ক্রীড়া ডেস্ক
প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) জার্সিতে যেন গোল করতেই ভুলে গেছেন লিওনেল মেসি। ফর্মহীনতায় ভোগা মেসিকে দেখলে পিএসজির সমর্থকেরা দেন দুয়োধ্বনি। আর্জেন্টাইন তারকা ফুটবলারকে অপমান করায় খেপেছেন ফ্রান্সের সাবেক ফুটবলার ইমানুয়াল পেতিত।
গত পরশু পার্ক দে প্রিন্সেসে লিগ ওয়ানে লিওঁর মুখোমুখি হয় পিএসজি। ম্যাচ শুরুর আগে মাঠের পর্দায় মেসির নাম ভেসে উঠতেই পিএসজির সমর্থকেরা দুয়ো দিতে শুরু করেন। খেলার মাঝে বিভিন্ন সময় মেসি বল পেলেই শিস আর দুয়োধ্বনি দিচ্ছিলেন তাঁরা। সমর্থকদের এমন আচরণ মোটেও ভালো লাগেনি পেতিতের কাছে। আরএমসি স্পোর্টসকে ফ্রান্সের সাবেক এই ফুটবলার বলেছেন, ‘মেসিকে দেখে শিস দেওয়া ফুটবলের জন্যই অপমান। এই ক্লাব ছেড়ে দাও লিও। এটি কোনো ফুটবল ক্লাব নয়, বরং অবসরপূর্ব একটি ক্লাব। পিএসজিতে কেউ উন্নতি করতে পারেনি। সেই দোষ কি মেসির?’
জাতীয় দলের হয়ে কদিন আগে শত গোলের মাইলফলক অতিক্রম করা মেসির পিএসজির সঙ্গে জুনেই চুক্তি শেষ হবে। ফরাসি এই ক্লাবের সমর্থকদের এমন আচরণের পর ক্লাবের সঙ্গে এই তারকা ফুটবলার চুক্তি নবায়ন হয়তো নাও করতে পারেন।
চলতি মৌসুমে লিগ ওয়ানে ২৪ ম্যাচ খেলেন মেসি। ১৩ গোল এবং সমানসংখ্যক অ্যাসিস্ট করেছেন আর্জেন্টাইন এই তারকা ফুটবলার। তবে চ্যাম্পিয়নস লিগে নিজের ছায়া হয়ে ছিলেন বিশ্বকাপ জয়ী এই ফুটবলার। দলের বাজে পারফরম্যান্সের সঙ্গে মেসির ছন্দহীনতায় শেষ ষোলো থেকেই ছিটকে পড়েছিল পিএসজি।
প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) জার্সিতে যেন গোল করতেই ভুলে গেছেন লিওনেল মেসি। ফর্মহীনতায় ভোগা মেসিকে দেখলে পিএসজির সমর্থকেরা দেন দুয়োধ্বনি। আর্জেন্টাইন তারকা ফুটবলারকে অপমান করায় খেপেছেন ফ্রান্সের সাবেক ফুটবলার ইমানুয়াল পেতিত।
গত পরশু পার্ক দে প্রিন্সেসে লিগ ওয়ানে লিওঁর মুখোমুখি হয় পিএসজি। ম্যাচ শুরুর আগে মাঠের পর্দায় মেসির নাম ভেসে উঠতেই পিএসজির সমর্থকেরা দুয়ো দিতে শুরু করেন। খেলার মাঝে বিভিন্ন সময় মেসি বল পেলেই শিস আর দুয়োধ্বনি দিচ্ছিলেন তাঁরা। সমর্থকদের এমন আচরণ মোটেও ভালো লাগেনি পেতিতের কাছে। আরএমসি স্পোর্টসকে ফ্রান্সের সাবেক এই ফুটবলার বলেছেন, ‘মেসিকে দেখে শিস দেওয়া ফুটবলের জন্যই অপমান। এই ক্লাব ছেড়ে দাও লিও। এটি কোনো ফুটবল ক্লাব নয়, বরং অবসরপূর্ব একটি ক্লাব। পিএসজিতে কেউ উন্নতি করতে পারেনি। সেই দোষ কি মেসির?’
জাতীয় দলের হয়ে কদিন আগে শত গোলের মাইলফলক অতিক্রম করা মেসির পিএসজির সঙ্গে জুনেই চুক্তি শেষ হবে। ফরাসি এই ক্লাবের সমর্থকদের এমন আচরণের পর ক্লাবের সঙ্গে এই তারকা ফুটবলার চুক্তি নবায়ন হয়তো নাও করতে পারেন।
চলতি মৌসুমে লিগ ওয়ানে ২৪ ম্যাচ খেলেন মেসি। ১৩ গোল এবং সমানসংখ্যক অ্যাসিস্ট করেছেন আর্জেন্টাইন এই তারকা ফুটবলার। তবে চ্যাম্পিয়নস লিগে নিজের ছায়া হয়ে ছিলেন বিশ্বকাপ জয়ী এই ফুটবলার। দলের বাজে পারফরম্যান্সের সঙ্গে মেসির ছন্দহীনতায় শেষ ষোলো থেকেই ছিটকে পড়েছিল পিএসজি।
পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে রয়েছে বাংলাদেশ দল। সফরের অংশ হিসেবে ১৭ ও ১৮ নভেম্বর হবে ২ দিনের একটি প্রস্তুতি ম্যাচ। এই ম্যাচের মাধ্যমে প্রস্তুতি নেওয়ার দারুণ সুযোগ পাচ্ছেন মেহেদী হাসান মিরাজরা। মূল টেস্ট সিরিজের আগে কিছুটা আত্মবিশ্বাসও বাড়তে পারে তাঁদের। ম্যাচটি হবে অ্যান্টিগায়র স্যার ভিভ
৮ ঘণ্টা আগেভারতের আপত্তিতে পাকিস্তানের তিন শহরে ট্রফি সফর বাতিল করেছে আইসিসি। দীর্ঘ ২৮ বছর পর আইসিসির কোনো টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে তারা। তবে শুরু থেকেই বিভিন্ন আপত্তি তুলছে ভারত।
৯ ঘণ্টা আগেদ্বিতীয় দিনের ছন্দ ধরে রেখে আজ তৃতীয় দিন বাকি দুই উইকেটও নিজের ঝুলিতে নিলেন আনশুল কাম্বোজ। সঙ্গে সঙ্গে বিরল এক রেকর্ড তাঁর নামের পাশে। প্রথম শ্রেণির ক্রিকেটে একাই ১০ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখালেন হরিয়ানার এই পেসার।
৯ ঘণ্টা আগে