ক্রীড়া ডেস্ক
ঢাকা: ইউরো শেষেই জার্মান দলের দায়িত্ব থেকে অবসরে যাবেন—এমন ঘোষণা আগেই দিয়েছিলেন জোয়াকিম লো। ক্যাবিনেটে আরও একটি শিরোপা দিয়ে বিদায়বেলা রাঙাতে চেয়েছিলেন তিনি। কিন্তু সবার কপালে তো আর রঙিন বিদায় জোটে না! ওয়েম্বলিতে ইংল্যান্ডের কাছে ২-০ ব্যবধানে হেরে শেষ ষোলোতেই ইউরো অভিযান শেষ হয়েছে বিশ্বকাপজয়ী লোর।
কাল ইংল্যান্ডের বিপক্ষে শেষ ষোলোর লড়াইয়ে বলের দখল বেশিই ছিল জার্মানির। তবে ম্যাচের অধিকাংশ সময়েই ঘরের মাঠে দর্শকদের সমর্থন নিয়ে দাপুটে ফুটবল খেলেছে ইংল্যান্ড। ২-০ গোলে হারিয়ে শেষ ষোলোতেই জার্মানির বিদায় নিশ্চিত করেছে ইংলিশরা। ম্যাচ হারের ব্যাখ্যায় সময়মতো কার্যকরী ফুটবল না খেলতে পারাটাই বড় করে দেখছেন লো, ‘মুহূর্তটা খুবই হতাশার। আমরা আশাবাদী ছিলাম আরও সামনে এগিয়ে যাব। আমরা দুবার গোল দেওয়ার সুযোগ পেয়েও কাজে লাগাতে পারিনি। গত চার সপ্তাহ আমরা অনেক পরিশ্রম করেছি। দুঃখের বিষয়, টুর্নামেন্ট থেকে আমাদের বিদায়ঘণ্টা বেজে গেছে।’
বিদায় নিলেও কাউকেই দায়ী করছেন না লো। জার্মানির বিশ্বকাপজয়ী কোচ বলছেন, ‘কাউকে দায়ী করব না। খেলোয়াড়েরা খুবই হতাশ। আমাদের অনেক তরুণ খেলোয়াড় আছে, যারা এখান থেকে শিখবে। পরের ইউরো ২০২৪ সালে জার্মানিতে হবে। তত দিনে এরা আরও অভিজ্ঞ হবে।’
২০০৪ থেকে ২০০৬ বিশ্বকাপ পর্যন্ত জার্মানির সহকারী কোচ ছিলেন লো। ঘরের মাঠে ২০০৬ বিশ্বকাপ শেষে ওই বছরের ১২ জুলাই জার্মান দলের প্রধান কোচ হন লো। তাঁর অধীনে ২০১৪ সালে ব্রাজিলে জার্মানি ২৪ বছর পর বিশ্বকাপ জেতে। ঠিক তার পরের বিশ্বকাপে ২০১৮ সালে গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় জার্মানি। আর কাল তো দ্বিতীয় রাউন্ডেই বিদায়ঘণ্টা বেজে গেল জার্মানির। এতে লোর ১৫ বছরের জার্মান কোচের চাকরিজীবনও শেষ হলো।
বিশ্বকাপের মতো সর্বোচ্চ টুর্নামেন্ট জিতেছেন লো। তাঁকে ফুটবল মনে রাখবে আলাদা করেই। তবু কাল যে মলিন বিদায়টা হলো, এটা নিশ্চয়ই ভাবেননি তিনি নিজেও!
