ক্রীড়া ডেস্ক
সেভিয়ার বিপক্ষে গতকাল ম্যানচেস্টার ইউনাইটেডের জয় ছিল সময়ের ব্যাপার। কিন্ত শেষ মুহূর্তের আত্মঘাতী গোলে ড্র হয় ম্যাচ। জেতা ম্যাচ হেরে যাওয়ায় ইউনাইটেডকে খোঁচা দিয়েছেন পিটার স্মাইকেল।
গতকাল ওল্ড ট্রাফোর্ডে ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে মুখোমুখি হয় ম্যান ইউ-সেভিয়া। মার্সেল সাবিতজারের জোড়া গোলে প্রথমার্ধেই এগিয়ে যায় ইউনাইটেড। ১৪ ও ২১ মিনিটে গোল দুটি করেন সাবিতজার। দাভিদ ডি গিয়া দুর্দান্ত কিছু সেইভ দিয়ে বাঁচিয়েছিলেন ইউনাইটেডকে। ২-০ তে অনেকক্ষণ এগিয়ে ছিল রেড ডেভিলরা। ৮৪ মিনিটে টাইরেল ম্যালাসিয়ার আত্মঘাতী গোলে সেভিয়া পায় প্রথম গোল। ইউনাইটেডের জয় যখন প্রায় নিশ্চিত, তখন বাধ সাধেন হ্যারি ম্যাগুয়ার। অতিরিক্ত সময়ে ইংলিশ এই ডিফেন্ডারের আত্মঘাতী গোলে ম্যাচে ২-২ সমতা হয় এবং ২-২ গোলেই ম্যাচ ড্র হয়।
নিশ্চিত জয় এভাবে হাতছাড়া হওয়ায় ম্যান ইউকে খোঁচা দিয়েছেন স্মাইকেল। ডেনমার্কের সাবেক এই গোলরক্ষক বলেন, ‘দি গিয়া দারুণ খেলেছে। দারুণ দুটো সেভ দিয়েছে। দলকে সে এগিয়ে নিয়েছিল। সেরা খেলোয়াড় সাবিতজার দুটো গোল করেছে। তার সতীর্থরা তাকে ডুবিয়েছে। সে পথ দেখিয়েছিল, কিন্তু সতীর্থরা কাজে লাগাতে পারেননি। এই ম্যাচটা ৫-০ তে জেতা উচিত ছিল। কয়েকজন খেলোয়াড়ের নিজের পারফরম্যান্স যথেষ্ট ভালো হচ্ছে কি না তা ভাবতে হবে। নিজের পারফরম্যান্স নিয়ে তাঁদের লজ্জিত হওয়া উচিত।’
প্রথম লেগ ২-২ গোলে ড্র হওয়ায় ফিরতি লেগ হয়ে গেছে সেমিফাইনাল নির্ধারণী। ২০ এপ্রিল র্যামন সানচেজ পিজুয়ান স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে মুখোমুখি হবে সেভিয়া-ম্যান ইউ।
সেভিয়ার বিপক্ষে গতকাল ম্যানচেস্টার ইউনাইটেডের জয় ছিল সময়ের ব্যাপার। কিন্ত শেষ মুহূর্তের আত্মঘাতী গোলে ড্র হয় ম্যাচ। জেতা ম্যাচ হেরে যাওয়ায় ইউনাইটেডকে খোঁচা দিয়েছেন পিটার স্মাইকেল।
গতকাল ওল্ড ট্রাফোর্ডে ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে মুখোমুখি হয় ম্যান ইউ-সেভিয়া। মার্সেল সাবিতজারের জোড়া গোলে প্রথমার্ধেই এগিয়ে যায় ইউনাইটেড। ১৪ ও ২১ মিনিটে গোল দুটি করেন সাবিতজার। দাভিদ ডি গিয়া দুর্দান্ত কিছু সেইভ দিয়ে বাঁচিয়েছিলেন ইউনাইটেডকে। ২-০ তে অনেকক্ষণ এগিয়ে ছিল রেড ডেভিলরা। ৮৪ মিনিটে টাইরেল ম্যালাসিয়ার আত্মঘাতী গোলে সেভিয়া পায় প্রথম গোল। ইউনাইটেডের জয় যখন প্রায় নিশ্চিত, তখন বাধ সাধেন হ্যারি ম্যাগুয়ার। অতিরিক্ত সময়ে ইংলিশ এই ডিফেন্ডারের আত্মঘাতী গোলে ম্যাচে ২-২ সমতা হয় এবং ২-২ গোলেই ম্যাচ ড্র হয়।
নিশ্চিত জয় এভাবে হাতছাড়া হওয়ায় ম্যান ইউকে খোঁচা দিয়েছেন স্মাইকেল। ডেনমার্কের সাবেক এই গোলরক্ষক বলেন, ‘দি গিয়া দারুণ খেলেছে। দারুণ দুটো সেভ দিয়েছে। দলকে সে এগিয়ে নিয়েছিল। সেরা খেলোয়াড় সাবিতজার দুটো গোল করেছে। তার সতীর্থরা তাকে ডুবিয়েছে। সে পথ দেখিয়েছিল, কিন্তু সতীর্থরা কাজে লাগাতে পারেননি। এই ম্যাচটা ৫-০ তে জেতা উচিত ছিল। কয়েকজন খেলোয়াড়ের নিজের পারফরম্যান্স যথেষ্ট ভালো হচ্ছে কি না তা ভাবতে হবে। নিজের পারফরম্যান্স নিয়ে তাঁদের লজ্জিত হওয়া উচিত।’
প্রথম লেগ ২-২ গোলে ড্র হওয়ায় ফিরতি লেগ হয়ে গেছে সেমিফাইনাল নির্ধারণী। ২০ এপ্রিল র্যামন সানচেজ পিজুয়ান স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে মুখোমুখি হবে সেভিয়া-ম্যান ইউ।
ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগেই টেস্টের অধিনায়কত্ব ছেড়েছিলেন টিম সাউদি। নতুন অধিনায়ক টম লাথামের নেতৃত্বে ভারতকে পরে টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করে নিউজিল্যান্ড। ভারত সিরিজ শেষের প্রায় দুই সপ্তাহ পর অবসরের খবরটা জানিয়েই দিলেন সাউদি।
৩২ মিনিট আগেবার্বাডোজে ২৯ জুন টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর উড়ছে ভারত। জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা, বাংলাদেশ-টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ ভারত জিতেছে। ভারতের সামনে এবার টানা চারটি সিরিজ জয়ের সুযোগ।
১ ঘণ্টা আগেসার্চ কমিটির দেওয়া প্রতিবেদন যাচাই-বাছাই করে গতকাল ৯টি ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠন করে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। রাত সাড়ে নয়টার পর জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক বিবৃতিতে এমনটা জানানো হয়।
২ ঘণ্টা আগেখেলার মাঠে হট্টগোলের ঘটনা খুবই পরিচিত দৃশ্য এখন। বিশ্বকাপ, কোপা আমেরিকা, ইউরোর মতো মেজর ইভেন্টে দর্শকদের মধ্যে মারাত্মক হাতাহাতির ঘটনা ঘটে। উয়েফা নেশনস লিগের ম্যাচেও লেগেছে তার ছোঁয়া। গত রাতে ফ্রান্স-ইসরায়েল ম্যাচে ঘটে গেছে তুলকালাম কাণ্ড।
২ ঘণ্টা আগে