ক্রীড়া ডেস্ক
ঢাকা: জয় দিয়ে ইউরো শুরু করতে চান গ্যারেথ বেল। ইউরোয় আজ রাতে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে বেলের ওয়েলস। প্রথমবার ইউরোপের বড় মঞ্চে অধিনায়কত্বের আর্মব্যান্ড পড়ে খেলতে নামা নিয়ে দারুণ রোমাঞ্চিত এই উইঙ্গার।
২০১৬ সালে প্রথমবার ইউরোতে সবাইকে চমকে দিয়ে সেমিফাইনালে খেলেছিল ওয়েলস। দলের সাফল্যে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন রিয়ালের হয়ে চারবার চ্যাম্পিয়নস লিগ জয়ী এই উইঙ্গার। তবে অনেক দিন দেশের জার্সিতে গোল খরায় ভুগছেন বেল। ২০১৯ সালের অক্টোবরে ক্রোয়েশিয়ার বিপক্ষে শেষ করেছিলেন দেশের জার্সিতে।
সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে এ নিয়ে চিন্তিত নন বেল। দলের জয়ের কথা ভাবছেন জানিয়ে বলেছেন, ‘দেখেন, যখন আমি খেলা শুরু করি, তখনো বলেছি। যখন আমি অনেক গোল করেছি, তখনো বলেছি। কে গোল করেছে, এটা কোনো ব্যাপার না। দিন শেষে খেলার ফলটাই আসল। আমি নিজে সরাসরি গোল না পেলেও সতীর্থদের দিয়ে গোল করাতে সহায়তা করেছি।’
শেষ ১১ ম্যাচে গোল না পাওয়াকে তাই বড় করে দেখতে চান না বেল। ওয়েলসের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা আজকের ম্যাচের দিকে তাকিয়ে আছেন বলেছেন, ‘আমি গোল না পাওয়া নিয়ে একেবারেই চিন্তা করছি না। আমি জানি কীভাবে ফিরে আসতে হয়। আশা করি সেটা খুব শিগগিরই হবে।’ কোচ রবার্ট পেজেরও সমর্থন পাচ্ছেন বেল, ‘সে (বেল) গোল না করলেও পৃথিবী শেষ হয়ে যায়নি। সে সতীর্থদের গোল করার জন্য বলের জোগান দিচ্ছে।’
দলে কারো কোনো চোট নেই বলে জানিয়েছেন কোচ পেজ। টুর্নামেন্টকে সামনে রেখে পুরোপুরি প্রস্তুত ওয়েলস। তবে শঙ্কা জেগেছিল অ্যারন রামসিকে নিয়ে। বুধবার অনুশীলনে ছিলেন না এই জুভেন্টাস মিডফিল্ডার। তবে কোনো ইনজুরি নয় দলের পরিকল্পনার অংশ হিসেবে রামসিকে বিশ্রাম দেওয়া হয়েছিল জানিয়েছেন। গত বছরের শেষ দিকে নিয়মিত অধিনায়ক অ্যাশলে উইলিয়ামসের অবসরের পর ওয়েলসের অধিনায়কত্বের দায়িত্ব পান বেল। প্রথমবার ইউরোপের বড় মঞ্চে অধিনায়কত্বের আর্মব্যান্ড পড়ে খেলতে নামা নিয়ে দারুণ রোমাঞ্চিত এই উইঙ্গার, ‘এটা আমার জন্য দারুণ সম্মানের। অধিনায়ক হিসেবে ইউরোপের বড় মঞ্চে দেশকে নেতৃত্ব দেওয়া, এটাই আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় মুহূর্ত হতে যাচ্ছে।’
ওয়েলস যখন ইউরোতে নিজেদের সেরা সাফল্যে ছাপিয়ে যেতে মরিয়া, সুইজারল্যান্ড নিজেদের ইতিহাসের সেরা প্রজন্ম নিয়ে বারবার ব্যর্থ হচ্ছে সাফল্য পেতে। ২০০৯ সালে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ শিরোপাই সুইসদের ফুটবল ইতিহাসে সেরা কোন সাফল্য। তবে এবার বড়রাও কিছু করে দেখাতে চান। প্রস্তুতি ভালো হয়েছে জানিয়ে সুইজারল্যান্ড অধিনায়ক গ্রানিত শাকা বলেছেন, ‘আমরা এবার ভালো অনুভব করছি। প্রস্তুতিও ভালো হয়েছে। অবশ্যই ভালো কিছু করার আশা আছে।’
এই আর্সেনাল মিডফিল্ডার জানিয়েছেন, দলে কোনো ইনজুরি সমস্যা নেই। সবাই সেরাটা দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। সুইজারল্যান্ড ডিফেন্ডার রিকার্ডো রদ্রিগেজ ম্যাচে রক্ষণে কোনো ভুল চান না। তাঁর কথায়, ‘প্রথম ম্যাচে জয় পাওয়া খুব গুরুত্বপূর্ণ। কোনো ভুল না করলে ওদের রুখে দেওয়া সম্ভব।’ সুইজারল্যান্ড ২০২০ সালে কোনো ম্যাচ জিততে না পারলেও, এ বছর তারা এই পর্যন্ত পাঁচটি জয় পেয়েছে।
ঢাকা: জয় দিয়ে ইউরো শুরু করতে চান গ্যারেথ বেল। ইউরোয় আজ রাতে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে বেলের ওয়েলস। প্রথমবার ইউরোপের বড় মঞ্চে অধিনায়কত্বের আর্মব্যান্ড পড়ে খেলতে নামা নিয়ে দারুণ রোমাঞ্চিত এই উইঙ্গার।
২০১৬ সালে প্রথমবার ইউরোতে সবাইকে চমকে দিয়ে সেমিফাইনালে খেলেছিল ওয়েলস। দলের সাফল্যে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন রিয়ালের হয়ে চারবার চ্যাম্পিয়নস লিগ জয়ী এই উইঙ্গার। তবে অনেক দিন দেশের জার্সিতে গোল খরায় ভুগছেন বেল। ২০১৯ সালের অক্টোবরে ক্রোয়েশিয়ার বিপক্ষে শেষ করেছিলেন দেশের জার্সিতে।
সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে এ নিয়ে চিন্তিত নন বেল। দলের জয়ের কথা ভাবছেন জানিয়ে বলেছেন, ‘দেখেন, যখন আমি খেলা শুরু করি, তখনো বলেছি। যখন আমি অনেক গোল করেছি, তখনো বলেছি। কে গোল করেছে, এটা কোনো ব্যাপার না। দিন শেষে খেলার ফলটাই আসল। আমি নিজে সরাসরি গোল না পেলেও সতীর্থদের দিয়ে গোল করাতে সহায়তা করেছি।’
শেষ ১১ ম্যাচে গোল না পাওয়াকে তাই বড় করে দেখতে চান না বেল। ওয়েলসের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা আজকের ম্যাচের দিকে তাকিয়ে আছেন বলেছেন, ‘আমি গোল না পাওয়া নিয়ে একেবারেই চিন্তা করছি না। আমি জানি কীভাবে ফিরে আসতে হয়। আশা করি সেটা খুব শিগগিরই হবে।’ কোচ রবার্ট পেজেরও সমর্থন পাচ্ছেন বেল, ‘সে (বেল) গোল না করলেও পৃথিবী শেষ হয়ে যায়নি। সে সতীর্থদের গোল করার জন্য বলের জোগান দিচ্ছে।’
দলে কারো কোনো চোট নেই বলে জানিয়েছেন কোচ পেজ। টুর্নামেন্টকে সামনে রেখে পুরোপুরি প্রস্তুত ওয়েলস। তবে শঙ্কা জেগেছিল অ্যারন রামসিকে নিয়ে। বুধবার অনুশীলনে ছিলেন না এই জুভেন্টাস মিডফিল্ডার। তবে কোনো ইনজুরি নয় দলের পরিকল্পনার অংশ হিসেবে রামসিকে বিশ্রাম দেওয়া হয়েছিল জানিয়েছেন। গত বছরের শেষ দিকে নিয়মিত অধিনায়ক অ্যাশলে উইলিয়ামসের অবসরের পর ওয়েলসের অধিনায়কত্বের দায়িত্ব পান বেল। প্রথমবার ইউরোপের বড় মঞ্চে অধিনায়কত্বের আর্মব্যান্ড পড়ে খেলতে নামা নিয়ে দারুণ রোমাঞ্চিত এই উইঙ্গার, ‘এটা আমার জন্য দারুণ সম্মানের। অধিনায়ক হিসেবে ইউরোপের বড় মঞ্চে দেশকে নেতৃত্ব দেওয়া, এটাই আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় মুহূর্ত হতে যাচ্ছে।’
ওয়েলস যখন ইউরোতে নিজেদের সেরা সাফল্যে ছাপিয়ে যেতে মরিয়া, সুইজারল্যান্ড নিজেদের ইতিহাসের সেরা প্রজন্ম নিয়ে বারবার ব্যর্থ হচ্ছে সাফল্য পেতে। ২০০৯ সালে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ শিরোপাই সুইসদের ফুটবল ইতিহাসে সেরা কোন সাফল্য। তবে এবার বড়রাও কিছু করে দেখাতে চান। প্রস্তুতি ভালো হয়েছে জানিয়ে সুইজারল্যান্ড অধিনায়ক গ্রানিত শাকা বলেছেন, ‘আমরা এবার ভালো অনুভব করছি। প্রস্তুতিও ভালো হয়েছে। অবশ্যই ভালো কিছু করার আশা আছে।’
এই আর্সেনাল মিডফিল্ডার জানিয়েছেন, দলে কোনো ইনজুরি সমস্যা নেই। সবাই সেরাটা দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। সুইজারল্যান্ড ডিফেন্ডার রিকার্ডো রদ্রিগেজ ম্যাচে রক্ষণে কোনো ভুল চান না। তাঁর কথায়, ‘প্রথম ম্যাচে জয় পাওয়া খুব গুরুত্বপূর্ণ। কোনো ভুল না করলে ওদের রুখে দেওয়া সম্ভব।’ সুইজারল্যান্ড ২০২০ সালে কোনো ম্যাচ জিততে না পারলেও, এ বছর তারা এই পর্যন্ত পাঁচটি জয় পেয়েছে।
পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে রয়েছে বাংলাদেশ দল। সফরের অংশ হিসেবে ১৭ ও ১৮ নভেম্বর হবে ২ দিনের একটি প্রস্তুতি ম্যাচ। এই ম্যাচের মাধ্যমে প্রস্তুতি নেওয়ার দারুণ সুযোগ পাচ্ছেন মেহেদী হাসান মিরাজরা। মূল টেস্ট সিরিজের আগে কিছুটা আত্মবিশ্বাসও বাড়তে পারে তাঁদের। ম্যাচটি হবে অ্যান্টিগায়র স্যার ভিভ
১ ঘণ্টা আগেভারতের আপত্তিতে পাকিস্তানের তিন শহরে ট্রফি সফর বাতিল করেছে আইসিসি। দীর্ঘ ২৮ বছর পর আইসিসির কোনো টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে তারা। তবে শুরু থেকেই বিভিন্ন আপত্তি তুলছে ভারত।
২ ঘণ্টা আগেদ্বিতীয় দিনের ছন্দ ধরে রেখে আজ তৃতীয় দিন বাকি দুই উইকেটও নিজের ঝুলিতে নিলেন আনশুল কাম্বোজ। সঙ্গে সঙ্গে বিরল এক রেকর্ড তাঁর নামের পাশে। প্রথম শ্রেণির ক্রিকেটে একাই ১০ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখালেন হরিয়ানার এই পেসার।
৩ ঘণ্টা আগে