ক্রীড়া ডেস্ক
প্যারিস সেইন্ট জার্মেইয়ে (পিএসজি) লিওনেল মেসিকে নিয়ে ঘটছে একের পর এক ঘটনা। এবার জানা গেছে, মেসির সঙ্গে চুক্তির ব্যাপারে নিজেদের মত বদলেছে ক্লাবটি।
৩০ এপ্রিল লিগ ওয়ানে লরিয়েন্তের বিপক্ষে ৩-১ গোলে হেরেছে পিএসজি। তার পরের দিনই সৌদি আরবের পর্যটন দূত হিসেবে মেসি মরুর দেশে বেড়াতে গিয়েছিলেন পুরো পরিবার নিয়ে। বিনা অনুমতিতে সৌদিতে যাওয়ায় পেয়েছেন দুই সপ্তাহের নিষেধাজ্ঞা। এর অর্থ, নিষেধাজ্ঞার সময় তিনি দলের সঙ্গে কোনো ম্যাচ, অনুশীলন-কিছুই করতে পারবেন না। সঙ্গে পাবেন না আর্থিক সুবিধাও। ফরাসি সংবাদমাধ্যমে মেসির সঙ্গে লিওনেল মেসির চুক্তি বাতিলের কথাও জানা গিয়েছিল। যেখানে জুনে শেষ হচ্ছে মেসির সঙ্গে পিএসজির পুরোনো চুক্তি। ফ্রান্সের আরেক গণমাধ্যম এবার জানিয়েছে এক চমকপ্রদ তথ্য। আরএমসি স্পোর্ট গতকাল জানিয়েছে, চুক্তি বাতিলের সিদ্ধান্ত থেকে সরে এসেছে পিএসজি। মেসি এবং পিএসজির আইনজীবী ক্লাবটির সঙ্গে গোপনে চুক্তিও করে ফেলেছেন।
চুক্তির অঙ্কটা অবশ্য জানা যায়নি। তবে মেসির সঙ্গে কত কোটি টাকার চুক্তি হবে, কদিন আগে তা জানিয়েছিল স্পেনের ডায়ারিও স্পোর্ট । স্প্যানিশ সংবাদমাধ্যমটির মতে, মেসিকে মৌসুম প্রতি ২০ মিলিয়ন ইউরোর চুক্তির অফার দিতে রাজি পিএসজি, বাংলাদেশি মুদ্রায় যা ২৯৮ কোটি ৪৪ লাখ টাকা। বার্সেলোনায় যাওয়া ঠেকাতেই পিএসজি এই চেষ্টা করছে বলে জানিয়েছিল স্প্যানিশ এই সংবাদমাধ্যম। বিনা অনুমতিতে সৌদিতে যাওয়ার পর ক্ষমা চেয়েছিলেন মেসি। গত ৫ মে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ভিডিও পোস্ট করে আর্জেন্টাইন এই তারকা ফুটবলার বলেছেন, ‘সতীর্থদের কাছে ক্ষমা চাইছি। ক্লাব কী চায় তা শোনার জন্য অপেক্ষা করছি।’ ক্ষমা চাওয়ার পরই যেন টনক নড়েছে পিএসজি কর্তৃপক্ষের। আর্জেন্টাইন এই তারকা ফুটবলার এরপর ফেরেন ক্লাবের অনুশীলনে।
প্যারিস সেইন্ট জার্মেইয়ে (পিএসজি) লিওনেল মেসিকে নিয়ে ঘটছে একের পর এক ঘটনা। এবার জানা গেছে, মেসির সঙ্গে চুক্তির ব্যাপারে নিজেদের মত বদলেছে ক্লাবটি।
