ক্রীড়া ডেস্ক
প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) যেন আজ এক ‘অম্লমধুর’ অভিজ্ঞতা হয়েছে। ম্যাচ শুরুর অল্প সময় পরেই তারা হয়ে যায় ১০ জনের দল। তাদের গোলরক্ষক জিয়ানলুইগি দোনারুম্মা বাজে ফাউল করে লাল কার্ড দেখেন। তবু তারা ভড়কে যায়নি। লে হাভরেকে ২-০ গোলে হারিয়েছে পিএসজি।
পিএসজি গোলরক্ষক দোনারুম্মা ফাউল করেন ম্যাচের ১০ মিনিটে। লে হাভরের স্ট্রাইকার হোসু কাসিমির গোল করতে গেছেন। পিএসজি গোলরক্ষক গোল বাঁচাতে সে সময় ডি বক্স থেকে বেরিয়ে যান। কাসিমিরকে বাজেভাবে ট্যাকল করায় দোনারুম্মাকে রেফারি সরাসরি লাল কার্ড দেখান। এরপর ১২ মিনিটে পিএসজির স্ট্রাইকার ব্র্যাডলি বার্কোলাকে উঠিয়ে নেওয়া হয়। বদলি হিসেবে নামেন আরেক গোলরক্ষক আরনাউ তেনাস। ২০ মিনিটে কিলিয়ান এমবাপ্পের গোল প্রতিহত করেছেন লে হাভরে গোলরক্ষক আর্থার দেসমাস। তবে গোল পেতে খুব একটা অপেক্ষা করতে হয়নি পিএসজিকে। ২৩ মিনিটে দেম্বেলের অ্যাসিস্টে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন এমবাপ্পে। সমতায় ফিরতে লে হাভরে মরিয়া হয়ে উঠলেও তা সফল হয়নি। প্রথমার্ধ শেষ হয়েছে ১-০ গোলে।
প্রথমার্ধ শুরুর পর অল্প সময়েই সুযোগ তৈরি করেও গোল করতে পারেনি পিএসজি। ৪৬ মিনিটে গোলের সুযোগ হাতছাড়া করেন এমবাপ্পে। এরপর দুই পক্ষই গোল করতে মরিয়া হয়ে ওঠে। তবে কখনো গোলরক্ষকদের দৃঢ়তা, ফিনিশিংয়ে দুর্বলতা-এসব কারণে কেউই গোলমুখ খুলতে পারেনি। ৮৯ মিনিটে দেম্বেলের অ্যাসিস্টে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন ভিতিনহা। তাঁকে অ্যাসিস্ট করেন ম্যানুয়েল উগার্তে। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় পায় পিএসজি।
এই জয়ে ১৪ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে পিএসজি। ১০ ম্যাচ জিতেছে, ৩ ম্যাচ হেরেছে ও ১ ম্যাচ ড্র করেছে। দ্বিতীয় স্থানে থাকা নিস ১৪ ম্যাচ খেলে পেয়েছে ৩০ পয়েন্ট।
প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) যেন আজ এক ‘অম্লমধুর’ অভিজ্ঞতা হয়েছে। ম্যাচ শুরুর অল্প সময় পরেই তারা হয়ে যায় ১০ জনের দল। তাদের গোলরক্ষক জিয়ানলুইগি দোনারুম্মা বাজে ফাউল করে লাল কার্ড দেখেন। তবু তারা ভড়কে যায়নি। লে হাভরেকে ২-০ গোলে হারিয়েছে পিএসজি।
পিএসজি গোলরক্ষক দোনারুম্মা ফাউল করেন ম্যাচের ১০ মিনিটে। লে হাভরের স্ট্রাইকার হোসু কাসিমির গোল করতে গেছেন। পিএসজি গোলরক্ষক গোল বাঁচাতে সে সময় ডি বক্স থেকে বেরিয়ে যান। কাসিমিরকে বাজেভাবে ট্যাকল করায় দোনারুম্মাকে রেফারি সরাসরি লাল কার্ড দেখান। এরপর ১২ মিনিটে পিএসজির স্ট্রাইকার ব্র্যাডলি বার্কোলাকে উঠিয়ে নেওয়া হয়। বদলি হিসেবে নামেন আরেক গোলরক্ষক আরনাউ তেনাস। ২০ মিনিটে কিলিয়ান এমবাপ্পের গোল প্রতিহত করেছেন লে হাভরে গোলরক্ষক আর্থার দেসমাস। তবে গোল পেতে খুব একটা অপেক্ষা করতে হয়নি পিএসজিকে। ২৩ মিনিটে দেম্বেলের অ্যাসিস্টে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন এমবাপ্পে। সমতায় ফিরতে লে হাভরে মরিয়া হয়ে উঠলেও তা সফল হয়নি। প্রথমার্ধ শেষ হয়েছে ১-০ গোলে।
প্রথমার্ধ শুরুর পর অল্প সময়েই সুযোগ তৈরি করেও গোল করতে পারেনি পিএসজি। ৪৬ মিনিটে গোলের সুযোগ হাতছাড়া করেন এমবাপ্পে। এরপর দুই পক্ষই গোল করতে মরিয়া হয়ে ওঠে। তবে কখনো গোলরক্ষকদের দৃঢ়তা, ফিনিশিংয়ে দুর্বলতা-এসব কারণে কেউই গোলমুখ খুলতে পারেনি। ৮৯ মিনিটে দেম্বেলের অ্যাসিস্টে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন ভিতিনহা। তাঁকে অ্যাসিস্ট করেন ম্যানুয়েল উগার্তে। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় পায় পিএসজি।
এই জয়ে ১৪ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে পিএসজি। ১০ ম্যাচ জিতেছে, ৩ ম্যাচ হেরেছে ও ১ ম্যাচ ড্র করেছে। দ্বিতীয় স্থানে থাকা নিস ১৪ ম্যাচ খেলে পেয়েছে ৩০ পয়েন্ট।
ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগেই টেস্টের অধিনায়কত্ব ছেড়েছিলেন টিম সাউদি। নতুন অধিনায়ক টম লাথামের নেতৃত্বে ভারতকে পরে টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করে নিউজিল্যান্ড। ভারত সিরিজ শেষের প্রায় দুই সপ্তাহ পর অবসরের খবরটা জানিয়েই দিলেন সাউদি।
২২ মিনিট আগেবার্বাডোজে ২৯ জুন টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর উড়ছে ভারত। জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা, বাংলাদেশ-টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ ভারত জিতেছে। ভারতের সামনে এবার টানা চারটি সিরিজ জয়ের সুযোগ।
১ ঘণ্টা আগেসার্চ কমিটির দেওয়া প্রতিবেদন যাচাই-বাছাই করে গতকাল ৯টি ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠন করে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। রাত সাড়ে নয়টার পর জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক বিবৃতিতে এমনটা জানানো হয়।
২ ঘণ্টা আগেখেলার মাঠে হট্টগোলের ঘটনা খুবই পরিচিত দৃশ্য এখন। বিশ্বকাপ, কোপা আমেরিকা, ইউরোর মতো মেজর ইভেন্টে দর্শকদের মধ্যে মারাত্মক হাতাহাতির ঘটনা ঘটে। উয়েফা নেশনস লিগের ম্যাচেও লেগেছে তার ছোঁয়া। গত রাতে ফ্রান্স-ইসরায়েল ম্যাচে ঘটে গেছে তুলকালাম কাণ্ড।
২ ঘণ্টা আগে