নিজস্ব প্রতিবেদক, ঢাকা
খেলতে নামলেই চোট। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামের টার্ফ বাংলাদেশের ফুটবলারদের জন্য রীতিমতো আতঙ্ক! মানহীন এই টার্ফ নিয়ে আগেও সমালোচনা করেছেন বাইরের দলের কোচেরা। এবারের অনূর্ধ্ব-২০ নারী সাফেও কোচদের মুখে কমলাপুরের টার্ফ নিয়ে ক্ষোভ।
টুর্নামেন্টের প্রথম ম্যাচে ভারতের মেয়েদের কাছে ১২ গোল হজম করেছিল ভুটান। আজ নেপালের কাছে ৪-০ গোলে হেরে বিদায় নিয়েছে টুর্নামেন্ট থেকেই। শেষ আগামী পরশু স্বাগতিক বাংলাদেশের মুখোমুখি হবে কর্মা দেমার দল।
দুই ম্যাচে ১৬ গোল খাওয়া দলটা বাংলাদেশের বিপক্ষে কেমন খেলবে সেটা জানতে চাওয়া হয়েছিল আজ ম্যাচের পর সংবাদ সম্মেলনে। স্বাগতিক দলের বিপক্ষে ম্যাচ খেলার দুশ্চিন্তার কথা লুকাননি ভুটান কোচ কর্মা দেমা। তবে এর চেয়েও বড় শঙ্কার কথা জানালেন তিনি। বাংলাদেশের বিপক্ষে সেরা দলটা সাজাতেই নাকি হিমশিম খাচ্ছেন বলেও দাবি ভুটান কোচের। কর্মা বললেন, ‘আমি দুশ্চিন্তায় আছি। আমার দলের প্রধান গোলরক্ষক, দুই সেন্ট্রাল ডিফেন্ডার আগের ম্যাচেই চোটে পড়েছে। আজও এক ডিফেন্ডার আহত। আমার মূল দলের ৪-৫ ফুটবলার এখন আহত।’
ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে আহত হয়ে গোলরক্ষক নরবু জাংমো, দুই ডিফেন্ডার-গঙ্গা ঘালি ও সোনম গাকি পেলজম দলের বাইরে। নেপাল ম্যাচে চোটে পড়েছেন চন্দ্রা পোওডেল। গোলরক্ষক নরবুকে হাড় ভেঙ্গে হাসপাতালে যেতে হয়েছে বলে জানিয়েছেন কর্মা দেমা। নিজ দেশে টার্ফে খেললেও কমলাপুরের মতো ‘বাজে’ টার্ফ দেখেননি বলে মন্তব্য ভুটান কোচের। বললেন, ‘টার্ফে আমরা আগেও খেলেছি। কিন্তু এমন বাজে টার্ফ আগে কখনো দেখিনি।’
কমলাপুরের টার্ফের সমালোচনা করেছেন নেপালের কোচ ইয়াম প্রসাদও। বাংলাদেশের কাছে হেরে বলের সমালোচনা করেছিলেন তিনি। আজ ৪-০ গোলে জিতে মাঠের সমালোচনা তাঁর মুখে, ‘নেপালের টার্ফের সঙ্গে এখানের টার্ফের অনেক পার্থক্য। আমাদের দলের অন্যতম মূল খেলোয়াড় কুসুম খাটিওয়াদা হাঁটুতে চোট পেয়েছে। এই টার্ফ অনেক শক্ত। হ্যামস্ট্রিং, হাঁটুতে চোট, ছিলে যাওয়াসহ সব রকম চোটই আছে আমার দলে। সবই হয়েছে এই মাঠে খেলে।’
বিদেশি দলতো বটেই, কমলাপুরের মাঠে খেলতে চান না বাংলাদেশের পেশাদার লিগের ফুটবলাররাও। গত মৌসুমে এই মাঠেই স্বাধীনতা কাপে চোটে পড়ে এক মৌসুম মাঠের বাইরে ছিলেন ডিফেন্ডার তপু বর্মন। কমলাপুরে খেলার প্রতিবাদে নাম সরিয়ে নিয়েছিল বসুন্ধরা কিংসের মতো দল।
ভুটান-নেপাল কোচের সমালোচনার বিষয়টি জানানো হয় বাফুফে নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণকে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সংস্কার শেষ না হওয়া পর্যন্ত কমলাপুর স্টেডিয়ামের সংস্কার কাজ শুরু করা কঠিন হবে বলে জানিয়েছেন তিনি।
খেলতে নামলেই চোট। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামের টার্ফ বাংলাদেশের ফুটবলারদের জন্য রীতিমতো আতঙ্ক! মানহীন এই টার্ফ নিয়ে আগেও সমালোচনা করেছেন বাইরের দলের কোচেরা। এবারের অনূর্ধ্ব-২০ নারী সাফেও কোচদের মুখে কমলাপুরের টার্ফ নিয়ে ক্ষোভ।
টুর্নামেন্টের প্রথম ম্যাচে ভারতের মেয়েদের কাছে ১২ গোল হজম করেছিল ভুটান। আজ নেপালের কাছে ৪-০ গোলে হেরে বিদায় নিয়েছে টুর্নামেন্ট থেকেই। শেষ আগামী পরশু স্বাগতিক বাংলাদেশের মুখোমুখি হবে কর্মা দেমার দল।
