ক্রীড়া ডেস্ক
লিভারপুল সমর্থকদের জন্য চলতি মৌসুম কেবলই হতাশার। মাঠে জরাজীর্ণ পারফরম্যান্সে রীতিমতো কোণঠাসা দলটি। খুব বেশি আগের কথা নয় আক্রমণভাগের ত্রাস ছড়ানো সালাহ-ফিরমিনো-মানে ত্রয়ীর উপর ভর করে উড়ছিল এই ইংলিশ ক্লাবটি।
গত মৌসুমে লিভারপুল ছেড়ে বায়ার্ন মিউনিখে পাড়ি দেন সাদিও মানে। চলতি মৌসুম চুক্তির মেয়াদ শেষে রবার্তো ফিরমিনোর বিদায়ে এই ত্রয়ীর কেবল বাকি রইলেন সালাহ। ২০১৫ সালে লিভারপুলে যোগ দেওয়ার পর থেকে আট বছর লিভারপুলের হয়ে খেলে এবার ঠিকানা বদলের সিদ্ধান্ত নিয়েছেন ফিরমিনো। লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ চেয়েছিলেন ফিরমিনোকে দলে রাখতে। ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড প্রথমে চুক্তি নবায়নে আগ্রহী ছিলেন ঠিকই। তবে পরে সিদ্ধান্ত পরিবর্তন করেছেন।
জার্মান ক্লাব হফেনহাইম থেকে লিভারপুলে যোগ দেওয়ার পর ৩৫৩টি ম্যাচ খেলে ১০৭টি গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন ৭০টি গোল। অল রেডদের হয়ে ২০১৯-২০ মৌসুমে সালাহ-ফিরমিনো-মানে ছিলেন দুর্দান্ত ছন্দে। লিভারপুল ওই মৌসুমেই ৩০ বছর পর অধরা প্রিমিয়ার লিগ জিতে নেয়। অ্যান ফিল্ডে আট বছরের ক্যারিয়ারে ৮টি শিরোপা জিতে ৩১ বছর বয়সী এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
সাম্প্রতিক সময়ে পেশির চোট এবং পারফরম্যান্সের ঘাটতির ফলে দলে অনিয়মিত হয়ে পড়েন ফিরমিনো। চলতি মৌসুমে আক্রমণভাগে কোডি গাকপো এবং ডারউইন নুনেজের যোগদান ফিরমিনোর দলের নিয়মিত সুযোগ পাওয়ার সম্ভাবনা আরও কমিয়ে দেয়। চলতি মৌসুম শেষে দারুণ এই ত্রয়ীর আরেক তারকা ফুটবলার মোহাম্মদ সালাহ ক্লাব ছাড়ার গুঞ্জন উঠেছে।
গত কয়েক মৌসুমে সোনালি সময় কাটানো ইউরোপের এই জায়ান্ট ক্লাব এখন নিজেদের হারিয়ে খুঁজছে। অ্যানফিল্ডে মানে-ফিরমিনোর অভাব গাকপো-নুনেজরা পূরণ করতে পারবেন কি না, সেটা সময়ই বলে দিবে।
লিভারপুল সমর্থকদের জন্য চলতি মৌসুম কেবলই হতাশার। মাঠে জরাজীর্ণ পারফরম্যান্সে রীতিমতো কোণঠাসা দলটি। খুব বেশি আগের কথা নয় আক্রমণভাগের ত্রাস ছড়ানো সালাহ-ফিরমিনো-মানে ত্রয়ীর উপর ভর করে উড়ছিল এই ইংলিশ ক্লাবটি।
গত মৌসুমে লিভারপুল ছেড়ে বায়ার্ন মিউনিখে পাড়ি দেন সাদিও মানে। চলতি মৌসুম চুক্তির মেয়াদ শেষে রবার্তো ফিরমিনোর বিদায়ে এই ত্রয়ীর কেবল বাকি রইলেন সালাহ। ২০১৫ সালে লিভারপুলে যোগ দেওয়ার পর থেকে আট বছর লিভারপুলের হয়ে খেলে এবার ঠিকানা বদলের সিদ্ধান্ত নিয়েছেন ফিরমিনো। লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ চেয়েছিলেন ফিরমিনোকে দলে রাখতে। ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড প্রথমে চুক্তি নবায়নে আগ্রহী ছিলেন ঠিকই। তবে পরে সিদ্ধান্ত পরিবর্তন করেছেন।
জার্মান ক্লাব হফেনহাইম থেকে লিভারপুলে যোগ দেওয়ার পর ৩৫৩টি ম্যাচ খেলে ১০৭টি গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন ৭০টি গোল। অল রেডদের হয়ে ২০১৯-২০ মৌসুমে সালাহ-ফিরমিনো-মানে ছিলেন দুর্দান্ত ছন্দে। লিভারপুল ওই মৌসুমেই ৩০ বছর পর অধরা প্রিমিয়ার লিগ জিতে নেয়। অ্যান ফিল্ডে আট বছরের ক্যারিয়ারে ৮টি শিরোপা জিতে ৩১ বছর বয়সী এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
সাম্প্রতিক সময়ে পেশির চোট এবং পারফরম্যান্সের ঘাটতির ফলে দলে অনিয়মিত হয়ে পড়েন ফিরমিনো। চলতি মৌসুমে আক্রমণভাগে কোডি গাকপো এবং ডারউইন নুনেজের যোগদান ফিরমিনোর দলের নিয়মিত সুযোগ পাওয়ার সম্ভাবনা আরও কমিয়ে দেয়। চলতি মৌসুম শেষে দারুণ এই ত্রয়ীর আরেক তারকা ফুটবলার মোহাম্মদ সালাহ ক্লাব ছাড়ার গুঞ্জন উঠেছে।
গত কয়েক মৌসুমে সোনালি সময় কাটানো ইউরোপের এই জায়ান্ট ক্লাব এখন নিজেদের হারিয়ে খুঁজছে। অ্যানফিল্ডে মানে-ফিরমিনোর অভাব গাকপো-নুনেজরা পূরণ করতে পারবেন কি না, সেটা সময়ই বলে দিবে।
পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে রয়েছে বাংলাদেশ দল। সফরের অংশ হিসেবে ১৭ ও ১৮ নভেম্বর হবে ২ দিনের একটি প্রস্তুতি ম্যাচ। এই ম্যাচের মাধ্যমে প্রস্তুতি নেওয়ার দারুণ সুযোগ পাচ্ছেন মেহেদী হাসান মিরাজরা। মূল টেস্ট সিরিজের আগে কিছুটা আত্মবিশ্বাসও বাড়তে পারে তাঁদের। ম্যাচটি হবে অ্যান্টিগায়র স্যার ভিভ
২ ঘণ্টা আগেভারতের আপত্তিতে পাকিস্তানের তিন শহরে ট্রফি সফর বাতিল করেছে আইসিসি। দীর্ঘ ২৮ বছর পর আইসিসির কোনো টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে তারা। তবে শুরু থেকেই বিভিন্ন আপত্তি তুলছে ভারত।
৩ ঘণ্টা আগেদ্বিতীয় দিনের ছন্দ ধরে রেখে আজ তৃতীয় দিন বাকি দুই উইকেটও নিজের ঝুলিতে নিলেন আনশুল কাম্বোজ। সঙ্গে সঙ্গে বিরল এক রেকর্ড তাঁর নামের পাশে। প্রথম শ্রেণির ক্রিকেটে একাই ১০ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখালেন হরিয়ানার এই পেসার।
৩ ঘণ্টা আগে