ক্রীড়া ডেস্ক
অলিম্পিক ফুটবলে কোয়ার্টার ফাইনাল এখনো নিশ্চিত করতে পারেনি আর্জেন্টিনা। একটু পা হরকালে গ্রুপ পর্বেই বিদায় ঘণ্টা বেজে যেতে পারে হ্যাভিয়ের মাশচেরানোর দলের। ‘যদি কিন্তু’র সমীকরণ মেলাতে আজ রাতেই মাঠে নামবে আলবিসেলেস্তেরা।
প্যারিস অলিম্পিকে এবার ‘বি’ গ্রুপে আর্জেন্টিনার প্রতিপক্ষ মরক্কো, ইউক্রেন ও ইরাক। এই গ্রুপের পয়েন্ট টেবিলটা বাকি তিন গ্রুপের চেয়ে ব্যতিক্রম। কারণ আর্জেন্টিনা, মরক্কো, ইউক্রেন, ইরাক—চারটি দলই পেয়েছে ৩ পয়েন্ট করে। গোল ব্যবধান + ১ হওয়ায় আর্জেন্টিনা রয়েছে পয়েন্ট টেবিলের শীর্ষে। দুই ও তিনে থাকা মরক্কো, ইউক্রেন দুই দলেরই গোল ব্যবধান শূন্য। কারণ তারা ৩ গোলের পাশাপাশি ৩ গোল হজম করেছে। নকআউট পর্বে ওঠার লড়াইয়ে আর্জেন্টিনা খেলবে ইউক্রেনের বিপক্ষে।
বাংলাদেশ সময় আজ রাত ৯টায় লিওঁ স্টেডিয়ামে শুরু হবে আর্জেন্টিনা-ইউক্রেন ম্যাচ। একই সময়ে নিস স্টেডিয়ামে মরক্কোর বিপক্ষে নামবে ইরাক। আর্জেন্টিনা জিতে গেলে কোনো সমীকরণ ছাড়াই উঠে যাবে কোয়ার্টার ফাইনালে। কিন্তু মাশচেরানোর দল পয়েন্ট হারালেই চাপে পড়ে যাবে। ইউক্রেনের কাছে হারলে আর্জেন্টিনা থেকে যাবে ৩ পয়েন্টেই। তখন মরক্কো-ইরাক ম্যাচের জয়ী দল ইউক্রেনের সঙ্গে কাটবে কোয়ার্টার ফাইনালের টিকিট। এমনকি এই ম্যাচ হলেও আর্জেন্টিনা বাদ পড়বে। ইউক্রেনের সঙ্গে ড্র করলে মাশচেরানোর শিষ্যরা পাবেন ৪ পয়েন্ট। তখন অপর ম্যাচের (মরক্কো-ইরাক) ফল যা-ই হোক, তা আর্জেন্টিনার ওপর কোনো প্রভাব ফেলবে না। কারণ আকাশী-নীলরা গোল ব্যবধানে এমনিতেই এগিয়ে। এই মুহূর্তে পয়েন্ট টেবিলের চারে থাকা ইরাকের গোল ব্যবধান-১।
২৪ জুলাই মরক্কোর কাছে ২-১ গোলে নাটকীয় হারেই কিছুটা শঙ্কার মধ্যে পড়ে যায় আর্জেন্টিনা। ফ্রান্সের স্টেড জিওফ্রয়-গুইচার্ড স্টেডিয়ামে ৯০ মিনিটে ২-১ ব্যবধানে এগিয়ে ছিল মরক্কো। অতিরিক্ত সময়ে খেলা গড়ালে ১৬ মিনিটে সমতাসূচক গোল করেন ক্রিস্টিয়ান মেদিনা। সেই সময়ই আর্জেন্টিনার ফুটবলারদের উদ্দেশ্য করে এলোপাতাড়ি বাজি ছোড়া হয়। শেষ বাঁশি বাজানোর আগেই রেফারি ম্যাচ স্থগিত করতে বাধ্য হয়েছেন। ঘণ্টাখানেক বন্ধ থাকার পর আর্জেন্টিনার গোলটি ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) মাধ্যমে দেখে বাতিল করা হয়। নতুন করে শুরুর পর ৩ মিনিট ১৫ সেকেন্ড রুদ্ধদ্বার স্টেডিয়ামে খেলা হলে আর্জেন্টিনা আর কোনো গোল করতে পারেনি।
