ক্রীড়া ডেস্ক
শেষ হয়েছে কোপা আমেরিকা আর ইউরো। ফুটবলের উৎসবের দুটি টুর্নামেন্ট এক মাস দারুণ রাঙিয়ে রেখেছিল দর্শকদের। টুর্নামেন্ট দুটি শেষ হওয়ার পর কোপা আর ইউরোজয়ী দুই দলকে নিয়ে নতুন কিছুর প্রস্তাবনা সামনে উঠে আসছে। আর্জেন্টিনা-ইতালি দুই দলকে নিয়ে সুপার কাপ আয়োজন হতে পারে বলে মনে করে আর্জেন্টাইন পত্রিকা ওলে।
শনিবার ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকার শিরোপা ঘরে তুলেছে আর্জেন্টিনা। পরশু ইংল্যান্ডকে হারিয়ে ইউরোপসেরা হয়েছে ইতালি। দুই দলই শিরোপা নিয়ে এর মধ্যে নিজ নিজ দেশে ফিরেছে। দুই দেশকে নিয়ে সুপার কাপ আয়োজনের প্রস্তাব দিয়েছে আর্জেন্টাইন পত্রিকা ওলে। ওলে তাদের একটা খবরের শিরোনাম করেছে, ‘এসো খেলি, আজ্জুরি।’
এতটুকুতেই থেমে থাকেনি পত্রিকাটি। প্রয়াত ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনাকে উৎসর্গ করে এটাকে ম্যারাডোনা সুপার কাপ নামে আয়োজনের কথা বলছে ওলে। পত্রিকাটি বলছে, ‘দুই দেশের মধ্যে ম্যারাডোনার একটা ছাপ আছে। এই ম্যাচ তাই ম্যারাডোনা সুপার কাপ নামে আয়োজন সবচেয়ে মানানসই হবে।’ একই সঙ্গে আজ্জুরিদের কাছে প্রশ্ন রেখেছে, ‘তোমরা কি এ রকম কিছু ভেবে দেখতে পারো? এমন কিছু হলে এটাই হবে ম্যারাডোনার প্রতি সম্মান জানানো।’
শেষ হয়েছে কোপা আমেরিকা আর ইউরো। ফুটবলের উৎসবের দুটি টুর্নামেন্ট এক মাস দারুণ রাঙিয়ে রেখেছিল দর্শকদের। টুর্নামেন্ট দুটি শেষ হওয়ার পর কোপা আর ইউরোজয়ী দুই দলকে নিয়ে নতুন কিছুর প্রস্তাবনা সামনে উঠে আসছে। আর্জেন্টিনা-ইতালি দুই দলকে নিয়ে সুপার কাপ আয়োজন হতে পারে বলে মনে করে আর্জেন্টাইন পত্রিকা ওলে।
শনিবার ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকার শিরোপা ঘরে তুলেছে আর্জেন্টিনা। পরশু ইংল্যান্ডকে হারিয়ে ইউরোপসেরা হয়েছে ইতালি। দুই দলই শিরোপা নিয়ে এর মধ্যে নিজ নিজ দেশে ফিরেছে। দুই দেশকে নিয়ে সুপার কাপ আয়োজনের প্রস্তাব দিয়েছে আর্জেন্টাইন পত্রিকা ওলে। ওলে তাদের একটা খবরের শিরোনাম করেছে, ‘এসো খেলি, আজ্জুরি।’
এতটুকুতেই থেমে থাকেনি পত্রিকাটি। প্রয়াত ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনাকে উৎসর্গ করে এটাকে ম্যারাডোনা সুপার কাপ নামে আয়োজনের কথা বলছে ওলে। পত্রিকাটি বলছে, ‘দুই দেশের মধ্যে ম্যারাডোনার একটা ছাপ আছে। এই ম্যাচ তাই ম্যারাডোনা সুপার কাপ নামে আয়োজন সবচেয়ে মানানসই হবে।’ একই সঙ্গে আজ্জুরিদের কাছে প্রশ্ন রেখেছে, ‘তোমরা কি এ রকম কিছু ভেবে দেখতে পারো? এমন কিছু হলে এটাই হবে ম্যারাডোনার প্রতি সম্মান জানানো।’
ভুলে যাওয়ার মতো একটি দিনই কাটিয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র। তাও বাজে দিনটা এল ব্রাজিলের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের সময়ই। তাঁর সুযোগ মিসের মহড়ার দিনে ব্রাজিল পারল না জিততে। হতাশা ঝরেছে ব্রাজিল কোচ দরিভাল জুনিয়রের কণ্ঠে।
১২ মিনিট আগেবিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ হলেও দুই বিশ্বচ্যাম্পিয়ন দলকে একই টুর্নামেন্টে হারানো তো সহজ কথা নয়। প্যারাগুয়ে এবার সেই কঠিন কাজটিই করে দেখাল। ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে সেপ্টেম্বরে প্যারাগুয়ে হারিয়েছিল ব্রাজিলকে। দুই মাস পর আজ বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকেও হারিয়েছে প্যারাগুয়ে।
১ ঘণ্টা আগেএই শতাব্দির গোড়ার দিকের গল্প। বয়সভিত্তিক ক্রিকেটে গতিময় এক ফাস্ট বোলারকে চোখে পড়ল রাকিব হায়দার পাভেলের। সেই বোলার ব্যাটেও ঝড় তুলতে পারেন। বয়সভিত্তিক ক্রিকেট থেকেই পাভেল ওই অলরাউন্ডারকে নিয়ে এলেন তাঁদের প্রথম বিভাগ ক্রিকেটের আজাদ স্পোর্টিংয়ে।
১৩ ঘণ্টা আগেএবার সাফজয়ীদের পুরস্কৃত করল বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠান সাউথইস্ট ব্যাংক। প্রতিষ্ঠানটি আজ তাদের কার্যালয়ে আমন্ত্রণ জানিয়ে এই সম্মাননা জানায়। এ সময় ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল এবং কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
১৫ ঘণ্টা আগে