্রিজে চেলসির বিপক্ষে ২-০ গোলে হেরে চ্যাম্পিয়নস লিগে শিরোপার দৌঁড় থেকে ছিটকে যায় রিয়াল। গত সোমবার সেভিয়ার বিপক্ষে ২-২ গোলে ড্র। মূলত এই ড্রয়েই লা-লিগার শিরোপা জয়ের কঠিন হয়ে ওঠে রিয়ালের। আর এটিই নাকি তাঁর পদত্যাগের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে শোনা যাচ্ছে। সান মেমিস স্টেডিয়ামে বিলবাওয়ের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে রিয়াল কোচ বলেছেন, ‘সময় থাকতে থাকতে পদত্যাগ করাই আমার কাছে যুক্তিযুক্ত।’
জিদানের কোচ হয়ে আসার পরই যেন বদলাতে শুরু করে রিয়াল। তাঁর অধীনে লস ব্লাঙ্কোসরা জিতেছে ১১টি শিরোপা। এর মধ্যে রয়েছে ২০১৬, ২০১৭, ২০১৮—হ্যাটট্রিক চ্যাম্পিয়নস লিগ আর ২০১৭ ও ২০২০ লা লিগা শিরোপা।
জিদান যে রিয়াল থেকে এবারই প্রথম পদত্যাগ করেছেন তা নয়, ২০১৮ সালেও একবার করেছিলেন। এক বছর পর ২০১৯ সালে আবারও ফিরে আসেন চেনা ঘরে। রিয়াল লা-লিগার শিরোপা জিতুক আর না জিতুক, এই মৌসুমে কোচের দায়িত্ব ছেড়ে দিচ্ছেন জিদান—এটা অনেকটাই নিশ্চিত। তাঁর বিকল্প অবশ্য আগে থেকেই ভেবে রেখেছে রিয়াল। এ তালিকায় সবার ওপরে আছেন রাউল গঞ্জেলস। আরও আছেন ম্যাসিমিলানো অ্যালিগ্রি ও জোয়াকিম লোর মতো তারকা কোচরা।
ঢাকা: গুঞ্জন চলছিল, খুব শিগগির জিনেদিন জিদান রিয়াল মাদ্রিদের দায়িত্ব ছেড়ে দিচ্ছেন! অবশেষে গুঞ্জনই সত্যি হতে যাচ্ছে। স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর, লা লিগায় নিজেদের শেষ দুই ম্যাচ পরই রিয়ালকে বিদায় বলতে যাচ্ছেন জিজু। শোনা যাচ্ছে, ফরাসি বিশ্বকাপজয়ী কিংবদন্তি যোগ দিতে যাচ্ছেন জুভেন্টাসে।
চলতি মৌসুমটা জিদানের কাছে হতাশার এক মৌসুমে পরিণত হয়েছে। চোটজর্জর দলকে সামলাতে যেন ক্লান্ত হয়ে পড়েছেন! ১০ মে স্ট্যামফোর্ড ব্রিজে চেলসির বিপক্ষে ২-০ গোলে হেরে চ্যাম্পিয়নস লিগে শিরোপার দৌঁড় থেকে ছিটকে যায় রিয়াল। গত সোমবার সেভিয়ার বিপক্ষে ২-২ গোলে ড্র। মূলত এই ড্রয়েই লা-লিগার শিরোপা জয়ের কঠিন হয়ে ওঠে রিয়ালের। আর এটিই নাকি তাঁর পদত্যাগের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে শোনা যাচ্ছে। সান মেমিস স্টেডিয়ামে বিলবাওয়ের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে রিয়াল কোচ বলেছেন, ‘সময় থাকতে থাকতে পদত্যাগ করাই আমার কাছে যুক্তিযুক্ত।’
জিদানের কোচ হয়ে আসার পরই যেন বদলাতে শুরু করে রিয়াল। তাঁর অধীনে লস ব্লাঙ্কোসরা জিতেছে ১১টি শিরোপা। এর মধ্যে রয়েছে ২০১৬, ২০১৭, ২০১৮—হ্যাটট্রিক চ্যাম্পিয়নস লিগ আর ২০১৭ ও ২০২০ লা লিগা শিরোপা।
জিদান যে রিয়াল থেকে এবারই প্রথম পদত্যাগ করেছেন তা নয়, ২০১৮ সালেও একবার করেছিলেন। এক বছর পর ২০১৯ সালে আবারও ফিরে আসেন চেনা ঘরে। রিয়াল লা-লিগার শিরোপা জিতুক আর না জিতুক, এই মৌসুমে কোচের দায়িত্ব ছেড়ে দিচ্ছেন জিদান—এটা অনেকটাই নিশ্চিত। তাঁর বিকল্প অবশ্য আগে থেকেই ভেবে রেখেছে রিয়াল। এ তালিকায় সবার ওপরে আছেন রাউল গঞ্জেলস। আরও আছেন ম্যাসিমিলানো অ্যালিগ্রি ও জোয়াকিম লোর মতো তারকা কোচরা।
পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে রয়েছে বাংলাদেশ দল। সফরের অংশ হিসেবে ১৭ ও ১৮ নভেম্বর হবে ২ দিনের একটি প্রস্তুতি ম্যাচ। এই ম্যাচের মাধ্যমে প্রস্তুতি নেওয়ার দারুণ সুযোগ পাচ্ছেন মেহেদী হাসান মিরাজরা। মূল টেস্ট সিরিজের আগে কিছুটা আত্মবিশ্বাসও বাড়তে পারে তাঁদের। ম্যাচটি হবে অ্যান্টিগায়র স্যার ভিভ
১ ঘণ্টা আগেভারতের আপত্তিতে পাকিস্তানের তিন শহরে ট্রফি সফর বাতিল করেছে আইসিসি। দীর্ঘ ২৮ বছর পর আইসিসির কোনো টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে তারা। তবে শুরু থেকেই বিভিন্ন আপত্তি তুলছে ভারত।
২ ঘণ্টা আগেদ্বিতীয় দিনের ছন্দ ধরে রেখে আজ তৃতীয় দিন বাকি দুই উইকেটও নিজের ঝুলিতে নিলেন আনশুল কাম্বোজ। সঙ্গে সঙ্গে বিরল এক রেকর্ড তাঁর নামের পাশে। প্রথম শ্রেণির ক্রিকেটে একাই ১০ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখালেন হরিয়ানার এই পেসার।
২ ঘণ্টা আগে