ক্রীড়া ডেস্ক
পিএসজি খেলোয়াড়দের এখন উৎসবের সময়। গত পরশুর স্ত্রাসবুর্গের মাঠে ড্র করে এক ম্যাচ হাতে রেখে রেকর্ড ১১ তম ফ্রেঞ্চ লিগ ওয়ানের শিরোপা জিতেছে লিওনেল মেসি-কিলিয়ান এমবাপ্পেরা।
কিন্তু উৎসবের মাঝেই প্যারিসিয়ানদের প্রার্থনায় বসতে হচ্ছে সার্জিও রিকোর জন্য। ঘোড়দৌড়ে মারাত্মক দুর্ঘটনার শিকার হয়েছেন পিএসজির স্প্যানিশ গোলরক্ষক। রিকোকে ইনটেনসিভ কেয়ারে (আইসিইউ) রাখা হয়েছে। পিএসজি জানিয়েছে, তাঁর অবস্থা আশঙ্কাজনক।
লিগ ওয়ান শিরোপা নিষ্পত্তি হওয়ার পর প্যারিসে ছুটি না কাটিয়ে নিজ দেশ স্পেনের সেভিয়ায় ফিরে যান রিকো। সেখানেই দুর্ঘটনার শিকার হোন তিনি। স্পেনের স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে বিবিসি জানিয়েছে, ২৯ বছর বয়সী রিকো স্পেনের হুয়েলভা অঞ্চলের এল রোসিওতে ঘোড়দৌড়ে অংশ নিয়েছিলেন। সেখানে দৌড়ে থাকা আরেকটি ঘোড়ার সঙ্গে সংঘর্ষে আহত হোন তিনি।
রিকোতে দুর্ঘটনাস্থল থেকে সেভিয়ার এক হাসপাতালে নিয়ে যাওয়া হয় হেলিকপ্টারে করে। গত শনিবার স্ত্রাসবুর্গের বিপক্ষে ১-১ গোলে ড্রয়ের ম্যাচে বেঞ্চে বসেছিলেন তিনি। টানা দ্বিতীয় লিগ শিরোপা নিশ্চিত হওয়ার ছুটি ঘোষিত হলে রিকো নিজ দেশে ফিরে যান।
পিএসজির এক মুখপাত্র বলেছেন, ‘তার (রিকো) অবস্থা আশঙ্কাজনক।’ পরে ক্লাব থেকে জানানো হয়, তাঁর প্রিয়জনদের সঙ্গে ক্রমাগত যোগাযোগ করা হচ্ছে।
সেভিয়ার সাবেক এই গোলরক্ষক ২০২০ সালে পিএসজিতে যোগ দেন। তার আগে ২০১৮-১৯ মৌসুমে ধারে কাটান প্রিমিয়ার লিগের ক্লাব ফুলহামে। পিএসজির হয়ে রিকো ২৯ ম্যাচ খেলেছেন। ২০১৯ সালের সেপ্টেম্বরে সেভিয়া থেকে চলে যান তিনি। তাঁর এই সাবেক স্প্যানিশ ক্লাব সামাজিক যোগাযোগমাধ্যমে রিকোর দ্রুত সুস্থতা কামনা করেছে। টুইটারে সেভিয়া লিখেছে, ‘দ্রুত সুস্থ হয়ে উঠো।’
পিএসজি খেলোয়াড়দের এখন উৎসবের সময়। গত পরশুর স্ত্রাসবুর্গের মাঠে ড্র করে এক ম্যাচ হাতে রেখে রেকর্ড ১১ তম ফ্রেঞ্চ লিগ ওয়ানের শিরোপা জিতেছে লিওনেল মেসি-কিলিয়ান এমবাপ্পেরা।
কিন্তু উৎসবের মাঝেই প্যারিসিয়ানদের প্রার্থনায় বসতে হচ্ছে সার্জিও রিকোর জন্য। ঘোড়দৌড়ে মারাত্মক দুর্ঘটনার শিকার হয়েছেন পিএসজির স্প্যানিশ গোলরক্ষক। রিকোকে ইনটেনসিভ কেয়ারে (আইসিইউ) রাখা হয়েছে। পিএসজি জানিয়েছে, তাঁর অবস্থা আশঙ্কাজনক।
