ক্রীড়া ডেস্ক
কাতার বিশ্বকাপে বিচিত্র রকম ঘটনা ঘটেছে নেইমারের সঙ্গে। মাঠে ও মাঠের বাইরে নানা ঘটনায় ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড সংবাদের শিরোনাম হয়েছেন। এবার ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবো স্পোর্ট জানিয়েছে, সতীর্থ রিচার্লিসনকে ৩৩ লাখ টাকা দিয়েছিলেন নেইমার।
রিচার্লিসন তাঁর পিঠে তিন ফুটবলারের ট্যাটু এঁকেছিলেন, যার মধ্যে রিচার্লিসন নিজে তো ছিলেনই, তাঁর সঙ্গে ছিলেন নেইমার ও রোনালদো নাজারিও। এই ট্যাটু দেখে নেইমার খুশি হননি। ট্যাটু সরাতে রিচার্লিসনকে ৩০ হাজার ইউরো (বাংলাদেশি ৩৩ লাখ ২৭ হাজার টাকা) দিয়েছিলেন। এক ভক্ত টুইট করেছেন, ‘আপনারা রিচার্লিসনের ট্যাটু দেখেছেন? কেন তিনি নেইমারের ট্যাটু করিয়েছিলেন? রোনালদো, ব্রাজিলের পতাকা, তাঁর?’
এবারের বিশ্বকাপে রিচার্লিসন ও নেইমার দুজনই ছিলেন দারুণ ছন্দে। রিচার্লিসন চার ম্যাচে করেছিলেন ৩ গোল এবং ১ অ্যাসিস্ট। আর নেইমার তিন ম্যাচে ৩ গোল ও ১ গোলে অ্যাসিস্ট করেছিলেন, যেখানে ব্রাজিলের জার্সিতে ১২৪ ম্যাচে ৭৭ গোল করে পেলের রেকর্ডে ভাগ বসিয়েছেন নেইমার। আর আন্তর্জাতিক ফুটবলে রিচার্লিসন ৪২ ম্যাচে করেছেন ২০ গোল, ৮ গোলে করেছেন অ্যাসিস্ট।
কাতার বিশ্বকাপে বিচিত্র রকম ঘটনা ঘটেছে নেইমারের সঙ্গে। মাঠে ও মাঠের বাইরে নানা ঘটনায় ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড সংবাদের শিরোনাম হয়েছেন। এবার ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবো স্পোর্ট জানিয়েছে, সতীর্থ রিচার্লিসনকে ৩৩ লাখ টাকা দিয়েছিলেন নেইমার।
রিচার্লিসন তাঁর পিঠে তিন ফুটবলারের ট্যাটু এঁকেছিলেন, যার মধ্যে রিচার্লিসন নিজে তো ছিলেনই, তাঁর সঙ্গে ছিলেন নেইমার ও রোনালদো নাজারিও। এই ট্যাটু দেখে নেইমার খুশি হননি। ট্যাটু সরাতে রিচার্লিসনকে ৩০ হাজার ইউরো (বাংলাদেশি ৩৩ লাখ ২৭ হাজার টাকা) দিয়েছিলেন। এক ভক্ত টুইট করেছেন, ‘আপনারা রিচার্লিসনের ট্যাটু দেখেছেন? কেন তিনি নেইমারের ট্যাটু করিয়েছিলেন? রোনালদো, ব্রাজিলের পতাকা, তাঁর?’
এবারের বিশ্বকাপে রিচার্লিসন ও নেইমার দুজনই ছিলেন দারুণ ছন্দে। রিচার্লিসন চার ম্যাচে করেছিলেন ৩ গোল এবং ১ অ্যাসিস্ট। আর নেইমার তিন ম্যাচে ৩ গোল ও ১ গোলে অ্যাসিস্ট করেছিলেন, যেখানে ব্রাজিলের জার্সিতে ১২৪ ম্যাচে ৭৭ গোল করে পেলের রেকর্ডে ভাগ বসিয়েছেন নেইমার। আর আন্তর্জাতিক ফুটবলে রিচার্লিসন ৪২ ম্যাচে করেছেন ২০ গোল, ৮ গোলে করেছেন অ্যাসিস্ট।
পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে রয়েছে বাংলাদেশ দল। সফরের অংশ হিসেবে ১৭ ও ১৮ নভেম্বর হবে ২ দিনের একটি প্রস্তুতি ম্যাচ। এই ম্যাচের মাধ্যমে প্রস্তুতি নেওয়ার দারুণ সুযোগ পাচ্ছেন মেহেদী হাসান মিরাজরা। মূল টেস্ট সিরিজের আগে কিছুটা আত্মবিশ্বাসও বাড়তে পারে তাঁদের। ম্যাচটি হবে অ্যান্টিগায়র স্যার ভিভ
৫ ঘণ্টা আগেভারতের আপত্তিতে পাকিস্তানের তিন শহরে ট্রফি সফর বাতিল করেছে আইসিসি। দীর্ঘ ২৮ বছর পর আইসিসির কোনো টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে তারা। তবে শুরু থেকেই বিভিন্ন আপত্তি তুলছে ভারত।
৬ ঘণ্টা আগেদ্বিতীয় দিনের ছন্দ ধরে রেখে আজ তৃতীয় দিন বাকি দুই উইকেটও নিজের ঝুলিতে নিলেন আনশুল কাম্বোজ। সঙ্গে সঙ্গে বিরল এক রেকর্ড তাঁর নামের পাশে। প্রথম শ্রেণির ক্রিকেটে একাই ১০ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখালেন হরিয়ানার এই পেসার।
৬ ঘণ্টা আগে