ক্রীড়া ডেস্ক
চলতি মৌসুমের পর প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) সঙ্গে চুক্তি শেষ হবে লিওনেল মেসির। ফরাসি চ্যাম্পিয়নরা মৌসুমের শেষ ম্যাচটা খেলবে আগামী ৩ জুন। নতুন মৌসুম শুরুর আগে বেশ কদিন ছুটিতে থাকবেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। এরপরের গন্তব্য কোথায় ফুটবল জাদুকরের?
পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ প্রান্তে পৌঁছানোয় এখন আবারও গুঞ্জন শুরু হয়েছে মেসির সম্ভাব্য গন্তব্য নিয়ে। ফরাসি পত্রিকা লেকিপসহ বেশ কয়েকটি ইউরোপীয় গণমাধ্যম জানিয়েছে, তাঁর পার্ক দে প্রিন্সেস ছাড়ার কথা। আর্জেন্টাইন অধিনায়ক কাতালোনিয়ায় আসবেন, নাকি নতুন ঠিকানা হিসেবে বেছে নেবেন অন্য কোনো ক্লাবকে, সেটি সময় বলে দেবে। তার আগে দেখে নেওয়া যেতে পারে মেসির গন্তব্য হিসেবে আলোচনায় থাকা ক্লাবগুলোর নাম।
আল হিলাল
ইউরোপের ফুটবল ছেড়ে বছরে ২০০ মিলিয়ন ইউরো বেতনে সৌদি আরবের ক্লাব আল-নাসরে যোগ দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। সৌদি ধনকুবেরদের চোখ এবার সিআর সেভেনের চিরপ্রতিদ্বন্দ্বী মেসির দিকে। সৌদি প্রো লিগের আরেক ক্লাব আল হিলাল বছরে ৪০০ মিলিয়ন ইউরো বেতনের চুক্তির প্রস্তাব দিয়েছে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকাকে। এই চুক্তি চূড়ান্ত করলে রোনালদোকে টপকে সর্বোচ্চ বেতনপ্রাপ্ত ফুটবলার হবেন মেসি।
ইন্টার মিয়ামি
ক্যারিয়ারের সায়াহ্নে অনেক খেলোয়াড় ইউরোপের ফুটবল ছেড়ে যোগ দেন যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগের ক্লাবে। মেসির সম্ভাবনা আছে মার্কিন ফুটবলে যাওয়ার। তাঁর গন্তব্য হিসেবে ডেভিড বেকহামের মালিকানাধীন ক্লাব ইন্টার মিয়ামির নাম শোনা যাচ্ছে অনেক দিন ধরে। তাঁর সাবেক আর্জেন্টাইন সতীর্থ গঞ্জালো হিগুয়েনও গত বছর পর্যন্ত খেলেছেন এই ক্লাবে। সকার লিগ জমিয়ে তুলতে মেসির চেয়ে আর বড় তারকা কে হতে পারেন!
নিওয়েল’স ওল্ড বয়েজ
মেসির প্রথম ক্লাব। শৈশবের পাঁচ বছর আর্জেন্টাইন ক্লাবটিতে খেলে বার্সার দৃষ্টি কেড়েছিলেন তিনি। করেছিলেন ১০০ গোল। ক্লাবটিতে খেলেছেন তাঁর সাবেক গুরু ডিয়েগো ম্যারাডোনাও। তবে নিওয়েলসের মূল দলে কখনো খেলা হয়নি মেসির। ইউরোপ ছেড়ে আর্জেন্টাইন ফুটবলে ফিরলে হয়তো এই ক্লাবের জার্সিতে দেখা যেতে পারে তাঁকে এমন গুঞ্জনও চলছে এখন।
নিউক্যাসল ইউনাইটেড
মধ্যপ্রাচ্যের বিনিয়োগে পাল্টে গেছে নিউক্যাসল। চলতি মৌসুমের প্রিমিয়ার লিগে তৃতীয় স্থানে তারা। এই স্থান ধরে রাখলে আগামী মৌসুমের চ্যাম্পিয়ন লিগে দেখা যাবে দ্য মাগপাইদের। ইউরোপের এখন অন্যতম ধনী ক্লাবটির চোখও মেসির দিকে। আর্জেন্টাইন ফরোয়ার্ড যদি সেন্ট জেমস পার্কে যান, তবে সতীর্থ হিসেবে পেতে পারেন রোনালদোকে। নিউক্যাসল যদি চ্যাম্পিয়নস লিগে খেলে, তবে সিআর সেভেন এই ক্লাবটিতে খেলবেন তখন। আল-নাসরের সঙ্গে এমনই চুক্তি হয়েছিল তাঁর।
