নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিয়ম অনুযায়ী বাংলাদেশ-নেপাল ম্যাচটি ফিফার প্রীতি ম্যাচ। দুই প্রীতি ম্যাচের জন্য আবার ট্রফিও আছে। ট্রফি থাকায় বাংলাদেশ-নেপাল সিরিজে কোনো ফল না হলে ৯০ মিনিট শেষে খেলা গড়াবে টাইব্রেকারে। শেষ পর্যন্ত হলোও তাই। টাইব্রেকারে গিয়ে নেপালের কাছে শেষে ট্রফি হারাল বাংলাদেশ।
বৃহস্পতিবার নেপালের সঙ্গে প্রথম ম্যাচটা ১-১ গোলে ড্র করেছিল বাংলাদেশ। আজ দ্বিতীয় ম্যাচে গোল পায়নি কোনো দলই। খেলা শেষ হয়েছে গোলশূন্য ড্রয়ে। তবে যেহেতু সিরিজ, দুই দলের সমঝোতা অনুযায়ী ৯০ মিনিট শেষ হতেই খেলা গড়াল টাইব্রেকারে। সেখানে বাংলাদেশের টাইব্রেকারে হার ৪-২ ব্যবধানে। স্বাগতিকদের হয়ে শট জালে ব্যর্থ হয়েছেন শিউলি আজিম ও মারিয়া মান্দা। ফিফার নিয়ম অনুযায়ী অবশ্য দুই খেলার ফল থাকবে অমীমাংসিতই।
কমলাপুরের শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে আজ গোল করতে পারেনি কোনো দলই। তৈরি করতে পারেনি পরিষ্কার কোনো সুযোগও। অথচ খেলার শুরুতে মনে হচ্ছিল প্রথম ম্যাচের ম্যাড়ম্যাড়ে মোড়ক থেকে বের হয়ে দ্বিতীয় ম্যাচে ভালো ফুটবল উপহার দেবে দুই দল।
আজ ম্যাচের ৪ মিনিটেই নেপালের ক্রসবার কাঁপান সাবিনা খাতুন। মণিকা চাকমার ফ্রি-কিক ধরে সাবিনার শটে নেপাল গোলরক্ষক আনজিলা সুব্বা হার মানলেও শট থেকে ক্রসবারে।
নেপালের পাল্টা জবাব দুই মিনিট পরেই। বক্সের বাইরে থেকে সাবিত্রা ভান্ডারির শট হেডে বিপদমুক্ত করেন মাসুরা পারভিন।
প্রথমার্ধের শেষ হওয়ার এক মিনিট আগে এই সাবিত্রাই আবারও পরীক্ষা নিলেন বাংলাদেশের রক্ষণের। স্বাগতিক দুই খেলোয়াড়কে কাটিয়ে বক্সের মুখ থেকে মাটি কামড়ানো শট নেন সাবিত্রা। গোলরক্ষক রুপনা চাকমা দ্বিতীয় প্রচেষ্টায় ঠেকান সেই শট।
প্রথমার্ধে বাংলাদেশের ম্যাড়ম্যাড়ে আক্রমণভাগে গতি ফেরাতে দ্বিতীয়ার্ধে তিন পরিবর্তনে। কৃষ্ণা রানী সরকার, তহুরা খাতুন, সানজিদা আক্তারের পরিবর্তে মাতসুশিমা সুমাইয়া, শাহেদা আক্তার রিপা ও ঋতুপর্ণা চাকমা নামেন মাঠে। এই অর্ধে খেলায় গতি থাকলেও ৯০ মিনিট পর্যন্ত বলার মতো কোনো আক্রমণই গড়তে পারেনি দুই দল। খেলার শেষ দিকে নেপালের গোলরক্ষক পরিবর্তনেই বোঝা গেল গত সেপ্টেম্বরে সাফের হারের শোধ নিতে মরিয়া দেশটি।
টাইব্রেকারে প্রথম শটে গোল পেয়েছে দুই দলই। দ্বিতীয় শটে এসে তাল পাকালেন বাংলাদেশের শিউলি আজিম। তার শট ঠেকালেন নেপালের বদলি গোলরক্ষক অঞ্জনা রানা মাগার। বাংলাদেশের তৃতীয় শটে মারিয়া মান্দাও শট জালে ঠেলতে ব্যর্থ। নেপালি গোলরক্ষক রানা মাগার নিজে শট নিয়ে সাইড বারে মারলেও দুই শট ঠেকিয়ে জিতিয়েছেন নেপালকে।
নিয়ম অনুযায়ী বাংলাদেশ-নেপাল ম্যাচটি ফিফার প্রীতি ম্যাচ। দুই প্রীতি ম্যাচের জন্য আবার ট্রফিও আছে। ট্রফি থাকায় বাংলাদেশ-নেপাল সিরিজে কোনো ফল না হলে ৯০ মিনিট শেষে খেলা গড়াবে টাইব্রেকারে। শেষ পর্যন্ত হলোও তাই। টাইব্রেকারে গিয়ে নেপালের কাছে শেষে ট্রফি হারাল বাংলাদেশ।
