কাসেমিরোর অভিষেক রাঙালেন ফার্নান্দেস

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ২৭ আগস্ট ২০২২, ২০: ৩৯

ব্রুনো ফার্নান্দেসের একমাত্র গোলে সাউদাম্পটনকে তাদেরই মাঠে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। সেন্ট ম্যারি স্টেডিয়ামে ১-০ গোলের কষ্টার্জিত জয় পেয়েছে রেড ডেভিলরা। প্রিমিয়ার লিগের শুরুতে প্রথম দুই ম্যাচে হেরেছিল এরিক টেন হাগের দল। তবে লিভারপুলের বিপক্ষে রোমাঞ্চকর জয়ের পর এবার সেইন্টদের হারাল তারা। 

সাউদাম্পটেনের বিপক্ষে এই জয়ে এক অপেক্ষাও শেষ হলো ম্যানইউর। লিগে টানা সাত অ্যাওয়ে ম্যাচ হারের পর জয়ের মুখ দেখল তারা। সাউদাম্পটনের বিপক্ষে পরীক্ষা দিয়েই জিততে হয়েছে রেড ডেভিলদের। বিরতির ১০ মিনিট পর ‘ডেডলক’ ভাঙেন ব্রুনো। তাঁর পর্তুগিজ সতীর্থ ডিফেন্ডার দিয়েগো দালোতের ক্রস থেকে দুর্দান্ত হাফ-ভলিতে বল জালে পাঠান ২৭ বছর বয়সী মিডফিল্ডার। 

এরপর সমতায় ফিরতে মুহুর্মুহু আক্রমণে ম্যানইউর রক্ষণভাগকে ব্যস্ত রাখে সাউদাম্পটন। তবে রাফায়েল ভারানে-লিসান্দ্রো মার্তিনেসদের দৃঢ়তায় রক্ষণে ফাটল ধরাতে পারেনি তারা। গোলরক্ষক ডেভিড ডি গিয়াও ছিলেন বেশ সতর্ক। এই ম্যাচ দিয়ে রেড ডেভিলদের জার্সিতে অভিষেক হলো রিয়াল মাদ্রিদ ছেড়ে সদ্য ওল্ড ট্রাফোর্ডে আসা কাসেমিরোর। ৮০ মিনিটে অ্যান্থনি এলেঙ্গার বদলি হিসেবে ব্রাজিলিয়ান মিডফিল্ডার মাঠে নামেন। 

তবে এই ম্যাচেও একাদশে জায়গা হয়নি ক্রিস্টিয়ানো রোনালদোর। লিভারপুলের বিপক্ষে যে একাদশ সাজিয়েছিলেন তাতেই আস্থা রাখেন টেন হাগ। ৬৮ মিনিট জাদোন সানচোর পরিবর্তে মাঠে নামেন পর্তুগিজ উইঙ্গার। তবে নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি সিআর সেভেন। 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরাসরি সমুদ্রপথে বাণিজ্য সম্পর্কের ঐতিহাসিক যুগে বাংলাদেশ–পাকিস্তান, শঙ্কায় ভারত

দ্রুত বেতন-ভাতা পাবে এমপিওভুক্ত প্রতিষ্ঠান

দেশে স্যাটেলাইট ইন্টারনেট চালুর উদ্যোগ, সুযোগ পেতে পারে ইলন মাস্কের স্টারলিংক

গাজীপুরে বেতন পেলেন ৫ কারখানার সাড়ে ৩ হাজার শ্রমিক, কাজে যোগ দেবে কাল

মালামালের সঙ্গে শিশুকেও তুলে নিয়ে গেল দুর্বৃত্তরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত