ক্রীড়া ডেস্ক
সার্বিয়ার বিপক্ষে ২-০ গোলের জয়ে বিশ্বকাপ অভিযানটা দুর্দান্তভাবে শুরু করেছে ব্রাজিল। কিন্তু এমন জয়ের রাতে দুঃসংবাদ হয়ে এসেছে নেইমারের চোট। তাৎক্ষণিকভাবে অবশ্য ক্ষতিটা টের পাওয়া যায়নি। টের পাওয়া গেছে ম্যাচ শেষে ড্রেসিং রুমে যাওয়ার পথে, যখন খুঁড়িয়ে খুঁড়িয়ে প্রবেশ করলেন নেইমার।
ম্যাচ শেষে জানা গিয়েছিল, গোড়ালি মচকে গেছে নেইমারের। শঙ্কা আছে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার। আজ জানা গেছে, বিশ্বকাপ নয় গ্রুপ পর্ব থেকে ছিটকে গেছেন দলটির তারকা ফুটবলার। তাঁর সঙ্গে ছিটকে গেছেন দানিলোও। বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাজিল দলের চিকিৎসক রদ্রিগো লাসমার।
বিবিসি, আর্জেন্টিনার ওলে ও স্পেনের মার্কা লাসমার জানিয়েছে, গোড়ালির চোটে পড়ে গ্রুপ পর্বের বাকি দুটি ম্যাচ খেলা হবে না নেইমারের। ব্রাজিল দলের চিকিৎসক লাসমার বলেছেন, ‘নেইমার ও দানিলোর এমআরআই হয়েছে শুক্রবার (গতকাল)। দুজনের অ্যাঙ্কেলেই লিগামেন্ট ছিঁড়ে গেছে। এখানে শান্ত থাকা জরুরি। প্রতিদিন এটি পর্যালোচনা করতে হবে। এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে টুর্নামেন্টের বাকি অংশে তাদের ফিরে পাওয়া।’
গতকাল রাতে সার্বিয়ান ডিফেন্ডার নিকোলা মিলেনকোভিচের ট্যাকলের পর খুঁড়িয়ে খুঁড়িয়ে ৭৯ মিনিটে মাঠ ছাড়েন নেইমার। ট্যাকলটা হয়েছিল ম্যাচের ৬৭ মিনিটে। ১২ মিনিট ব্যথা নিয়ে খেলে যাওয়ার চেষ্টা করে গেছেন। বদলি হওয়ার পর যখন ডাগআউটে বসলেন, তখন তাঁর ব্যথা কাতর চেহারাই বলে দিয়েছে, ভীষণ রকম একটা আঘাত তিনি পেয়েছেন।
ব্রাজিলিয়ান সমর্থকদের চোখে ভেসে উঠতে শুরু করেছে ২০১৪ বিশ্বকাপে কলম্বিয়া ম্যাচের সেই দৃশ্য। জুনিগার বাজে ট্যাকলে মেরুদণ্ডে পাওয়া চোটে বিশ্বকাপ শেষ হয়ে গিয়েছিল নেইমারের। এতে এক রকম শেষ হয়ে যায় ব্রাজিলের বিশ্বকাপ স্বপ্নও।
২০১৮ বিশ্বকাপে সুইজারল্যান্ডের বিপক্ষেও ডান পায়ের গোড়ালিতে চোট পেয়েছিলেন নেইমার। যদিও সেটি গুরুতর ছিল না। পরশু সার্বিয়ার বিপক্ষে ৯ বার ফাউলের শিকার হয়েছেন ব্রাজিলের ‘নাম্বার টেন’। কাতার বিশ্বকাপে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ফাউলের শিকার হওয়ার রেকর্ড এটি।
সার্বিয়ার বিপক্ষে ২-০ গোলের জয়ে বিশ্বকাপ অভিযানটা দুর্দান্তভাবে শুরু করেছে ব্রাজিল। কিন্তু এমন জয়ের রাতে দুঃসংবাদ হয়ে এসেছে নেইমারের চোট। তাৎক্ষণিকভাবে অবশ্য ক্ষতিটা টের পাওয়া যায়নি। টের পাওয়া গেছে ম্যাচ শেষে ড্রেসিং রুমে যাওয়ার পথে, যখন খুঁড়িয়ে খুঁড়িয়ে প্রবেশ করলেন নেইমার।