৩০ এপ্রিল লিগ ওয়ানে লরিয়েন্তের বিপক্ষে ৩-১ গোলে হেরেছে পিএসজি। তার পরের দিনই সৌদি আরবের পর্যটন দূত হিসেবে মেসি মরুর দেশে বেড়াতে গিয়েছিলেন পুরো পরিবার নিয়ে। বিনা অনুমতিতে সৌদিতে যাওয়ায় পেয়েছেন দুই সপ্তাহের নিষেধাজ্ঞা। এর অর্থ, নিষেধাজ্ঞার সময় তিনি দলের সঙ্গে কোনো ম্যাচ, অনুশীলন-কিছুই করতে পারবেন না। সঙ্গে পাবেন না আর্থিক সুবিধাও। ফরাসি সংবাদমাধ্যমে মেসির সঙ্গে লিওনেল মেসির চুক্তি বাতিলের কথাও জানা গিয়েছিল। যেখানে জুনে শেষ হচ্ছে মেসির সঙ্গে পিএসজির পুরোনো চুক্তি। ফ্রান্সের আরেক গণমাধ্যম এবার জানিয়েছে এক চমকপ্রদ তথ্য। আরএমসি স্পোর্ট গতকাল জানিয়েছে, চুক্তি বাতিলের সিদ্ধান্ত থেকে সরে এসেছে পিএসজি। মেসি এবং পিএসজির আইনজীবী ক্লাবটির সঙ্গে গোপনে চুক্তিও করে ফেলেছেন।
চুক্তির অঙ্কটা অবশ্য জানা যায়নি। তবে মেসির সঙ্গে কত কোটি টাকার চুক্তি হবে, কদিন আগে তা জানিয়েছিল স্পেনের ডায়ারিও স্পোর্ট । স্প্যানিশ সংবাদমাধ্যমটির মতে, মেসিকে মৌসুম প্রতি ২০ মিলিয়ন ইউরোর চুক্তির অফার দিতে রাজি পিএসজি, বাংলাদেশি মুদ্রায় যা ২৯৮ কোটি ৪৪ লাখ টাকা। বার্সেলোনায় যাওয়া ঠেকাতেই পিএসজি এই চেষ্টা করছে বলে জানিয়েছিল স্প্যানিশ এই সংবাদমাধ্যম। বিনা অনুমতিতে সৌদিতে যাওয়ার পর ক্ষমা চেয়েছিলেন মেসি। গত ৫ মে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ভিডিও পোস্ট করে আর্জেন্টাইন এই তারকা ফুটবলার বলেছেন, ‘সতীর্থদের কাছে ক্ষমা চাইছি। ক্লাব কী চায় তা শোনার জন্য অপেক্ষা করছি।’ ক্ষমা চাওয়ার পরই যেন টনক নড়েছে পিএসজি কর্তৃপক্ষের। আর্জেন্টাইন এই তারকা ফুটবলার এরপর ফেরেন ক্লাবের অনুশীলনে।
পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে রয়েছে বাংলাদেশ দল। সফরের অংশ হিসেবে ১৭ ও ১৮ নভেম্বর হবে ২ দিনের একটি প্রস্তুতি ম্যাচ। এই ম্যাচের মাধ্যমে প্রস্তুতি নেওয়ার দারুণ সুযোগ পাচ্ছেন মেহেদী হাসান মিরাজরা। মূল টেস্ট সিরিজের আগে কিছুটা আত্মবিশ্বাসও বাড়তে পারে তাঁদের। ম্যাচটি হবে অ্যান্টিগায়র স্যার ভিভ
৪ ঘণ্টা আগেভারতের আপত্তিতে পাকিস্তানের তিন শহরে ট্রফি সফর বাতিল করেছে আইসিসি। দীর্ঘ ২৮ বছর পর আইসিসির কোনো টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে তারা। তবে শুরু থেকেই বিভিন্ন আপত্তি তুলছে ভারত।
৫ ঘণ্টা আগেদ্বিতীয় দিনের ছন্দ ধরে রেখে আজ তৃতীয় দিন বাকি দুই উইকেটও নিজের ঝুলিতে নিলেন আনশুল কাম্বোজ। সঙ্গে সঙ্গে বিরল এক রেকর্ড তাঁর নামের পাশে। প্রথম শ্রেণির ক্রিকেটে একাই ১০ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখালেন হরিয়ানার এই পেসার।
৫ ঘণ্টা আগে