ঢাকা: ইউরো শেষেই জার্মান দলের দায়িত্ব থেকে অবসরে যাবেন—এমন ঘোষণা আগেই দিয়েছিলেন জোয়াকিম লো। ক্যাবিনেটে আরও একটি শিরোপা দিয়ে বিদায়বেলা রাঙাতে চেয়েছিলেন তিনি। কিন্তু সবার কপালে তো আর রঙিন বিদায় জোটে না! ওয়েম্বলিতে ইংল্যান্ডের কাছে ২-০ ব্যবধানে হেরে শেষ ষোলোতেই ইউরো অভিযান শেষ হয়েছে বিশ্বকাপজয়ী লোর।
কাল ইংল্যান্ডের বিপক্ষে শেষ ষোলোর লড়াইয়ে বলের দখল বেশিই ছিল জার্মানির। তবে ম্যাচের অধিকাংশ সময়েই ঘরের মাঠে দর্শকদের সমর্থন নিয়ে দাপুটে ফুটবল খেলেছে ইংল্যান্ড। ২-০ গোলে হারিয়ে শেষ ষোলোতেই জার্মানির বিদায় নিশ্চিত করেছে ইংলিশরা। ম্যাচ হারের ব্যাখ্যায় সময়মতো কার্যকরী ফুটবল না খেলতে পারাটাই বড় করে দেখছেন লো, ‘মুহূর্তটা খুবই হতাশার। আমরা আশাবাদী ছিলাম আরও সামনে এগিয়ে যাব। আমরা দুবার গোল দেওয়ার সুযোগ পেয়েও কাজে লাগাতে পারিনি। গত চার সপ্তাহ আমরা অনেক পরিশ্রম করেছি। দুঃখের বিষয়, টুর্নামেন্ট থেকে আমাদের বিদায়ঘণ্টা বেজে গেছে।’
বিদায় নিলেও কাউকেই দায়ী করছেন না লো। জার্মানির বিশ্বকাপজয়ী কোচ বলছেন, ‘কাউকে দায়ী করব না। খেলোয়াড়েরা খুবই হতাশ। আমাদের অনেক তরুণ খেলোয়াড় আছে, যারা এখান থেকে শিখবে। পরের ইউরো ২০২৪ সালে জার্মানিতে হবে। তত দিনে এরা আরও অভিজ্ঞ হবে।’
২০০৪ থেকে ২০০৬ বিশ্বকাপ পর্যন্ত জার্মানির সহকারী কোচ ছিলেন লো। ঘরের মাঠে ২০০৬ বিশ্বকাপ শেষে ওই বছরের ১২ জুলাই জার্মান দলের প্রধান কোচ হন লো। তাঁর অধীনে ২০১৪ সালে ব্রাজিলে জার্মানি ২৪ বছর পর বিশ্বকাপ জেতে। ঠিক তার পরের বিশ্বকাপে ২০১৮ সালে গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় জার্মানি। আর কাল তো দ্বিতীয় রাউন্ডেই বিদায়ঘণ্টা বেজে গেল জার্মানির। এতে লোর ১৫ বছরের জার্মান কোচের চাকরিজীবনও শেষ হলো।
বিশ্বকাপের মতো সর্বোচ্চ টুর্নামেন্ট জিতেছেন লো। তাঁকে ফুটবল মনে রাখবে আলাদা করেই। তবু কাল যে মলিন বিদায়টা হলো, এটা নিশ্চয়ই ভাবেননি তিনি নিজেও!
ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগেই টেস্টের অধিনায়কত্ব ছেড়েছিলেন টিম সাউদি। নতুন অধিনায়ক টম লাথামের নেতৃত্বে ভারতকে পরে টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করে নিউজিল্যান্ড। ভারত সিরিজ শেষের প্রায় দুই সপ্তাহ পর অবসরের খবরটা জানিয়েই দিলেন সাউদি।
৩০ মিনিট আগেবার্বাডোজে ২৯ জুন টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর উড়ছে ভারত। জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা, বাংলাদেশ-টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ ভারত জিতেছে। ভারতের সামনে এবার টানা চারটি সিরিজ জয়ের সুযোগ।
১ ঘণ্টা আগেসার্চ কমিটির দেওয়া প্রতিবেদন যাচাই-বাছাই করে গতকাল ৯টি ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠন করে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। রাত সাড়ে নয়টার পর জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক বিবৃতিতে এমনটা জানানো হয়।
২ ঘণ্টা আগেখেলার মাঠে হট্টগোলের ঘটনা খুবই পরিচিত দৃশ্য এখন। বিশ্বকাপ, কোপা আমেরিকা, ইউরোর মতো মেজর ইভেন্টে দর্শকদের মধ্যে মারাত্মক হাতাহাতির ঘটনা ঘটে। উয়েফা নেশনস লিগের ম্যাচেও লেগেছে তার ছোঁয়া। গত রাতে ফ্রান্স-ইসরায়েল ম্যাচে ঘটে গেছে তুলকালাম কাণ্ড।
২ ঘণ্টা আগে