‘জয় বেশিক্ষণ স্থায়ী হয় না’

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২২, ১৬: ২০

লুসাইলে গতকাল মেক্সিকোকে হারিয়ে আর্জেন্টিনা টিকে রইল ঠিকই। তবে আর্জেন্টিনার দ্বিতীয় রাউন্ডে খেলা এখনো অনেক ‘যদি-কিন্তুর’ ওপর নির্ভর করছে। কোচ লিওনেল স্কালোনি যেন সেটাই মনে করিয়ে দিলেন। 

গতকাল মেক্সিকোর বিপক্ষে আর্জেন্টিনা ম্যাচ জিতেছে ২-০ ব্যবধানে। দুটো গোলেই অবদান রেখেছেন লিওনেল মেসি। ৬৪ মিনিটে মেসি নিজে গোল করেছেন। এরপর ৮৭ মিনিটে এনজো ফার্নান্দেজকে দিয়ে গোল করিয়েছেন মেসি। দুটো গোলে অবদান রেখে ম্যাচসেরা হয়েছেন মেসি। এই ম্যাচ জয়ের পর আগামী ৩০ নভেম্বর পোল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে আর্জেন্টিনা।

আর্জেন্টিনা ফুটবল সম্পর্কিত খবর জানতে এখানে ক্লিক করুন

পোলিশদের হারালেই সমীকরণ ছাড়া দ্বিতীয় রাউন্ডে উঠবে আকাশি-নীলরা। ড্র করলে তাকিয়ে থাকতে হবে মেক্সিকো-সৌদি আরব ম্যাচের ফলের দিকে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, ‘আমাদের পরের ম্যাচের কথা ভাবতে হবে। জয় বেশিক্ষণ স্থায়ী হয় না। আপনাকে ভারসাম্য বজায় রাখতে হবে।’ 

প্রথমার্ধে গতকাল আর্জেন্টিনাকে কিছুটা ছন্নছাড়া মনে হচ্ছিল। এই ব্যাপারে স্কালোনি বলেন, ‘আমরা প্রথমার্ধে ভালো খেলতে পারিনি। কারণ আমরা তখন বদলি খেলোয়াড় ব্যবহার করিনি। আমাদের তখন ভালো খেলোয়াড় ছিল। সবচেয়ে বড় কথা, লিও ছিল।’ 

বিশ্বকাপ ফুটবল সম্পর্কিত আরও পড়ুন:

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরাসরি সমুদ্রপথে বাণিজ্য সম্পর্কের ঐতিহাসিক যুগে বাংলাদেশ–পাকিস্তান, শঙ্কায় ভারত

দ্রুত বেতন-ভাতা পাবে এমপিওভুক্ত প্রতিষ্ঠান

দেশে স্যাটেলাইট ইন্টারনেট চালুর উদ্যোগ, সুযোগ পেতে পারে ইলন মাস্কের স্টারলিংক

গাজীপুরে বেতন পেলেন ৫ কারখানার সাড়ে ৩ হাজার শ্রমিক, কাজে যোগ দেবে কাল

মালামালের সঙ্গে শিশুকেও তুলে নিয়ে গেল দুর্বৃত্তরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত