ক্রীড়া ডেস্ক
প্রায় এক দশক হতে চলল, অ্যালেক্স ফার্গুসনের শূন্যস্থানটা ভরাট করতে পারলেন না কোনো কোচই। ডেভিড ময়েস, হোসে মরিনহো, লুইস ফন গালরা এলেন আর গেলেন। যোগ্য কোচের অভাবে ফার্গুসনের সাজানো ম্যানচেস্টার ইউনাইটেড যেন এখন বেহুলার সংসার।
২০১৩ সালে ফার্গুসনের পর ওল্ড ট্রাফোর্ডে কোচ বদল হয়েছে সাতবার। আগামী মৌসুমে ডাগআউটে আসবেন অষ্টম কোচ এরিক টেন হাগ। বড় নামের গুণী কোচেরাই যখন সাফল্য আনতে পারলেন না, টেন হাগের জাদুতে অতীতের সোনালি সুদিন ফিরবে কি না, তা নিয়ে সন্দিহান খোদ রেড ডেভিল সমর্থকেরাই!
বর্তমানে আয়াক্সের দায়িত্বে থাকা টেন হাগ দায়িত্ব নেবেন আগামী মৌসুমের শুরুতে। এই মৌসুমের শেষ পর্যন্ত যেহেতু তিনি অন্য আরেক দলের কোচ, তাই প্রকাশ্যে টেন হাগের ম্যানচেস্টার নাম মুখে নেওয়া আপাতত বারণ। এদিকে অন্তর্বর্তীকালীন কোচ রালফ রাংনিকের কোচিংয়ে চ্যাম্পিয়নস লিগে খেলার সুযোগ হারিয়েছে ম্যানইউ। অধৈর্য হয়ে উঠছেন ভক্তরা।
গুঞ্জন আছে, টেন হাগের পরিকল্পনায় থাকছে না ক্রিস্টিয়ানো রোনালদোর নাম। কিন্তু এর পরও সমর্থকদের শান্ত করতে নতুন কোচের ঢাল হয়েছেন রোনালদো। ম্যানইউ অফিশিয়াল ওয়েবসাইটে সবাইকে ধৈর্য ধরার আহ্বান পর্তুগিজ মহাতারকার। বলেছেন, ‘আমি জানি তিনি (টেন হাগ) আয়াক্সে দারুণ কাজ করেছেন এবং তিনি একজন অভিজ্ঞ কোচ। কিন্তু তাঁকে আমাদের পর্যাপ্ত সময় দিতে হবে।’
সময় পেলে টেন হাগ আবারও অতীতের সুদিন ফিরিয়ে আনতে পারবেন বলেও বিশ্বাস রোনালদোর, ‘টেন হাগ যেভাবে এগোতে চান, সেভাবে অবশ্যই পরিবর্তন আনা সম্ভব। আর সবাই যদি নিজ নিজ জায়গায় ভালো করে, তাহলে অবশ্যই ম্যানইউ ঘুরে দাঁড়াবে। একজন ভক্ত হিসেবেও নতুন কোচকে ঘিরে আমরা রোমাঞ্চিত। আমাদের এতটুকু বিশ্বাস রাখতে হবে যে আগামী মৌসুমে অবশ্যই আমাদের শিরোপা জেতা সম্ভব।’
প্রায় এক দশক হতে চলল, অ্যালেক্স ফার্গুসনের শূন্যস্থানটা ভরাট করতে পারলেন না কোনো কোচই। ডেভিড ময়েস, হোসে মরিনহো, লুইস ফন গালরা এলেন আর গেলেন। যোগ্য কোচের অভাবে ফার্গুসনের সাজানো ম্যানচেস্টার ইউনাইটেড যেন এখন বেহুলার সংসার।
২০১৩ সালে ফার্গুসনের পর ওল্ড ট্রাফোর্ডে কোচ বদল হয়েছে সাতবার। আগামী মৌসুমে ডাগআউটে আসবেন অষ্টম কোচ এরিক টেন হাগ। বড় নামের গুণী কোচেরাই যখন সাফল্য আনতে পারলেন না, টেন হাগের জাদুতে অতীতের সোনালি সুদিন ফিরবে কি না, তা নিয়ে সন্দিহান খোদ রেড ডেভিল সমর্থকেরাই!
বর্তমানে আয়াক্সের দায়িত্বে থাকা টেন হাগ দায়িত্ব নেবেন আগামী মৌসুমের শুরুতে। এই মৌসুমের শেষ পর্যন্ত যেহেতু তিনি অন্য আরেক দলের কোচ, তাই প্রকাশ্যে টেন হাগের ম্যানচেস্টার নাম মুখে নেওয়া আপাতত বারণ। এদিকে অন্তর্বর্তীকালীন কোচ রালফ রাংনিকের কোচিংয়ে চ্যাম্পিয়নস লিগে খেলার সুযোগ হারিয়েছে ম্যানইউ। অধৈর্য হয়ে উঠছেন ভক্তরা।
গুঞ্জন আছে, টেন হাগের পরিকল্পনায় থাকছে না ক্রিস্টিয়ানো রোনালদোর নাম। কিন্তু এর পরও সমর্থকদের শান্ত করতে নতুন কোচের ঢাল হয়েছেন রোনালদো। ম্যানইউ অফিশিয়াল ওয়েবসাইটে সবাইকে ধৈর্য ধরার আহ্বান পর্তুগিজ মহাতারকার। বলেছেন, ‘আমি জানি তিনি (টেন হাগ) আয়াক্সে দারুণ কাজ করেছেন এবং তিনি একজন অভিজ্ঞ কোচ। কিন্তু তাঁকে আমাদের পর্যাপ্ত সময় দিতে হবে।’
সময় পেলে টেন হাগ আবারও অতীতের সুদিন ফিরিয়ে আনতে পারবেন বলেও বিশ্বাস রোনালদোর, ‘টেন হাগ যেভাবে এগোতে চান, সেভাবে অবশ্যই পরিবর্তন আনা সম্ভব। আর সবাই যদি নিজ নিজ জায়গায় ভালো করে, তাহলে অবশ্যই ম্যানইউ ঘুরে দাঁড়াবে। একজন ভক্ত হিসেবেও নতুন কোচকে ঘিরে আমরা রোমাঞ্চিত। আমাদের এতটুকু বিশ্বাস রাখতে হবে যে আগামী মৌসুমে অবশ্যই আমাদের শিরোপা জেতা সম্ভব।’
পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে রয়েছে বাংলাদেশ দল। সফরের অংশ হিসেবে ১৭ ও ১৮ নভেম্বর হবে ২ দিনের একটি প্রস্তুতি ম্যাচ। এই ম্যাচের মাধ্যমে প্রস্তুতি নেওয়ার দারুণ সুযোগ পাচ্ছেন মেহেদী হাসান মিরাজরা। মূল টেস্ট সিরিজের আগে কিছুটা আত্মবিশ্বাসও বাড়তে পারে তাঁদের। ম্যাচটি হবে অ্যান্টিগায়র স্যার ভিভ
৮ ঘণ্টা আগেভারতের আপত্তিতে পাকিস্তানের তিন শহরে ট্রফি সফর বাতিল করেছে আইসিসি। দীর্ঘ ২৮ বছর পর আইসিসির কোনো টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে তারা। তবে শুরু থেকেই বিভিন্ন আপত্তি তুলছে ভারত।
৯ ঘণ্টা আগেদ্বিতীয় দিনের ছন্দ ধরে রেখে আজ তৃতীয় দিন বাকি দুই উইকেটও নিজের ঝুলিতে নিলেন আনশুল কাম্বোজ। সঙ্গে সঙ্গে বিরল এক রেকর্ড তাঁর নামের পাশে। প্রথম শ্রেণির ক্রিকেটে একাই ১০ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখালেন হরিয়ানার এই পেসার।
৯ ঘণ্টা আগে