ম্যানচেস্টার সিটি
মেসির সম্ভাব্য গন্তব্য হিসেবে এবারও শোনা যাচ্ছে সিটির নাম। ইতিহাদে যে তাঁর সাবেক গুরু পেপ গার্দিওলা আছেন। সিটিজেনরা তাঁর অধীনে প্রিমিয়ার লিগ জিতলেও চ্যাম্পিয়নস লিগের স্বাদ এখনো পায়নি। মেসি পিএসজিকে সেই স্বাদ এনে দিতে না পারলেও সিটির হয়ে আরেকটি ঝুঁকি নিতে পারেন।
বার্সেলোনা
মেসিকে কিনলেও সফল হয়নি ‘পিএসজি প্রজেক্ট’। প্যারিস ছাড়ার গুঞ্জন চললেও তাঁকে নতুন প্রস্তাব দিতে পারে ক্লাবটি। বেশ কয়েকটি স্প্যানিশ সংবাদমাধ্যমও এমনটা জানিয়েছে। তবে তিনি ফিরতে পারেন ক্যাম্প ন্যুয়ে। খেলতে পারেন সাবেক সতীর্থ জাভির অধীনে। অবশ্য বার্সায় ফিরতে হলে মেসিকে মেনে নিতে হবে হোয়ান লাপোর্তার বেশ কয়েকটি শর্ত। বার্সা প্রেসিডেন্টের কথা মেনে মেসি কাতালোনিয়ায় আসবেন, নাকি নতুন ঠিকানা হিসেবে বেছে নেবেন অন্য কোনো ক্লাবকে?
চলতি মৌসুমের পর প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) সঙ্গে চুক্তি শেষ হবে লিওনেল মেসির। ফরাসি চ্যাম্পিয়নরা মৌসুমের শেষ ম্যাচটা খেলবে আগামী ৩ জুন। নতুন মৌসুম শুরুর আগে বেশ কদিন ছুটিতে থাকবেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। এরপরের গন্তব্য কোথায় ফুটবল জাদুকরের?
পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ প্রান্তে পৌঁছানোয় এখন আবারও গুঞ্জন শুরু হয়েছে মেসির সম্ভাব্য গন্তব্য নিয়ে। ফরাসি পত্রিকা লেকিপসহ বেশ কয়েকটি ইউরোপীয় গণমাধ্যম জানিয়েছে, তাঁর পার্ক দে প্রিন্সেস ছাড়ার কথা। আর্জেন্টাইন অধিনায়ক কাতালোনিয়ায় আসবেন, নাকি নতুন ঠিকানা হিসেবে বেছে নেবেন অন্য কোনো ক্লাবকে, সেটি সময় বলে দেবে। তার আগে দেখে নেওয়া যেতে পারে মেসির গন্তব্য হিসেবে আলোচনায় থাকা ক্লাবগুলোর নাম।
আল হিলাল
ইউরোপের ফুটবল ছেড়ে বছরে ২০০ মিলিয়ন ইউরো বেতনে সৌদি আরবের ক্লাব আল-নাসরে যোগ দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। সৌদি ধনকুবেরদের চোখ এবার সিআর সেভেনের চিরপ্রতিদ্বন্দ্বী মেসির দিকে। সৌদি প্রো লিগের আরেক ক্লাব আল হিলাল বছরে ৪০০ মিলিয়ন ইউরো বেতনের চুক্তির প্রস্তাব দিয়েছে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকাকে। এই চুক্তি চূড়ান্ত করলে রোনালদোকে টপকে সর্বোচ্চ বেতনপ্রাপ্ত ফুটবলার হবেন মেসি।
ইন্টার মিয়ামি
ক্যারিয়ারের সায়াহ্নে অনেক খেলোয়াড় ইউরোপের ফুটবল ছেড়ে যোগ দেন যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগের ক্লাবে। মেসির সম্ভাবনা আছে মার্কিন ফুটবলে যাওয়ার। তাঁর গন্তব্য হিসেবে ডেভিড বেকহামের মালিকানাধীন ক্লাব ইন্টার মিয়ামির নাম শোনা যাচ্ছে অনেক দিন ধরে। তাঁর সাবেক আর্জেন্টাইন সতীর্থ গঞ্জালো হিগুয়েনও গত বছর পর্যন্ত খেলেছেন এই ক্লাবে। সকার লিগ জমিয়ে তুলতে মেসির চেয়ে আর বড় তারকা কে হতে পারেন!
