ক্রীড়া ডেস্ক
জাপানের টোকিওর সাইতামা স্টেডিয়ামে ৫০ হাজার দর্শকের সামনে কী লজ্জায় না পড়তে হলো চীনা ফুটবলারদের। একের পর এক গোল হজম, জাল থেকে শুধু বল বের করে আনতে আনতেই সময় গেল তাঁদের।
আজ ২০২৪ বিশ্বকাপ বাছাই পর্বের তৃতীয় রাউন্ডের ‘সি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে ম্যাচে একটি, দুটি নয়—জাপানের বিপক্ষে ৭ গোল হজম করেছে চীন! শোধ দিতে পারেনি একটি গোলও।
প্রথমার্ধে অবশ্য দুটি গোল দিতে পেরেছিল জাপান। দুটি গোলই করেছেন ইংলিশ প্রিমিয়ার লিগের দুই তারকা। ১২ মিনিটে লিভারপুল মিডফিল্ডার ওয়াতারো এন্ডোর হেডে এগিয়ে যায় সামুরাই ব্লুরা। প্রথমার্ধের যোগ করা দ্বিতীয় মিনিটে ব্যবধান বাড়ান ব্রাইটন উইঙ্গার মিতোমা। চোটের কারণে এ বছরের অধিকাংশ ম্যাচ খেলতে পারেননি তিনি। গত জানুয়ারির এশিয়ান কাপের পর এবারই জাতীয় দলের হয়ে মাঠে নেমেছিলেন মিতোমা।
বিরতির পর গোল উৎসবে মেতে উঠে জাপানিজরা। ৫২ ও ৫৮ মিনিটে জোড়া গোল করেন লিভারপুল ছেড়ে ২০২২ সালে মোনাকোতে যাওয়া তাকুমি মিনামিনো। বদলি নামার ৭৭ মিনিটে ব্যবধানটা ৫-০ করেন আরেক ফরাসি রেইমসের উইঙ্গার জুনাইয়া ইতো। ১০ মিনিট পর গোল পান আরেক বদলি নামা দাইজেন মায়েদা।
যোগ করা পঞ্চম মিনিটে চীনের কফিনে শেষ পেরেকটি মারেন তাকেফুসা কুবো। দুটি অ্যাসিস্টও করেছেন এই রিয়াল সোসিয়েদাদ উইঙ্গার। ইতোও করেছেন দুটি অ্যাসিস্ট।
২০১৪ বিশ্বকাপের সেমিফাইনালে ৭-১ গোলে হেরেছিল স্বাগতিক ব্রাজিল। সেই হারের পর সেলেসাওদের গায়ে বসেছিল ‘সেভেন আপ’ তকমা। ২০০২ সালে সবশেষ বিশ্বকাপে খেলা চীনের গায়েও আজ সেই লজ্জার তকমা লাগিয়ে দিল এশিয়ার ফুটবল পরাশক্তি জাপান
জাপানের টোকিওর সাইতামা স্টেডিয়ামে ৫০ হাজার দর্শকের সামনে কী লজ্জায় না পড়তে হলো চীনা ফুটবলারদের। একের পর এক গোল হজম, জাল থেকে শুধু বল বের করে আনতে আনতেই সময় গেল তাঁদের।
আজ ২০২৪ বিশ্বকাপ বাছাই পর্বের তৃতীয় রাউন্ডের ‘সি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে ম্যাচে একটি, দুটি নয়—জাপানের বিপক্ষে ৭ গোল হজম করেছে চীন! শোধ দিতে পারেনি একটি গোলও।
প্রথমার্ধে অবশ্য দুটি গোল দিতে পেরেছিল জাপান। দুটি গোলই করেছেন ইংলিশ প্রিমিয়ার লিগের দুই তারকা। ১২ মিনিটে লিভারপুল মিডফিল্ডার ওয়াতারো এন্ডোর হেডে এগিয়ে যায় সামুরাই ব্লুরা। প্রথমার্ধের যোগ করা দ্বিতীয় মিনিটে ব্যবধান বাড়ান ব্রাইটন উইঙ্গার মিতোমা। চোটের কারণে এ বছরের অধিকাংশ ম্যাচ খেলতে পারেননি তিনি। গত জানুয়ারির এশিয়ান কাপের পর এবারই জাতীয় দলের হয়ে মাঠে নেমেছিলেন মিতোমা।
বিরতির পর গোল উৎসবে মেতে উঠে জাপানিজরা। ৫২ ও ৫৮ মিনিটে জোড়া গোল করেন লিভারপুল ছেড়ে ২০২২ সালে মোনাকোতে যাওয়া তাকুমি মিনামিনো। বদলি নামার ৭৭ মিনিটে ব্যবধানটা ৫-০ করেন আরেক ফরাসি রেইমসের উইঙ্গার জুনাইয়া ইতো। ১০ মিনিট পর গোল পান আরেক বদলি নামা দাইজেন মায়েদা।
যোগ করা পঞ্চম মিনিটে চীনের কফিনে শেষ পেরেকটি মারেন তাকেফুসা কুবো। দুটি অ্যাসিস্টও করেছেন এই রিয়াল সোসিয়েদাদ উইঙ্গার। ইতোও করেছেন দুটি অ্যাসিস্ট।
২০১৪ বিশ্বকাপের সেমিফাইনালে ৭-১ গোলে হেরেছিল স্বাগতিক ব্রাজিল। সেই হারের পর সেলেসাওদের গায়ে বসেছিল ‘সেভেন আপ’ তকমা। ২০০২ সালে সবশেষ বিশ্বকাপে খেলা চীনের গায়েও আজ সেই লজ্জার তকমা লাগিয়ে দিল এশিয়ার ফুটবল পরাশক্তি জাপান
ভুলে যাওয়ার মতো একটি দিনই কাটিয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র। তাও বাজে দিনটা এল ব্রাজিলের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের সময়ই। তাঁর সুযোগ মিসের মহড়ার দিনে ব্রাজিল পারল না জিততে। হতাশা ঝরেছে ব্রাজিল কোচ দরিভাল জুনিয়রের কণ্ঠে।
৬ মিনিট আগেবিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ হলেও দুই বিশ্বচ্যাম্পিয়ন দলকে একই টুর্নামেন্টে হারানো তো সহজ কথা নয়। প্যারাগুয়ে এবার সেই কঠিন কাজটিই করে দেখাল। ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে সেপ্টেম্বরে প্যারাগুয়ে হারিয়েছিল ব্রাজিলকে। দুই মাস পর আজ বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকেও হারিয়েছে প্যারাগুয়ে।
১ ঘণ্টা আগেএই শতাব্দির গোড়ার দিকের গল্প। বয়সভিত্তিক ক্রিকেটে গতিময় এক ফাস্ট বোলারকে চোখে পড়ল রাকিব হায়দার পাভেলের। সেই বোলার ব্যাটেও ঝড় তুলতে পারেন। বয়সভিত্তিক ক্রিকেট থেকেই পাভেল ওই অলরাউন্ডারকে নিয়ে এলেন তাঁদের প্রথম বিভাগ ক্রিকেটের আজাদ স্পোর্টিংয়ে।
১৩ ঘণ্টা আগেএবার সাফজয়ীদের পুরস্কৃত করল বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠান সাউথইস্ট ব্যাংক। প্রতিষ্ঠানটি আজ তাদের কার্যালয়ে আমন্ত্রণ জানিয়ে এই সম্মাননা জানায়। এ সময় ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল এবং কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
১৫ ঘণ্টা আগে