দুই ম্যাচে ১৬ গোল খাওয়া দলটা বাংলাদেশের বিপক্ষে কেমন খেলবে সেটা জানতে চাওয়া হয়েছিল আজ ম্যাচের পর সংবাদ সম্মেলনে। স্বাগতিক দলের বিপক্ষে ম্যাচ খেলার দুশ্চিন্তার কথা লুকাননি ভুটান কোচ কর্মা দেমা। তবে এর চেয়েও বড় শঙ্কার কথা জানালেন তিনি। বাংলাদেশের বিপক্ষে সেরা দলটা সাজাতেই নাকি হিমশিম খাচ্ছেন বলেও দাবি ভুটান কোচের। কর্মা বললেন, ‘আমি দুশ্চিন্তায় আছি। আমার দলের প্রধান গোলরক্ষক, দুই সেন্ট্রাল ডিফেন্ডার আগের ম্যাচেই চোটে পড়েছে। আজও এক ডিফেন্ডার আহত। আমার মূল দলের ৪-৫ ফুটবলার এখন আহত।’
ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে আহত হয়ে গোলরক্ষক নরবু জাংমো, দুই ডিফেন্ডার-গঙ্গা ঘালি ও সোনম গাকি পেলজম দলের বাইরে। নেপাল ম্যাচে চোটে পড়েছেন চন্দ্রা পোওডেল। গোলরক্ষক নরবুকে হাড় ভেঙ্গে হাসপাতালে যেতে হয়েছে বলে জানিয়েছেন কর্মা দেমা। নিজ দেশে টার্ফে খেললেও কমলাপুরের মতো ‘বাজে’ টার্ফ দেখেননি বলে মন্তব্য ভুটান কোচের। বললেন, ‘টার্ফে আমরা আগেও খেলেছি। কিন্তু এমন বাজে টার্ফ আগে কখনো দেখিনি।’
কমলাপুরের টার্ফের সমালোচনা করেছেন নেপালের কোচ ইয়াম প্রসাদও। বাংলাদেশের কাছে হেরে বলের সমালোচনা করেছিলেন তিনি। আজ ৪-০ গোলে জিতে মাঠের সমালোচনা তাঁর মুখে, ‘নেপালের টার্ফের সঙ্গে এখানের টার্ফের অনেক পার্থক্য। আমাদের দলের অন্যতম মূল খেলোয়াড় কুসুম খাটিওয়াদা হাঁটুতে চোট পেয়েছে। এই টার্ফ অনেক শক্ত। হ্যামস্ট্রিং, হাঁটুতে চোট, ছিলে যাওয়াসহ সব রকম চোটই আছে আমার দলে। সবই হয়েছে এই মাঠে খেলে।’
বিদেশি দলতো বটেই, কমলাপুরের মাঠে খেলতে চান না বাংলাদেশের পেশাদার লিগের ফুটবলাররাও। গত মৌসুমে এই মাঠেই স্বাধীনতা কাপে চোটে পড়ে এক মৌসুম মাঠের বাইরে ছিলেন ডিফেন্ডার তপু বর্মন। কমলাপুরে খেলার প্রতিবাদে নাম সরিয়ে নিয়েছিল বসুন্ধরা কিংসের মতো দল।
ভুটান-নেপাল কোচের সমালোচনার বিষয়টি জানানো হয় বাফুফে নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণকে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সংস্কার শেষ না হওয়া পর্যন্ত কমলাপুর স্টেডিয়ামের সংস্কার কাজ শুরু করা কঠিন হবে বলে জানিয়েছেন তিনি।
ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগেই টেস্টের অধিনায়কত্ব ছেড়েছিলেন টিম সাউদি। নতুন অধিনায়ক টম লাথামের নেতৃত্বে ভারতকে পরে টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করে নিউজিল্যান্ড। ভারত সিরিজ শেষের প্রায় দুই সপ্তাহ পর অবসরের খবরটা জানিয়েই দিলেন সাউদি।
৭ মিনিট আগেবার্বাডোজে ২৯ জুন টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর উড়ছে ভারত। জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা, বাংলাদেশ-টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ ভারত জিতেছে। ভারতের সামনে এবার টানা চারটি সিরিজ জয়ের সুযোগ।
১ ঘণ্টা আগেসার্চ কমিটির দেওয়া প্রতিবেদন যাচাই-বাছাই করে গতকাল ৯টি ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠন করে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। রাত সাড়ে নয়টার পর জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক বিবৃতিতে এমনটা জানানো হয়।
১ ঘণ্টা আগেখেলার মাঠে হট্টগোলের ঘটনা খুবই পরিচিত দৃশ্য এখন। বিশ্বকাপ, কোপা আমেরিকা, ইউরোর মতো মেজর ইভেন্টে দর্শকদের মধ্যে মারাত্মক হাতাহাতির ঘটনা ঘটে। উয়েফা নেশনস লিগের ম্যাচেও লেগেছে তার ছোঁয়া। গত রাতে ফ্রান্স-ইসরায়েল ম্যাচে ঘটে গেছে তুলকালাম কাণ্ড।
২ ঘণ্টা আগে