ক্রীড়া ডেস্ক
সময়ের সঙ্গে যেন পাল্লা দিয়ে লিওনেল মেসির বার্সেলোনায় ফেরার গুঞ্জন শোনা যাচ্ছে। কান পাতলেই শোনা যায় মেসির পুরনো ক্লাবে ফেরার সম্ভাবনার কথা। গুঞ্জন এবার জোরালো হয়েছে স্প্যানিশ এক সংবাদমাধ্যমের প্রকাশিত খবরে।
২০২১ সালে বার্সেলোনার সঙ্গে দীর্ঘ ২০ বছরের সম্পর্ক শেষ হয়েছে মেসির। আর্জেন্টাইন তারকা ফুটবলার তখন পাড়ি জমান প্যারিস সেইন্ট জার্মেইয়ে (পিএসজি)। মেসির সঙ্গে পিএসজির সম্পর্ক গিয়ে ঠেকেছে তলানিতে। নতুন চুক্তি না হওয়ার সম্ভাবনা অনেকটাই নিশ্চিত। অন্যদিকে সার্জিও বুসকেতস মৌসুম শেষে বার্সা ছেড়ে দিচ্ছেন। যেখানে মেসি চলে যাওয়ার পর কাতালানদের নেতৃত্বভার ছিল বুসকেতসের কাঁধে। মুন্দো দেপোর্তিভো জানিয়েছে, আগামী গ্রীষ্মে বার্সেলোনা তাদের তারকা ফুটবলারকে ফেরানোর পরিকল্পনা করছে। তাঁকে অধিনায়কত্বের আর্মব্যান্ড তুলে দিতেও প্রস্তুত তারা।
পিএসজি ছাড়লে মেসির পরবর্তী গন্তব্য কোথায় তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। আল-হিলালে যাওয়ার গুঞ্জন তৈরি হয়েছে মেসির সৌদি আরব সফরে। গত ১ মে সৌদি আরবের পর্যটন দূত হিসেবে মরুর দেশে পরিবার নিয়ে বেড়াতে যান তিনি। আল হিলাল থেকে মোটা অঙ্কের প্রস্তাবের কথা জানিয়েছে স্প্যানিশ রেডিও স্টেশন ‘অন্ডা সেরো। এরপর মেসির সঙ্গে আল-হিলালের প্রায় সাড়ে ৫ হাজার কোটি টাকার চুক্তির কথা গত ৯ মে জানিয়েছিল এএফপি। আর্জেন্টাইন তারকার সঙ্গে ৪০০ মিলিয়ন পাউন্ডের (বাংলাদেশি ৫ হাজার ৪৩০ কোটি ৬৪ লাখ টাকা) চুক্তির কথা নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্র এএফপিকে জানিয়েছিলেন। ঘণ্টাখানেক পর সেই চুক্তির কথা অস্বীকার করেন মেসির বাবা হোর্হে মেসি।
বার্সেলোনায় প্রায় ২০ বছর ছিলেন মেসি। কাতালানদের হয়ে জিতেছেন ৩৪ শিরোপা। যার মধ্যে ১০ বার লা লিগা ও চারবার জিতেছেন চ্যাম্পিয়নস লিগ। বার্সেলোনার সর্বশেষ ২০১৪-১৫ মৌসুমের চ্যাম্পিয়নস লিগ জয়ী দলে ছিলেন মেসি। আর ২০১৮-১৯ মৌসুমে বার্সার হয়ে সর্বশেষ লা লিগা জেতেন আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার।
সময়ের সঙ্গে যেন পাল্লা দিয়ে লিওনেল মেসির বার্সেলোনায় ফেরার গুঞ্জন শোনা যাচ্ছে। কান পাতলেই শোনা যায় মেসির পুরনো ক্লাবে ফেরার সম্ভাবনার কথা। গুঞ্জন এবার জোরালো হয়েছে স্প্যানিশ এক সংবাদমাধ্যমের প্রকাশিত খবরে।
২০২১ সালে বার্সেলোনার সঙ্গে দীর্ঘ ২০ বছরের সম্পর্ক শেষ হয়েছে মেসির। আর্জেন্টাইন তারকা ফুটবলার তখন পাড়ি জমান প্যারিস সেইন্ট জার্মেইয়ে (পিএসজি)। মেসির সঙ্গে পিএসজির সম্পর্ক গিয়ে ঠেকেছে তলানিতে। নতুন চুক্তি না হওয়ার সম্ভাবনা অনেকটাই নিশ্চিত। অন্যদিকে সার্জিও বুসকেতস মৌসুম শেষে বার্সা ছেড়ে দিচ্ছেন। যেখানে মেসি চলে যাওয়ার পর কাতালানদের নেতৃত্বভার ছিল বুসকেতসের কাঁধে। মুন্দো দেপোর্তিভো জানিয়েছে, আগামী গ্রীষ্মে বার্সেলোনা তাদের তারকা ফুটবলারকে ফেরানোর পরিকল্পনা করছে। তাঁকে অধিনায়কত্বের আর্মব্যান্ড তুলে দিতেও প্রস্তুত তারা।
পিএসজি ছাড়লে মেসির পরবর্তী গন্তব্য কোথায় তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। আল-হিলালে যাওয়ার গুঞ্জন তৈরি হয়েছে মেসির সৌদি আরব সফরে। গত ১ মে সৌদি আরবের পর্যটন দূত হিসেবে মরুর দেশে পরিবার নিয়ে বেড়াতে যান তিনি। আল হিলাল থেকে মোটা অঙ্কের প্রস্তাবের কথা জানিয়েছে স্প্যানিশ রেডিও স্টেশন ‘অন্ডা সেরো। এরপর মেসির সঙ্গে আল-হিলালের প্রায় সাড়ে ৫ হাজার কোটি টাকার চুক্তির কথা গত ৯ মে জানিয়েছিল এএফপি। আর্জেন্টাইন তারকার সঙ্গে ৪০০ মিলিয়ন পাউন্ডের (বাংলাদেশি ৫ হাজার ৪৩০ কোটি ৬৪ লাখ টাকা) চুক্তির কথা নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্র এএফপিকে জানিয়েছিলেন। ঘণ্টাখানেক পর সেই চুক্তির কথা অস্বীকার করেন মেসির বাবা হোর্হে মেসি।
বার্সেলোনায় প্রায় ২০ বছর ছিলেন মেসি। কাতালানদের হয়ে জিতেছেন ৩৪ শিরোপা। যার মধ্যে ১০ বার লা লিগা ও চারবার জিতেছেন চ্যাম্পিয়নস লিগ। বার্সেলোনার সর্বশেষ ২০১৪-১৫ মৌসুমের চ্যাম্পিয়নস লিগ জয়ী দলে ছিলেন মেসি। আর ২০১৮-১৯ মৌসুমে বার্সার হয়ে সর্বশেষ লা লিগা জেতেন আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার।
পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে রয়েছে বাংলাদেশ দল। সফরের অংশ হিসেবে ১৭ ও ১৮ নভেম্বর হবে ২ দিনের একটি প্রস্তুতি ম্যাচ। এই ম্যাচের মাধ্যমে প্রস্তুতি নেওয়ার দারুণ সুযোগ পাচ্ছেন মেহেদী হাসান মিরাজরা। মূল টেস্ট সিরিজের আগে কিছুটা আত্মবিশ্বাসও বাড়তে পারে তাঁদের। ম্যাচটি হবে অ্যান্টিগায়র স্যার ভিভ
৫ ঘণ্টা আগেভারতের আপত্তিতে পাকিস্তানের তিন শহরে ট্রফি সফর বাতিল করেছে আইসিসি। দীর্ঘ ২৮ বছর পর আইসিসির কোনো টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে তারা। তবে শুরু থেকেই বিভিন্ন আপত্তি তুলছে ভারত।
৬ ঘণ্টা আগেদ্বিতীয় দিনের ছন্দ ধরে রেখে আজ তৃতীয় দিন বাকি দুই উইকেটও নিজের ঝুলিতে নিলেন আনশুল কাম্বোজ। সঙ্গে সঙ্গে বিরল এক রেকর্ড তাঁর নামের পাশে। প্রথম শ্রেণির ক্রিকেটে একাই ১০ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখালেন হরিয়ানার এই পেসার।
৬ ঘণ্টা আগে