নিওয়েল’স ওল্ড বয়েজ
মেসির প্রথম ক্লাব। শৈশবের পাঁচ বছর আর্জেন্টাইন ক্লাবটিতে খেলে বার্সার দৃষ্টি কেড়েছিলেন তিনি। করেছিলেন ১০০ গোল। ক্লাবটিতে খেলেছেন তাঁর সাবেক গুরু ডিয়েগো ম্যারাডোনাও। তবে নিওয়েলসের মূল দলে কখনো খেলা হয়নি মেসির। ইউরোপ ছেড়ে আর্জেন্টাইন ফুটবলে ফিরলে হয়তো এই ক্লাবের জার্সিতে দেখা যেতে পারে তাঁকে এমন গুঞ্জনও চলছে এখন।
নিউক্যাসল ইউনাইটেড
মধ্যপ্রাচ্যের বিনিয়োগে পাল্টে গেছে নিউক্যাসল। চলতি মৌসুমের প্রিমিয়ার লিগে তৃতীয় স্থানে তারা। এই স্থান ধরে রাখলে আগামী মৌসুমের চ্যাম্পিয়ন লিগে দেখা যাবে দ্য মাগপাইদের। ইউরোপের এখন অন্যতম ধনী ক্লাবটির চোখও মেসির দিকে। আর্জেন্টাইন ফরোয়ার্ড যদি সেন্ট জেমস পার্কে যান, তবে সতীর্থ হিসেবে পেতে পারেন রোনালদোকে। নিউক্যাসল যদি চ্যাম্পিয়নস লিগে খেলে, তবে সিআর সেভেন এই ক্লাবটিতে খেলবেন তখন। আল-নাসরের সঙ্গে এমনই চুক্তি হয়েছিল তাঁর।
ম্যানচেস্টার সিটি
মেসির সম্ভাব্য গন্তব্য হিসেবে এবারও শোনা যাচ্ছে সিটির নাম। ইতিহাদে যে তাঁর সাবেক গুরু পেপ গার্দিওলা আছেন। সিটিজেনরা তাঁর অধীনে প্রিমিয়ার লিগ জিতলেও চ্যাম্পিয়নস লিগের স্বাদ এখনো পায়নি। মেসি পিএসজিকে সেই স্বাদ এনে দিতে না পারলেও সিটির হয়ে আরেকটি ঝুঁকি নিতে পারেন।
বার্সেলোনা
মেসিকে কিনলেও সফল হয়নি ‘পিএসজি প্রজেক্ট’। প্যারিস ছাড়ার গুঞ্জন চললেও তাঁকে নতুন প্রস্তাব দিতে পারে ক্লাবটি। বেশ কয়েকটি স্প্যানিশ সংবাদমাধ্যমও এমনটা জানিয়েছে। তবে তিনি ফিরতে পারেন ক্যাম্প ন্যুয়ে। খেলতে পারেন সাবেক সতীর্থ জাভির অধীনে। অবশ্য বার্সায় ফিরতে হলে মেসিকে মেনে নিতে হবে হোয়ান লাপোর্তার বেশ কয়েকটি শর্ত। বার্সা প্রেসিডেন্টের কথা মেনে মেসি কাতালোনিয়ায় আসবেন, নাকি নতুন ঠিকানা হিসেবে বেছে নেবেন অন্য কোনো ক্লাবকে?
পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে রয়েছে বাংলাদেশ দল। সফরের অংশ হিসেবে ১৭ ও ১৮ নভেম্বর হবে ২ দিনের একটি প্রস্তুতি ম্যাচ। এই ম্যাচের মাধ্যমে প্রস্তুতি নেওয়ার দারুণ সুযোগ পাচ্ছেন মেহেদী হাসান মিরাজরা। মূল টেস্ট সিরিজের আগে কিছুটা আত্মবিশ্বাসও বাড়তে পারে তাঁদের। ম্যাচটি হবে অ্যান্টিগায়র স্যার ভিভ
৮ ঘণ্টা আগেভারতের আপত্তিতে পাকিস্তানের তিন শহরে ট্রফি সফর বাতিল করেছে আইসিসি। দীর্ঘ ২৮ বছর পর আইসিসির কোনো টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে তারা। তবে শুরু থেকেই বিভিন্ন আপত্তি তুলছে ভারত।
৯ ঘণ্টা আগেদ্বিতীয় দিনের ছন্দ ধরে রেখে আজ তৃতীয় দিন বাকি দুই উইকেটও নিজের ঝুলিতে নিলেন আনশুল কাম্বোজ। সঙ্গে সঙ্গে বিরল এক রেকর্ড তাঁর নামের পাশে। প্রথম শ্রেণির ক্রিকেটে একাই ১০ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখালেন হরিয়ানার এই পেসার।
৯ ঘণ্টা আগে