ক্রীড়া ডেস্ক
মৌসুম শুরুর আগে ফরাসি সুপার কাপের শিরোপা নিশ্চিতভাবেই বাড়তি আত্মবিশ্বাস জোগাবে প্যারিস সেন্ট জার্মেইকে (পিএসজিকে)। এই ম্যাচে দারুণ নৈপুণ্য দেখিয়েছেন দলের দুই সেরা তারকা লিওনেল মেসি ও নেইমার।
৪-০ ব্যবধানের জয়ে শুরুটা হয় মেসির গোল দিয়ে। এরপর নেইমারও করেন জোড়া গোল। ম্যাচের পর মেসি পিএসজিতে নতুন করে নিজেকে খুঁজে পেয়েছেন কি না এমন প্রশ্নের উত্তরও দিতে হয়েছে নেইমারকে। ব্রাজিলিয়ান তারকা অবশ্য জানিয়ে দিয়েছেন, মেসি সব সময় মেসি।
ইসরায়েলের তেল আবিবের ব্লুমফিল্ডে নেইমারের পাস থেকেই গোল করেন মেসি। শিরোপা জয়ের পর এই ম্যাচ দিয়ে নতুন মেসির দেখা মিলল কি না জানতে চাইলে কিছুটা বিরক্তই হন নেইমার। ব্রাজিল তারকা বলেছেন, ‘আমি সেটা মনে করি না। আমার মনে হয় মানুষ বেশি কথা বলে। তারা জানে না প্রতিদিন কী হচ্ছে, দলের ভেতরে কী ঘটছে। লিও (মেসি) হচ্ছে লিও। সে এখনো লিও। এটা বদলাবে না।’
শিরোপা দিয়ে মৌসুম শুরু করে তৃপ্ত নেইমার আরও বলেন, ‘এটা আশা করা হয় যে, আমার, লিও এবং কিলিয়ানের (এমবাপ্পে) জন্য সবকিছুই ঠিকঠাক হবে। আমরা তিনজন ভালো থাকলে, সেটা দলের জন্য ভালো। তবে আমি তৃপ্ত। জয় দিয়ে শুরু করাটা ভালো। এটা এমন ম্যাচ যেটা দিয়ে আমরা শিরোপা জিতেছি।’
মৌসুম শুরুর আগে ফরাসি সুপার কাপের শিরোপা নিশ্চিতভাবেই বাড়তি আত্মবিশ্বাস জোগাবে প্যারিস সেন্ট জার্মেইকে (পিএসজিকে)। এই ম্যাচে দারুণ নৈপুণ্য দেখিয়েছেন দলের দুই সেরা তারকা লিওনেল মেসি ও নেইমার।
৪-০ ব্যবধানের জয়ে শুরুটা হয় মেসির গোল দিয়ে। এরপর নেইমারও করেন জোড়া গোল। ম্যাচের পর মেসি পিএসজিতে নতুন করে নিজেকে খুঁজে পেয়েছেন কি না এমন প্রশ্নের উত্তরও দিতে হয়েছে নেইমারকে। ব্রাজিলিয়ান তারকা অবশ্য জানিয়ে দিয়েছেন, মেসি সব সময় মেসি।
ইসরায়েলের তেল আবিবের ব্লুমফিল্ডে নেইমারের পাস থেকেই গোল করেন মেসি। শিরোপা জয়ের পর এই ম্যাচ দিয়ে নতুন মেসির দেখা মিলল কি না জানতে চাইলে কিছুটা বিরক্তই হন নেইমার। ব্রাজিল তারকা বলেছেন, ‘আমি সেটা মনে করি না। আমার মনে হয় মানুষ বেশি কথা বলে। তারা জানে না প্রতিদিন কী হচ্ছে, দলের ভেতরে কী ঘটছে। লিও (মেসি) হচ্ছে লিও। সে এখনো লিও। এটা বদলাবে না।’
শিরোপা দিয়ে মৌসুম শুরু করে তৃপ্ত নেইমার আরও বলেন, ‘এটা আশা করা হয় যে, আমার, লিও এবং কিলিয়ানের (এমবাপ্পে) জন্য সবকিছুই ঠিকঠাক হবে। আমরা তিনজন ভালো থাকলে, সেটা দলের জন্য ভালো। তবে আমি তৃপ্ত। জয় দিয়ে শুরু করাটা ভালো। এটা এমন ম্যাচ যেটা দিয়ে আমরা শিরোপা জিতেছি।’
পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে রয়েছে বাংলাদেশ দল। সফরের অংশ হিসেবে ১৭ ও ১৮ নভেম্বর হবে ২ দিনের একটি প্রস্তুতি ম্যাচ। এই ম্যাচের মাধ্যমে প্রস্তুতি নেওয়ার দারুণ সুযোগ পাচ্ছেন মেহেদী হাসান মিরাজরা। মূল টেস্ট সিরিজের আগে কিছুটা আত্মবিশ্বাসও বাড়তে পারে তাঁদের। ম্যাচটি হবে অ্যান্টিগায়র স্যার ভিভ
১১ ঘণ্টা আগেভারতের আপত্তিতে পাকিস্তানের তিন শহরে ট্রফি সফর বাতিল করেছে আইসিসি। দীর্ঘ ২৮ বছর পর আইসিসির কোনো টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে তারা। তবে শুরু থেকেই বিভিন্ন আপত্তি তুলছে ভারত।
১২ ঘণ্টা আগেদ্বিতীয় দিনের ছন্দ ধরে রেখে আজ তৃতীয় দিন বাকি দুই উইকেটও নিজের ঝুলিতে নিলেন আনশুল কাম্বোজ। সঙ্গে সঙ্গে বিরল এক রেকর্ড তাঁর নামের পাশে। প্রথম শ্রেণির ক্রিকেটে একাই ১০ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখালেন হরিয়ানার এই পেসার।
১২ ঘণ্টা আগে