ক্রীড়া ডেস্ক
বার্সেলোনার সঙ্গে নতুন চুক্তি হয়নি লিওনেল মেসির। পরশু এ খবর ছড়িয়ে পড়তেই ইউরোপের বড় ক্লাবগুলো নড়েচড়ে বসেছে। সবচেয়ে বেশি আলোচনায় আছে ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। মেসির সম্ভাব্য ঠিকানা হিসেবে পিএসজির কথা ভাবছে অনেকে। ফরাসি ক্লাবটির কোচ মরিসিও পচেত্তিনোও জানিয়েছেন, মেসির বিষয়ে খোঁজ রাখছেন তাঁরা।
ফুটবলের দলবদলে শেষ কথা বলে কিছু নেই। বার্সেলোনায় লিওনেল মেসির শেষটা যেন সেই কথাটাই আরেকবার প্রমাণ করল। আগের মৌসুমে প্রায় যেতে যেতে থেকে যাওয়া মেসি এই মৌসুমে থাকতে থাকতে চলেই গেলেন!
এখন কোটি টাকার প্রশ্ন, এরপর মেসির গন্তব্য কোথায়? আক্ষরিক অর্থেই কোটি টাকার প্রশ্ন। তাঁকে কিনতে তো কোটি কোটি টাকাই লাগবে! তা কোন দল তাঁকে কিনতে যাচ্ছে? প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি), ম্যানচেস্টার সিটি নাকি বায়ার্ন মিউনিখে? তবে পিএসজি বাদে অন্য কোনো ক্লাব কোনো কিছু খোলাসা করেনি। পিএসজি কোচ পচেত্তিনোও জানিয়েছেন, মেসির বিষয়ে খোঁজখবর রাখছেন তারা।
তবে এ নিয়ে আপাতত এর বেশি আর কিছু বলতে চাননি পচেত্তিনো। ক্লাবের নীতি নির্ধারকেরা বাকি ব্যাপারগুলো দেখবেন। পচেত্তিনো জানিয়েছেন, ক্লাবের উন্নয়নে পরিচালকরা সব সময় সর্বোচ্চ চেষ্টা করছেন।
বার্সেলোনার সঙ্গে নতুন চুক্তি হয়নি লিওনেল মেসির। পরশু এ খবর ছড়িয়ে পড়তেই ইউরোপের বড় ক্লাবগুলো নড়েচড়ে বসেছে। সবচেয়ে বেশি আলোচনায় আছে ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। মেসির সম্ভাব্য ঠিকানা হিসেবে পিএসজির কথা ভাবছে অনেকে। ফরাসি ক্লাবটির কোচ মরিসিও পচেত্তিনোও জানিয়েছেন, মেসির বিষয়ে খোঁজ রাখছেন তাঁরা।
ফুটবলের দলবদলে শেষ কথা বলে কিছু নেই। বার্সেলোনায় লিওনেল মেসির শেষটা যেন সেই কথাটাই আরেকবার প্রমাণ করল। আগের মৌসুমে প্রায় যেতে যেতে থেকে যাওয়া মেসি এই মৌসুমে থাকতে থাকতে চলেই গেলেন!
এখন কোটি টাকার প্রশ্ন, এরপর মেসির গন্তব্য কোথায়? আক্ষরিক অর্থেই কোটি টাকার প্রশ্ন। তাঁকে কিনতে তো কোটি কোটি টাকাই লাগবে! তা কোন দল তাঁকে কিনতে যাচ্ছে? প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি), ম্যানচেস্টার সিটি নাকি বায়ার্ন মিউনিখে? তবে পিএসজি বাদে অন্য কোনো ক্লাব কোনো কিছু খোলাসা করেনি। পিএসজি কোচ পচেত্তিনোও জানিয়েছেন, মেসির বিষয়ে খোঁজখবর রাখছেন তারা।
তবে এ নিয়ে আপাতত এর বেশি আর কিছু বলতে চাননি পচেত্তিনো। ক্লাবের নীতি নির্ধারকেরা বাকি ব্যাপারগুলো দেখবেন। পচেত্তিনো জানিয়েছেন, ক্লাবের উন্নয়নে পরিচালকরা সব সময় সর্বোচ্চ চেষ্টা করছেন।
১২৮ বছর পর অলিম্পিকে ফিরছে ক্রিকেট। ১৯০০ প্যারিস অলিম্পিকে সবশেষ ক্রিকেট হয়েছিল। ব্যাপক আলোচনার পর ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিক দিয়ে আবারও ফিরছে ক্রিকেট। তবে এখানেও ক্রিকেট নিয়ে জটিলতা তৈরি হয়েছে।
৩২ মিনিট আগেপাকিস্তান ক্রিকেট দল বাজে খেললে কোনো কথাই নেই। আহমেদ শেহজাদ তখন সামাজিক মাধ্যমে তখন করতে থাকেন একের পর এক বিদ্রুপাত্মক মন্তব্য। অস্ট্রেলিয়ার কাছে টি-টোয়েন্টি সিরিজ হারের পর পাকিস্তানকে আবারও খোঁচা মারলেন তিনি।
৩ ঘণ্টা আগেঅর্থের ঝনঝনানি, জাঁকজমকপূর্ণ আয়োজন—কী থাকে না আইপিএলে! ভারতের এই ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে মুখিয়ে থাকেন বিশ্বের বিভিন্ন দেশের ক্রিকেটার। তবে রিশাদ হোসেন আইপিএল নিয়ে বেশি একটা ভাবছেন না।
৩ ঘণ্টা আগেফ্রান্স ও ইতালি—দুই দলের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়েছে আগেই। সে হিসেবে উয়েফা নেশনস লিগে সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়নের লড়াইটা নিছক নিয়মরক্ষার। কিন্তু ফরাসি ডিফেন্ডার লুকাস দিনিয়ে মনে করেন না সেটি। তাঁর কাছে এটি ফ্রান্সের প্রতিশোধের ম্যাচ।
৪ ঘণ্টা আগে