আর্জেন্টিনা-মরক্কো ম্যাচের পর তৎক্ষণাৎ ক্ষোভ ঝারেন কোচ মাশচেরানো। জীবনে এত বড় সার্কাস দেখেননি বলে তিনি দাবি করেন। লিওনেল মেসি তাঁর ইনস্টাগ্রামে লেখেন অবিশ্বাস্য। অবাক হলে মানুষের চোখ যখন ছানাবড়া হয়ে যায়, সেরকম একটি ইমোজি দিয়েছেন আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার। ব্যাকগ্রাউন্ড রেখেছেন কালো। আর্জেন্টিনা ফিফার ডিসিপ্লিনারি কমিটির কাছে নালিশও করেছে। বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা পরে আর্জেন্টিনার অভিযোগ খারিজ করেছে।
আরও পড়ুন–
অলিম্পিক ফুটবলে কোয়ার্টার ফাইনাল এখনো নিশ্চিত করতে পারেনি আর্জেন্টিনা। একটু পা হরকালে গ্রুপ পর্বেই বিদায় ঘণ্টা বেজে যেতে পারে হ্যাভিয়ের মাশচেরানোর দলের। ‘যদি কিন্তু’র সমীকরণ মেলাতে আজ রাতেই মাঠে নামবে আলবিসেলেস্তেরা।
প্যারিস অলিম্পিকে এবার ‘বি’ গ্রুপে আর্জেন্টিনার প্রতিপক্ষ মরক্কো, ইউক্রেন ও ইরাক। এই গ্রুপের পয়েন্ট টেবিলটা বাকি তিন গ্রুপের চেয়ে ব্যতিক্রম। কারণ আর্জেন্টিনা, মরক্কো, ইউক্রেন, ইরাক—চারটি দলই পেয়েছে ৩ পয়েন্ট করে। গোল ব্যবধান + ১ হওয়ায় আর্জেন্টিনা রয়েছে পয়েন্ট টেবিলের শীর্ষে। দুই ও তিনে থাকা মরক্কো, ইউক্রেন দুই দলেরই গোল ব্যবধান শূন্য। কারণ তারা ৩ গোলের পাশাপাশি ৩ গোল হজম করেছে। নকআউট পর্বে ওঠার লড়াইয়ে আর্জেন্টিনা খেলবে ইউক্রেনের বিপক্ষে।
বাংলাদেশ সময় আজ রাত ৯টায় লিওঁ স্টেডিয়ামে শুরু হবে আর্জেন্টিনা-ইউক্রেন ম্যাচ। একই সময়ে নিস স্টেডিয়ামে মরক্কোর বিপক্ষে নামবে ইরাক। আর্জেন্টিনা জিতে গেলে কোনো সমীকরণ ছাড়াই উঠে যাবে কোয়ার্টার ফাইনালে। কিন্তু মাশচেরানোর দল পয়েন্ট হারালেই চাপে পড়ে যাবে। ইউক্রেনের কাছে হারলে আর্জেন্টিনা থেকে যাবে ৩ পয়েন্টেই। তখন মরক্কো-ইরাক ম্যাচের জয়ী দল ইউক্রেনের সঙ্গে কাটবে কোয়ার্টার ফাইনালের টিকিট। এমনকি এই ম্যাচ হলেও আর্জেন্টিনা বাদ পড়বে। ইউক্রেনের সঙ্গে ড্র করলে মাশচেরানোর শিষ্যরা পাবেন ৪ পয়েন্ট। তখন অপর ম্যাচের (মরক্কো-ইরাক) ফল যা-ই হোক, তা আর্জেন্টিনার ওপর কোনো প্রভাব ফেলবে না। কারণ আকাশী-নীলরা গোল ব্যবধানে এমনিতেই এগিয়ে। এই মুহূর্তে পয়েন্ট টেবিলের চারে থাকা ইরাকের গোল ব্যবধান-১।