লিগ ওয়ান শিরোপা নিষ্পত্তি হওয়ার পর প্যারিসে ছুটি না কাটিয়ে নিজ দেশ স্পেনের সেভিয়ায় ফিরে যান রিকো। সেখানেই দুর্ঘটনার শিকার হোন তিনি। স্পেনের স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে বিবিসি জানিয়েছে, ২৯ বছর বয়সী রিকো স্পেনের হুয়েলভা অঞ্চলের এল রোসিওতে ঘোড়দৌড়ে অংশ নিয়েছিলেন। সেখানে দৌড়ে থাকা আরেকটি ঘোড়ার সঙ্গে সংঘর্ষে আহত হোন তিনি।
রিকোতে দুর্ঘটনাস্থল থেকে সেভিয়ার এক হাসপাতালে নিয়ে যাওয়া হয় হেলিকপ্টারে করে। গত শনিবার স্ত্রাসবুর্গের বিপক্ষে ১-১ গোলে ড্রয়ের ম্যাচে বেঞ্চে বসেছিলেন তিনি। টানা দ্বিতীয় লিগ শিরোপা নিশ্চিত হওয়ার ছুটি ঘোষিত হলে রিকো নিজ দেশে ফিরে যান।
পিএসজির এক মুখপাত্র বলেছেন, ‘তার (রিকো) অবস্থা আশঙ্কাজনক।’ পরে ক্লাব থেকে জানানো হয়, তাঁর প্রিয়জনদের সঙ্গে ক্রমাগত যোগাযোগ করা হচ্ছে।
সেভিয়ার সাবেক এই গোলরক্ষক ২০২০ সালে পিএসজিতে যোগ দেন। তার আগে ২০১৮-১৯ মৌসুমে ধারে কাটান প্রিমিয়ার লিগের ক্লাব ফুলহামে। পিএসজির হয়ে রিকো ২৯ ম্যাচ খেলেছেন। ২০১৯ সালের সেপ্টেম্বরে সেভিয়া থেকে চলে যান তিনি। তাঁর এই সাবেক স্প্যানিশ ক্লাব সামাজিক যোগাযোগমাধ্যমে রিকোর দ্রুত সুস্থতা কামনা করেছে। টুইটারে সেভিয়া লিখেছে, ‘দ্রুত সুস্থ হয়ে উঠো।’
পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে রয়েছে বাংলাদেশ দল। সফরের অংশ হিসেবে ১৭ ও ১৮ নভেম্বর হবে ২ দিনের একটি প্রস্তুতি ম্যাচ। এই ম্যাচের মাধ্যমে প্রস্তুতি নেওয়ার দারুণ সুযোগ পাচ্ছেন মেহেদী হাসান মিরাজরা। মূল টেস্ট সিরিজের আগে কিছুটা আত্মবিশ্বাসও বাড়তে পারে তাঁদের। ম্যাচটি হবে অ্যান্টিগায়র স্যার ভিভ
৪ ঘণ্টা আগেভারতের আপত্তিতে পাকিস্তানের তিন শহরে ট্রফি সফর বাতিল করেছে আইসিসি। দীর্ঘ ২৮ বছর পর আইসিসির কোনো টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে তারা। তবে শুরু থেকেই বিভিন্ন আপত্তি তুলছে ভারত।
৫ ঘণ্টা আগেদ্বিতীয় দিনের ছন্দ ধরে রেখে আজ তৃতীয় দিন বাকি দুই উইকেটও নিজের ঝুলিতে নিলেন আনশুল কাম্বোজ। সঙ্গে সঙ্গে বিরল এক রেকর্ড তাঁর নামের পাশে। প্রথম শ্রেণির ক্রিকেটে একাই ১০ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখালেন হরিয়ানার এই পেসার।
৫ ঘণ্টা আগে