ক্রীড়া ডেস্ক
লিওনেল মেসিকে দুয়োধ্বনি দেওয়া যেন প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) সমর্থকদের নিয়মিত কাজ। মেসি গোল করুন বা না-ই করুন, পায়ে বল থাকলেই তাঁকে দেখে শিস বাজান সমর্থকেরা। এমন পরিস্থিতির জন্য আর্জেন্টাইন তারকা ফুটবলারকে দায়ী করছেন ফ্রান্সের সাবেক কোচ রেমন্ড ডমেনেক।
সর্বশেষ প্রতিযোগিতামূলক ফুটবলে পিএসজি খেলে শনিবার। লিগ ওয়ানের এই ম্যাচে প্যারিসিয়ানদের প্রতিপক্ষ ছিল আজাচ্চিও। পার্ক দে প্রিন্সেসে আজাচ্চিওকে ৫-০ গোলে হারায় পিএসজি। ক্রিস্তফ গালতিয়েরের শিষ্যরা বড় ব্যবধানে জিতলেও গোল পাননি মেসি। আর্জেন্টাইন তারকা ফুটবলারের পায়ে বল গেলেই মেসিকে দেখে দুয়োধ্বনি দেন পিএসজি ভক্তরা। আর ক্লাব কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে সৌদি আরবে যাওয়ায় পিএসজির থেকে দুই সপ্তাহের নিষেধাজ্ঞা পেয়েছিলেন আর্জেন্টাইন তারকা ফুটবলার। পরে অবশ্য তা কমিয়ে আনা হয়। মেসিকে দায়ী করে ফরাসি সংবাদমাধ্যম লেকিপের লেকিপ ডু সয়ার অনুষ্ঠানে ডোমেনেক বলেন, ‘পিএসজিতে সে (মেসি) সফল না। সমর্থকদের জন্য সে কিছু করার চেষ্টা করেনি। এটাই সমস্যা। এই শিসের জন্য সে নিজেই দায়ী।’
পিএসজির সঙ্গে মেসির পুরোনো চুক্তি শেষ হচ্ছে কদিন পরই। নতুন চুক্তি নিয়ে চলছে এখনো জলঘোলা। অন্যদিকে মেসির সঙ্গে আল-হিলালের প্রায় সাড়ে ৫ হাজার কোটি টাকার চুক্তির কথা গতকাল মঙ্গলবার জানিয়েছে এএফপি। আর্জেন্টাইন তারকার সঙ্গে ৪০০ মিলিয়ন পাউন্ডের (বাংলাদেশি ৫ হাজার ৪৩০ কোটি ৬৪ লাখ টাকা) চুক্তির কথা নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্র এএফপিকে জানিয়েছিলেন। পরে অবশ্য মেসির বাবা হোর্হে মেসি তা অস্বীকার করেছেন।
লিওনেল মেসিকে দুয়োধ্বনি দেওয়া যেন প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) সমর্থকদের নিয়মিত কাজ। মেসি গোল করুন বা না-ই করুন, পায়ে বল থাকলেই তাঁকে দেখে শিস বাজান সমর্থকেরা। এমন পরিস্থিতির জন্য আর্জেন্টাইন তারকা ফুটবলারকে দায়ী করছেন ফ্রান্সের সাবেক কোচ রেমন্ড ডমেনেক।
সর্বশেষ প্রতিযোগিতামূলক ফুটবলে পিএসজি খেলে শনিবার। লিগ ওয়ানের এই ম্যাচে প্যারিসিয়ানদের প্রতিপক্ষ ছিল আজাচ্চিও। পার্ক দে প্রিন্সেসে আজাচ্চিওকে ৫-০ গোলে হারায় পিএসজি। ক্রিস্তফ গালতিয়েরের শিষ্যরা বড় ব্যবধানে জিতলেও গোল পাননি মেসি। আর্জেন্টাইন তারকা ফুটবলারের পায়ে বল গেলেই মেসিকে দেখে দুয়োধ্বনি দেন পিএসজি ভক্তরা। আর ক্লাব কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে সৌদি আরবে যাওয়ায় পিএসজির থেকে দুই সপ্তাহের নিষেধাজ্ঞা পেয়েছিলেন আর্জেন্টাইন তারকা ফুটবলার। পরে অবশ্য তা কমিয়ে আনা হয়। মেসিকে দায়ী করে ফরাসি সংবাদমাধ্যম লেকিপের লেকিপ ডু সয়ার অনুষ্ঠানে ডোমেনেক বলেন, ‘পিএসজিতে সে (মেসি) সফল না। সমর্থকদের জন্য সে কিছু করার চেষ্টা করেনি। এটাই সমস্যা। এই শিসের জন্য সে নিজেই দায়ী।’
পিএসজির সঙ্গে মেসির পুরোনো চুক্তি শেষ হচ্ছে কদিন পরই। নতুন চুক্তি নিয়ে চলছে এখনো জলঘোলা। অন্যদিকে মেসির সঙ্গে আল-হিলালের প্রায় সাড়ে ৫ হাজার কোটি টাকার চুক্তির কথা গতকাল মঙ্গলবার জানিয়েছে এএফপি। আর্জেন্টাইন তারকার সঙ্গে ৪০০ মিলিয়ন পাউন্ডের (বাংলাদেশি ৫ হাজার ৪৩০ কোটি ৬৪ লাখ টাকা) চুক্তির কথা নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্র এএফপিকে জানিয়েছিলেন। পরে অবশ্য মেসির বাবা হোর্হে মেসি তা অস্বীকার করেছেন।
পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে রয়েছে বাংলাদেশ দল। সফরের অংশ হিসেবে ১৭ ও ১৮ নভেম্বর হবে ২ দিনের একটি প্রস্তুতি ম্যাচ। এই ম্যাচের মাধ্যমে প্রস্তুতি নেওয়ার দারুণ সুযোগ পাচ্ছেন মেহেদী হাসান মিরাজরা। মূল টেস্ট সিরিজের আগে কিছুটা আত্মবিশ্বাসও বাড়তে পারে তাঁদের। ম্যাচটি হবে অ্যান্টিগায়র স্যার ভিভ
৪ ঘণ্টা আগেভারতের আপত্তিতে পাকিস্তানের তিন শহরে ট্রফি সফর বাতিল করেছে আইসিসি। দীর্ঘ ২৮ বছর পর আইসিসির কোনো টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে তারা। তবে শুরু থেকেই বিভিন্ন আপত্তি তুলছে ভারত।
৪ ঘণ্টা আগেদ্বিতীয় দিনের ছন্দ ধরে রেখে আজ তৃতীয় দিন বাকি দুই উইকেটও নিজের ঝুলিতে নিলেন আনশুল কাম্বোজ। সঙ্গে সঙ্গে বিরল এক রেকর্ড তাঁর নামের পাশে। প্রথম শ্রেণির ক্রিকেটে একাই ১০ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখালেন হরিয়ানার এই পেসার।
৫ ঘণ্টা আগে