২৪ জুলাই মরক্কোর কাছে ২-১ গোলে নাটকীয় হারেই কিছুটা শঙ্কার মধ্যে পড়ে যায় আর্জেন্টিনা। ফ্রান্সের স্টেড জিওফ্রয়-গুইচার্ড স্টেডিয়ামে ৯০ মিনিটে ২-১ ব্যবধানে এগিয়ে ছিল মরক্কো। অতিরিক্ত সময়ে খেলা গড়ালে ১৬ মিনিটে সমতাসূচক গোল করেন ক্রিস্টিয়ান মেদিনা। সেই সময়ই আর্জেন্টিনার ফুটবলারদের উদ্দেশ্য করে এলোপাতাড়ি বাজি ছোড়া হয়। শেষ বাঁশি বাজানোর আগেই রেফারি ম্যাচ স্থগিত করতে বাধ্য হয়েছেন। ঘণ্টাখানেক বন্ধ থাকার পর আর্জেন্টিনার গোলটি ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) মাধ্যমে দেখে বাতিল করা হয়। নতুন করে শুরুর পর ৩ মিনিট ১৫ সেকেন্ড রুদ্ধদ্বার স্টেডিয়ামে খেলা হলে আর্জেন্টিনা আর কোনো গোল করতে পারেনি।
আর্জেন্টিনা-মরক্কো ম্যাচের পর তৎক্ষণাৎ ক্ষোভ ঝারেন কোচ মাশচেরানো। জীবনে এত বড় সার্কাস দেখেননি বলে তিনি দাবি করেন। লিওনেল মেসি তাঁর ইনস্টাগ্রামে লেখেন অবিশ্বাস্য। অবাক হলে মানুষের চোখ যখন ছানাবড়া হয়ে যায়, সেরকম একটি ইমোজি দিয়েছেন আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার। ব্যাকগ্রাউন্ড রেখেছেন কালো। আর্জেন্টিনা ফিফার ডিসিপ্লিনারি কমিটির কাছে নালিশও করেছে। বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা পরে আর্জেন্টিনার অভিযোগ খারিজ করেছে।
আরও পড়ুন–
ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগেই টেস্টের অধিনায়কত্ব ছেড়েছিলেন টিম সাউদি। নতুন অধিনায়ক টম লাথামের নেতৃত্বে ভারতকে পরে টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করে নিউজিল্যান্ড। ভারত সিরিজ শেষের প্রায় দুই সপ্তাহ পর অবসরের খবরটা জানিয়েই দিলেন সাউদি।
৩৯ মিনিট আগেবার্বাডোজে ২৯ জুন টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর উড়ছে ভারত। জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা, বাংলাদেশ-টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ ভারত জিতেছে। ভারতের সামনে এবার টানা চারটি সিরিজ জয়ের সুযোগ।
১ ঘণ্টা আগেসার্চ কমিটির দেওয়া প্রতিবেদন যাচাই-বাছাই করে গতকাল ৯টি ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠন করে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। রাত সাড়ে নয়টার পর জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক বিবৃতিতে এমনটা জানানো হয়।
২ ঘণ্টা আগেখেলার মাঠে হট্টগোলের ঘটনা খুবই পরিচিত দৃশ্য এখন। বিশ্বকাপ, কোপা আমেরিকা, ইউরোর মতো মেজর ইভেন্টে দর্শকদের মধ্যে মারাত্মক হাতাহাতির ঘটনা ঘটে। উয়েফা নেশনস লিগের ম্যাচেও লেগেছে তার ছোঁয়া। গত রাতে ফ্রান্স-ইসরায়েল ম্যাচে ঘটে গেছে তুলকালাম কাণ্ড।
২ ঘণ্টা আগে