ক্রীড়া ডেস্ক, ঢাকা
ওয়েম্বলিতে কাল ডেনমার্ক-ইংল্যান্ড সেমিফাইনালের অতিরিক্ত সময়ের প্রথমার্ধের খেলা তখন শেষের পথে। ১০৪ মিনিটে ডেনিশ ডিফেন্ডারদের কাটিয়ে গোলমুখে ঢুকছিলেন রাহিম স্টার্লিং। তখনই পড়ে যান ইংলিশ ফরোয়ার্ড। রেফারি ইংলিশদের পক্ষে পেনাল্টির বাঁশি বাজান। যদিও তিনি সিদ্ধান্ত দিয়েছেন ভিডিও অ্যাসিসটেন্ট রেফারির (ভিএআর) সহায়তা নিয়ে। তবু এই পেনাল্টি নিয়ে কথা হচ্ছে অনেক।
কাল ওয়েম্বলির সেমিফাইনালে নির্ধারিত ৯০ মিনিটে ১-১ গোলে সমতায় ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ালে সেখানে দেখা যায় এক প্রস্থ নাটক। ১০৪ মিনিটে রাহিমকে ট্যাকল করতে গেলে বিপদে পড়ে ডেনমার্ক। রেফারি পেনাল্টির বাঁশি বাজান ইংল্যান্ডের পক্ষে, যেখানে পেনাল্টিতে দলকে এগিয়ে নেন অধিনায়ক হ্যারি কেন। এই পেনাল্টিই ম্যাচের পার্থক্য গড়ে দিয়েছে পরে। পেনাল্টি নিয়ে ডেনিশরা অসন্তুষ্ট তো হয়েছেই, সংশয় প্রকাশ করেছেন টেলিভিশন ধারাভাষ্যকার, বিশ্লেষকেরাও।
এই পেনাল্টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ আলোচনা হচ্ছে। সাবেক ফরাসি ডিফেন্ডার বিক্সেন্তে লিজারাজু টুইটারে লিখেছেন, ‘এটা কোনোভাবেই পেনাল্টি হয় না!’ মন্টেনেগ্রের বাস্কেটবল খেলোয়াড় নিকোলা ভুসেভিচ টুইট করেছেন, ‘আমার এখনো বিশ্বাস হচ্ছে না তারা ইংল্যান্ডকে পেনাল্টি দিয়েছে। এটা কোন ধরনের মজা!’ সাবেক স্কটিশ মিডফিল্ডার মাইকেল স্টুয়ার্ট বলেছেন, ‘এটা পেনাল্টি ছিল না। ভিএআর নিয়েও রেফারির সঠিক সিদ্ধান্ত দিতে না পারার মতো ব্যর্থতা আর কি হতে পারে!’
যা হওয়ার হয়েছে। ডেনমার্ককে ২-১ গোলে হারিয়ে রোববার ইউরোর ফাইনালে ইতালির মুখোমুখি হবে ইংল্যান্ড। সাবেক ইংলিশ উইঙ্গার ক্রিস ওয়াডেল পর্যন্ত বলেছেন, ‘পেনাল্টির সিদ্ধান্তে নিজেও খুশি নই। কিন্তু এখন ভেবে কী হবে! আমরা তো ফাইনালে উঠে গেছি।’
ওয়েম্বলিতে কাল ডেনমার্ক-ইংল্যান্ড সেমিফাইনালের অতিরিক্ত সময়ের প্রথমার্ধের খেলা তখন শেষের পথে। ১০৪ মিনিটে ডেনিশ ডিফেন্ডারদের কাটিয়ে গোলমুখে ঢুকছিলেন রাহিম স্টার্লিং। তখনই পড়ে যান ইংলিশ ফরোয়ার্ড। রেফারি ইংলিশদের পক্ষে পেনাল্টির বাঁশি বাজান। যদিও তিনি সিদ্ধান্ত দিয়েছেন ভিডিও অ্যাসিসটেন্ট রেফারির (ভিএআর) সহায়তা নিয়ে। তবু এই পেনাল্টি নিয়ে কথা হচ্ছে অনেক।
কাল ওয়েম্বলির সেমিফাইনালে নির্ধারিত ৯০ মিনিটে ১-১ গোলে সমতায় ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ালে সেখানে দেখা যায় এক প্রস্থ নাটক। ১০৪ মিনিটে রাহিমকে ট্যাকল করতে গেলে বিপদে পড়ে ডেনমার্ক। রেফারি পেনাল্টির বাঁশি বাজান ইংল্যান্ডের পক্ষে, যেখানে পেনাল্টিতে দলকে এগিয়ে নেন অধিনায়ক হ্যারি কেন। এই পেনাল্টিই ম্যাচের পার্থক্য গড়ে দিয়েছে পরে। পেনাল্টি নিয়ে ডেনিশরা অসন্তুষ্ট তো হয়েছেই, সংশয় প্রকাশ করেছেন টেলিভিশন ধারাভাষ্যকার, বিশ্লেষকেরাও।
এই পেনাল্টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ আলোচনা হচ্ছে। সাবেক ফরাসি ডিফেন্ডার বিক্সেন্তে লিজারাজু টুইটারে লিখেছেন, ‘এটা কোনোভাবেই পেনাল্টি হয় না!’ মন্টেনেগ্রের বাস্কেটবল খেলোয়াড় নিকোলা ভুসেভিচ টুইট করেছেন, ‘আমার এখনো বিশ্বাস হচ্ছে না তারা ইংল্যান্ডকে পেনাল্টি দিয়েছে। এটা কোন ধরনের মজা!’ সাবেক স্কটিশ মিডফিল্ডার মাইকেল স্টুয়ার্ট বলেছেন, ‘এটা পেনাল্টি ছিল না। ভিএআর নিয়েও রেফারির সঠিক সিদ্ধান্ত দিতে না পারার মতো ব্যর্থতা আর কি হতে পারে!’
যা হওয়ার হয়েছে। ডেনমার্ককে ২-১ গোলে হারিয়ে রোববার ইউরোর ফাইনালে ইতালির মুখোমুখি হবে ইংল্যান্ড। সাবেক ইংলিশ উইঙ্গার ক্রিস ওয়াডেল পর্যন্ত বলেছেন, ‘পেনাল্টির সিদ্ধান্তে নিজেও খুশি নই। কিন্তু এখন ভেবে কী হবে! আমরা তো ফাইনালে উঠে গেছি।’
ভুলে যাওয়ার মতো একটি দিনই কাটিয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র। তাও বাজে দিনটা এল ব্রাজিলের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের সময়ই। তাঁর সুযোগ মিসের মহড়ার দিনে ব্রাজিল পারল না জিততে। হতাশা ঝরেছে ব্রাজিল কোচ দরিভাল জুনিয়রের কণ্ঠে।
১৪ মিনিট আগেবিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ হলেও দুই বিশ্বচ্যাম্পিয়ন দলকে একই টুর্নামেন্টে হারানো তো সহজ কথা নয়। প্যারাগুয়ে এবার সেই কঠিন কাজটিই করে দেখাল। ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে সেপ্টেম্বরে প্যারাগুয়ে হারিয়েছিল ব্রাজিলকে। দুই মাস পর আজ বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকেও হারিয়েছে প্যারাগুয়ে।
১ ঘণ্টা আগেএই শতাব্দির গোড়ার দিকের গল্প। বয়সভিত্তিক ক্রিকেটে গতিময় এক ফাস্ট বোলারকে চোখে পড়ল রাকিব হায়দার পাভেলের। সেই বোলার ব্যাটেও ঝড় তুলতে পারেন। বয়সভিত্তিক ক্রিকেট থেকেই পাভেল ওই অলরাউন্ডারকে নিয়ে এলেন তাঁদের প্রথম বিভাগ ক্রিকেটের আজাদ স্পোর্টিংয়ে।
১৩ ঘণ্টা আগেএবার সাফজয়ীদের পুরস্কৃত করল বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠান সাউথইস্ট ব্যাংক। প্রতিষ্ঠানটি আজ তাদের কার্যালয়ে আমন্ত্রণ জানিয়ে এই সম্মাননা জানায়। এ সময় ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল এবং কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
১৫ ঘণ্টা আগে