ম্যাচ শেষে জানা গিয়েছিল, গোড়ালি মচকে গেছে নেইমারের। শঙ্কা আছে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার। আজ জানা গেছে, বিশ্বকাপ নয় গ্রুপ পর্ব থেকে ছিটকে গেছেন দলটির তারকা ফুটবলার। তাঁর সঙ্গে ছিটকে গেছেন দানিলোও। বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাজিল দলের চিকিৎসক রদ্রিগো লাসমার।
বিবিসি, আর্জেন্টিনার ওলে ও স্পেনের মার্কা লাসমার জানিয়েছে, গোড়ালির চোটে পড়ে গ্রুপ পর্বের বাকি দুটি ম্যাচ খেলা হবে না নেইমারের। ব্রাজিল দলের চিকিৎসক লাসমার বলেছেন, ‘নেইমার ও দানিলোর এমআরআই হয়েছে শুক্রবার (গতকাল)। দুজনের অ্যাঙ্কেলেই লিগামেন্ট ছিঁড়ে গেছে। এখানে শান্ত থাকা জরুরি। প্রতিদিন এটি পর্যালোচনা করতে হবে। এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে টুর্নামেন্টের বাকি অংশে তাদের ফিরে পাওয়া।’
গতকাল রাতে সার্বিয়ান ডিফেন্ডার নিকোলা মিলেনকোভিচের ট্যাকলের পর খুঁড়িয়ে খুঁড়িয়ে ৭৯ মিনিটে মাঠ ছাড়েন নেইমার। ট্যাকলটা হয়েছিল ম্যাচের ৬৭ মিনিটে। ১২ মিনিট ব্যথা নিয়ে খেলে যাওয়ার চেষ্টা করে গেছেন। বদলি হওয়ার পর যখন ডাগআউটে বসলেন, তখন তাঁর ব্যথা কাতর চেহারাই বলে দিয়েছে, ভীষণ রকম একটা আঘাত তিনি পেয়েছেন।
ব্রাজিলিয়ান সমর্থকদের চোখে ভেসে উঠতে শুরু করেছে ২০১৪ বিশ্বকাপে কলম্বিয়া ম্যাচের সেই দৃশ্য। জুনিগার বাজে ট্যাকলে মেরুদণ্ডে পাওয়া চোটে বিশ্বকাপ শেষ হয়ে গিয়েছিল নেইমারের। এতে এক রকম শেষ হয়ে যায় ব্রাজিলের বিশ্বকাপ স্বপ্নও।
২০১৮ বিশ্বকাপে সুইজারল্যান্ডের বিপক্ষেও ডান পায়ের গোড়ালিতে চোট পেয়েছিলেন নেইমার। যদিও সেটি গুরুতর ছিল না। পরশু সার্বিয়ার বিপক্ষে ৯ বার ফাউলের শিকার হয়েছেন ব্রাজিলের ‘নাম্বার টেন’। কাতার বিশ্বকাপে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ফাউলের শিকার হওয়ার রেকর্ড এটি।
পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে রয়েছে বাংলাদেশ দল। সফরের অংশ হিসেবে ১৭ ও ১৮ নভেম্বর হবে ২ দিনের একটি প্রস্তুতি ম্যাচ। এই ম্যাচের মাধ্যমে প্রস্তুতি নেওয়ার দারুণ সুযোগ পাচ্ছেন মেহেদী হাসান মিরাজরা। মূল টেস্ট সিরিজের আগে কিছুটা আত্মবিশ্বাসও বাড়তে পারে তাঁদের। ম্যাচটি হবে অ্যান্টিগায়র স্যার ভিভ
৮ ঘণ্টা আগেভারতের আপত্তিতে পাকিস্তানের তিন শহরে ট্রফি সফর বাতিল করেছে আইসিসি। দীর্ঘ ২৮ বছর পর আইসিসির কোনো টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে তারা। তবে শুরু থেকেই বিভিন্ন আপত্তি তুলছে ভারত।
৮ ঘণ্টা আগেদ্বিতীয় দিনের ছন্দ ধরে রেখে আজ তৃতীয় দিন বাকি দুই উইকেটও নিজের ঝুলিতে নিলেন আনশুল কাম্বোজ। সঙ্গে সঙ্গে বিরল এক রেকর্ড তাঁর নামের পাশে। প্রথম শ্রেণির ক্রিকেটে একাই ১০ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখালেন হরিয়ানার এই পেসার।
৯ ঘণ্টা আগে