বৃহস্পতিবার নেপালের সঙ্গে প্রথম ম্যাচটা ১-১ গোলে ড্র করেছিল বাংলাদেশ। আজ দ্বিতীয় ম্যাচে গোল পায়নি কোনো দলই। খেলা শেষ হয়েছে গোলশূন্য ড্রয়ে। তবে যেহেতু সিরিজ, দুই দলের সমঝোতা অনুযায়ী ৯০ মিনিট শেষ হতেই খেলা গড়াল টাইব্রেকারে। সেখানে বাংলাদেশের টাইব্রেকারে হার ৪-২ ব্যবধানে। স্বাগতিকদের হয়ে শট জালে ব্যর্থ হয়েছেন শিউলি আজিম ও মারিয়া মান্দা। ফিফার নিয়ম অনুযায়ী অবশ্য দুই খেলার ফল থাকবে অমীমাংসিতই।
কমলাপুরের শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে আজ গোল করতে পারেনি কোনো দলই। তৈরি করতে পারেনি পরিষ্কার কোনো সুযোগও। অথচ খেলার শুরুতে মনে হচ্ছিল প্রথম ম্যাচের ম্যাড়ম্যাড়ে মোড়ক থেকে বের হয়ে দ্বিতীয় ম্যাচে ভালো ফুটবল উপহার দেবে দুই দল।
আজ ম্যাচের ৪ মিনিটেই নেপালের ক্রসবার কাঁপান সাবিনা খাতুন। মণিকা চাকমার ফ্রি-কিক ধরে সাবিনার শটে নেপাল গোলরক্ষক আনজিলা সুব্বা হার মানলেও শট থেকে ক্রসবারে।
নেপালের পাল্টা জবাব দুই মিনিট পরেই। বক্সের বাইরে থেকে সাবিত্রা ভান্ডারির শট হেডে বিপদমুক্ত করেন মাসুরা পারভিন।
প্রথমার্ধের শেষ হওয়ার এক মিনিট আগে এই সাবিত্রাই আবারও পরীক্ষা নিলেন বাংলাদেশের রক্ষণের। স্বাগতিক দুই খেলোয়াড়কে কাটিয়ে বক্সের মুখ থেকে মাটি কামড়ানো শট নেন সাবিত্রা। গোলরক্ষক রুপনা চাকমা দ্বিতীয় প্রচেষ্টায় ঠেকান সেই শট।
প্রথমার্ধে বাংলাদেশের ম্যাড়ম্যাড়ে আক্রমণভাগে গতি ফেরাতে দ্বিতীয়ার্ধে তিন পরিবর্তনে। কৃষ্ণা রানী সরকার, তহুরা খাতুন, সানজিদা আক্তারের পরিবর্তে মাতসুশিমা সুমাইয়া, শাহেদা আক্তার রিপা ও ঋতুপর্ণা চাকমা নামেন মাঠে। এই অর্ধে খেলায় গতি থাকলেও ৯০ মিনিট পর্যন্ত বলার মতো কোনো আক্রমণই গড়তে পারেনি দুই দল। খেলার শেষ দিকে নেপালের গোলরক্ষক পরিবর্তনেই বোঝা গেল গত সেপ্টেম্বরে সাফের হারের শোধ নিতে মরিয়া দেশটি।
টাইব্রেকারে প্রথম শটে গোল পেয়েছে দুই দলই। দ্বিতীয় শটে এসে তাল পাকালেন বাংলাদেশের শিউলি আজিম। তার শট ঠেকালেন নেপালের বদলি গোলরক্ষক অঞ্জনা রানা মাগার। বাংলাদেশের তৃতীয় শটে মারিয়া মান্দাও শট জালে ঠেলতে ব্যর্থ। নেপালি গোলরক্ষক রানা মাগার নিজে শট নিয়ে সাইড বারে মারলেও দুই শট ঠেকিয়ে জিতিয়েছেন নেপালকে।
পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে রয়েছে বাংলাদেশ দল। সফরের অংশ হিসেবে ১৭ ও ১৮ নভেম্বর হবে ২ দিনের একটি প্রস্তুতি ম্যাচ। এই ম্যাচের মাধ্যমে প্রস্তুতি নেওয়ার দারুণ সুযোগ পাচ্ছেন মেহেদী হাসান মিরাজরা। মূল টেস্ট সিরিজের আগে কিছুটা আত্মবিশ্বাসও বাড়তে পারে তাঁদের। ম্যাচটি হবে অ্যান্টিগায়র স্যার ভিভ
৩৬ মিনিট আগেভারতের আপত্তিতে পাকিস্তানের তিন শহরে ট্রফি সফর বাতিল করেছে আইসিসি। দীর্ঘ ২৮ বছর পর আইসিসির কোনো টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে তারা। তবে শুরু থেকেই বিভিন্ন আপত্তি তুলছে ভারত।
১ ঘণ্টা আগেদ্বিতীয় দিনের ছন্দ ধরে রেখে আজ তৃতীয় দিন বাকি দুই উইকেটও নিজের ঝুলিতে নিলেন আনশুল কাম্বোজ। সঙ্গে সঙ্গে বিরল এক রেকর্ড তাঁর নামের পাশে। প্রথম শ্রেণির ক্রিকেটে একাই ১০ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখালেন হরিয়ানার এই পেসার।
২ ঘণ্টা আগে